Anubrata Mondal | অনুব্রতের মামলায় দিল্লি হাইকোর্টে বেঞ্চ বদল! জসমিত সিংয়ের বেঞ্চে হবে শুনানি
- Published by:Rachana Majumder
- Written by:Rajib Chakraborty
Last Updated:
যেহেতু অনুব্রতের অন্য মামলা বিচারপতি জসমিত সিংয়ের বেঞ্চে নথিভুক্ত আছে, তাই এই মামলাও একই বেঞ্চে স্থানান্তর করার আবেদন করেন আইনজীবী।
#রাজীব চক্রবর্তী, নয়াদিল্লি: বারবার আদালত বদলের পর এবার বিচারপতি বদল। দিল্লি হাইকোর্টে অনুব্রত মণ্ডলের প্রোডাকশন ওয়ারেন্ট সংক্রান্ত মামলা ছিল বিচারপতি অনুপ জয়রাম ভম্বানির বেঞ্চে। শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছিল মামলাটি। কিন্তু, যেহেতু অনুব্রত-র সংশ্লিষ্ট অন্য মামলাগুলি বিচারপতি জসমিত সিং-এর বেঞ্চে নথিভুক্ত আছে, তাই এই মামলাও একই বেঞ্চে স্থানান্তর করার আবেদন করেন আইনজীবী।
অন্যদিকে, আদালতের নির্দেশে আপাতত দুবরাজপুর থানার হেফাজতে থাকতে হচ্ছে অনুব্রত মণ্ডলকে। মঙ্গলবার দুপুরের পর থানায় আনা হয় তাঁকে। মুড়ি, চপ দিয়ে খাওয়া সারেন। অনুব্রত যে থানায় রাত্রিবাস করতে পারেন সে কথা আগাম আঁচ করে একটি ঘরে থাকার বন্দোবস্ত করা হয়েছিল। অব্যবহৃত ঘরটি পরিষ্কার করে খাট পাতা হয়। সেই খাটের উপর পরিপাটি করে পাতা হয় বিছানা। সেই খাটেই পুলিশ হেফাজতের প্রথম রাত কাটল অনুব্রতের। সেই ঘরে লাগানো হয়েছে সিসিটিভিও। যাতে কেষ্টর গতিবিধি পুরোটাই থাকে নজরবন্দি।
advertisement
আরও পড়ুন: করোনা বিধি না মানলে বন্ধ ভারত জোড়ো যাত্রা! রাহুল গান্ধিকে চিঠি স্বাস্থ্য় মন্ত্রী মাণ্ডব্য়র
advertisement
advertisement
রাজীব চক্রবর্তী
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 21, 2022 2:26 PM IST