উৎসব শেষে চলে এল বিদায়ের সময়! দেবী বরণের কোনও নির্দিষ্ট সময় রয়েছে? কোন কোন জিনিস মাথায় রাখবেন?

Last Updated:
রণ শব্দের আক্ষরিক অর্থ হল সাদরে বা সসম্মানে অভ্যর্থনা জানানো। যে কোনও দেবদেবীর পুজো শেষে বিসর্জনের আগে তাঁকে বরণ করে নেওয়ার রীতি রয়েছে। দশমী পুজোর শেষে দেবী দুর্গাকে বরণ করে নেওয়া হয়। সাধারণত বিবাহিত মহিলাগণ এই আচারে অংশ নেন।
1/6
পঞ্জিকা অনুসারে আগামী বছর ১৪৩৩ বঙ্গাব্দের মহালয়া পালিত হবে ১০ অক্টোবর, শনিবার৷ এর পর ষষ্ঠী পড়েছে শুক্রবার, ১৭ অক্টোবর৷
বরণ শব্দের আক্ষরিক অর্থ হল সাদরে বা সসম্মানে অভ্যর্থনা জানানো। যে কোনও দেবদেবীর পুজো শেষে বিসর্জনের আগে তাঁকে বরণ করে নেওয়ার রীতি রয়েছে। দশমী পুজোর শেষে দেবী দুর্গাকে বরণ করে নেওয়া হয়। সাধারণত বিবাহিত মহিলাগণ এই আচারে অংশ নেন।
advertisement
2/6
এ বার শুরু আবার অপেক্ষা৷ আগামী বছর কবে ফের দশভুজা আসবেন সপরিবার, সেই প্রতীক্ষায় শুরু হবে দিন গোনা৷ আসুন, জেনে নিই আগামী বছর ২০২৬ সালের দুর্গাপুজোর দিনক্ষণ৷
পান খেয়ে বা পানপাতা মুখে নিয়ে, আলতা-সিঁদুর পরে বরণ করার রীতি রয়েছে। বরণসামগ্রী-সহ বরণডালা নিয়ে শুভ সময় দেখে দেবীকে বরণ করা হয়। তবে আঞ্চলিক নিয়ম অনুসারে এ ক্ষেত্রে পার্থক্য দেখা যায়। বরণের সময় ও বরণের নিয়মেও পার্থক্য বর্তমান।বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে-
advertisement
3/6
থোড়, মোচা, বেগুন, শিম, মটরশুঁটি, বরবটি, লাউয়ের মতো সবজি দশমী তিথিতে গ্রহণ করা নিষিদ্ধ বলে মনে করা হয়৷
দশমী তিথি শেষ–২ অক্টোবর, ১৫ আশ্বিন, বৃহস্পতিবার।সময়– সন্ধ্যা ৭টা ১১ মিনিট।অমৃতযোগ- সকাল ৭টা ৬ মিনিটের মধ্যে, পুনরায় ১টা ২৪ মিনিট গতে ২টো ৫৮ মিনিটের মধ্যে। পুনরায় সন্ধ্যা ৬টা ৯ মিনিট গতে রাত ৯টা ২৪ মিনিটের মধ্যে।দশমী তিথি শেষ–
advertisement
4/6
কোনওরকম পোড়া খাবার, টক খাবার এবং তিতো খাবার গ্রহণ করবেন না বিজয়া দশমীর পুণ্যতিথিতে৷
২ অক্টোবর, ১৫ আশ্বিন, বৃহস্পতিবার।সময়– দুপুর ২টো ৫৪ মিনিট ৩৫ সেকেন্ড।অমৃতযোগ- সকাল ৭টা ৫ মিনিট ২৮ সেকেন্ডের মধ্যে, পুনরায় দুপুর ১টা ২৪ মিনিট ১৯ সেকেন্ড গতে ২টো ৫৯ মিনিট ২ সেকেন্ডের মধ্যে। পুনরায় সন্ধ্যা ৬টা ৯ মিনিট ৪৫ সেকেন্ড গতে রাত ৯টা ২৪ মিনিট ১৯ সেকেন্ডের মধ্যে।
advertisement
5/6
অনেক বাড়িতে দশমী তিথিতে নিরামিষ ভক্ষণের রীতি আছে৷ আবার অনেক পরিবারে গ্রহণ করা হয় মাছ৷ যাঁরা নিরামিষ আহার খান, তাঁরা মাছ মাংস ডিমের সঙ্গে এড়িয়ে চলুন মুসুরডাল, মাসকলাই, পেঁয়াজ, রসুন৷
দশমীর তিথি ছেড়ে যাওয়ার পর যে কোনও সময়ে বরণ করা যেতে পারে। সেটির নির্দিষ্ট কোনও শুভ সময় নেই। তবে তিথি থাকাকলীন বরণ করা যাবে না। বরণ করার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে চলা আবশ্যিক। বরণডালা-সহ বরণ করতে যাওয়া উচিত।
advertisement
6/6
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement