JNU হস্টেল ফি বাড়ছে না, পুরনো ফি-তেই রেজিস্ট্রেশন, নির্দেশ দিল্লি হাইকোর্টের

Last Updated:

বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধিকে চ্যালেঞ্জ করে মামলা করেছিল জেএনইউ-এর ছাত্র-ছাত্রীরা, এ দিন দিল্লি হাইকোর্ট সেই আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের কাছে রিপোর্টও চেয়েছে হাইকোর্ট৷

#নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হস্টেল ফি বৃদ্ধির প্রতিবাদে যে সব পড়ুয়ারা গত ৪ মাস ধরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, তাঁদের বড় স্বস্তি দিল দিল্লি হাইকোর্ট৷ শুক্রবার হাইকোর্টের নির্দেশ, যে সব ছাত্র-ছাত্রীরা নয়া শিক্ষাবর্ষে এখনও রেজিস্টার করতে পারেননি, তাঁরা পুরনো হস্টেল ফি-তেই পরীক্ষার জন্য ফর্ম ভরতে পারবেন৷ যার নির্যাস, হস্টেল ফি বাড়ছে না৷ একই সঙ্গে জেএনইউ কর্তৃপক্ষকে হাইকোর্টের নির্দেশ, রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়াতে হবে, কোনও লেট-ফি ছাত্র-ছাত্রীদের থেকে নেওয়া যাবে না৷
জেএনইউ-তে হস্টেল ফি বৃদ্ধির প্রতিবাদে ৪ মাস ধরে আন্দোলন চলছে৷ গত ৫ জানুয়ারি জেএনইউ-এর সবরমতী হস্টেলে মুখ বাঁধা কাপড়ে ঢাকা অবস্থায় কয়েকজন হামলা চালায়৷ যা নিয়ে উত্তাল হয়েছে গোটা দেশ৷ দেশের সমস্ত নাগরিক নিন্দায় সরব হয়ে ওঠেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে ছাত্র-শিক্ষক পেটানোর ঘটনায়। বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধিকে চ্যালেঞ্জ করে মামলা করেছিল জেএনইউ-এর ছাত্র-ছাত্রীরা, এ দিন দিল্লি হাইকোর্ট সেই আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের কাছে রিপোর্টও চেয়েছে হাইকোর্ট৷
advertisement
বিচারপতি রাজীব সকধেরের বেঞ্চ এ দিন কন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন উন্নয়ন মন্ত্রক ও ইউজিসি-কে নোটিসও জারি করেছে দিল্লি হাইকোর্ট৷ উচ্চ আদালতের নিরেদেশর পরেই খুশির হাওয়া জেএনইউ পড়ুয়াদের মধ্যে৷ ফি বৃদ্ধির বিরুদ্ধে হাইকোর্ট আবেদন করেছিলেন জেএনইউ-র ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ৷ আদালত জানিয়েছে, সংরক্ষিত শ্রেণির পড়ুয়াদের জন্য পুরানো হোস্টেল ফি বহাল থাকছে। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের (জেএনইউএসইউ) সদস্যরা বিশ্ববিদ্যালয়ের নতুন হোস্টেল ফি-কে চ্যালেঞ্জ জানিয়ে যে আবেদন জানায় সেই আবেদনের রায় দেয় এদিন আদালত।
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
JNU হস্টেল ফি বাড়ছে না, পুরনো ফি-তেই রেজিস্ট্রেশন, নির্দেশ দিল্লি হাইকোর্টের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement