App Bike Taxi: অনলাইনে আর বুকিং করা যাবে না ! দেশের এই শহরে নিষিদ্ধ সব বাইক ট্যাক্সি
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Bike Taxi Banned in Delhi: বলা হয়েছে, বাইক ট্যাক্সিগুলি পরিবহণ সংক্রান্ত অধিকাংশ নিয়মকানুনই মানছে না ৷ সেই কারণে দিল্লিতে এবার বাইক ট্যাক্সি নিষিদ্ধই ঘোষণা হল ৷
নয়াদিল্লি: অ্যাপ বাইক ট্যাক্সি আর বুকিং করা যাবে না রাজধানী দিল্লিতে ৷ ফলে তুলনায় অনেক কম খরচে যারা ওলা, উবের, র্যাপিডোর মতো সংস্থার বাইকের উপর ভরসা করে থাকেন, তাদের জন্য এটা একেবারেই ভাল খবর নয় ৷ দিল্লির পরিবহণ দফতর নোটিস জারি করেছে ৷ বলা হয়েছে, বাইক ট্যাক্সিগুলি পরিবহণ সংক্রান্ত অধিকাংশ নিয়মকানুনই মানছে না ৷ সেই কারণে দিল্লিতে এবার বাইক ট্যাক্সি নিষিদ্ধই ঘোষণা হল ৷
অধিকাংশ ক্ষেত্রে নন-ট্রান্সপোর্ট রেজিস্ট্রেশন নম্বরযুক্ত গাড়ি, অর্থাৎ ব্যক্তিগত গাড়ি যাত্রী পরিবহণের জন্য ব্যবহার করা হচ্ছে। যা পরিবহণ দফতরের নিয়মবিরুদ্ধ।
advertisement
In a major setback to ride sharing platforms Ola, Uber and Rapido, the Delhi Transport Department on February 20 issued a public notice to stop plying their bike taxi services effective immediately.#Ola #Uber #Rapido #BikeTaxi #Bike pic.twitter.com/b3P7UPwe40
— News18 (@CNNnews18) February 20, 2023
advertisement
কিছু দিন আগেই মহারাষ্ট্রে র্যাপিডো সংস্থার পরিষেবা নিষিদ্ধ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আইনসম্মত লাইসেন্স ছাড়াই দিল্লিতে চলছিল সংস্থার বাইক ট্যাক্সি বলে অভিযোগ। মহারাষ্ট্রের পর এবার রাজধানীতেও তাই বাইক ট্যাক্সি নিষিদ্ধ করল সরকার।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Delhi,Delhi,Delhi
First Published :
February 21, 2023 6:01 PM IST