Delhi Exit Poll 2025: ২৭ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফিরছে বিজেপি! আপের দিন শেষ! ইঙ্গিত এক্সিট পোলে

Last Updated:

Delhi Exit Poll 2025: ২০১৫ ও ২০২০ সালে দিল্লিতে বিধানসভা ভোটে জিতেছিল আপ। নির্বাচনী ময়দানে হ্যাটট্রিকের লড়াইয়ে এবার একলা চলার নীতি নিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল।

দিল্লিতে ক্ষমতায় আসছে বিজেপি?
দিল্লিতে ক্ষমতায় আসছে বিজেপি?
নয়াদিল্লি: রাজধানী দিল্লি এবার কার দখলে থাকবে, তার আভাস দিচ্ছে বিভিন্ন এক্সিট পোল। ২০২৫ সালের বিধানসভা নির্বাচনের এক্সিট পোলে ইতিমধ্যেই একের পর এক সমীক্ষক সংস্থার পরিসংখ্যান উঠে এসেছে। বেশিরভাগ পরিসংখ্যানই বলছে, ২৭ বছর পর বিজেপির বিজয় নিশান উড়তে চলেছে দেশের রাজধানীতে। দিল্লিতে ভোটের ফল প্রকাশ আগামী ৮ ফেব্রুয়ারি।
সেদিন শেষ হাসি কার থাকবে? সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় গোটা দেশ। ২০১৫ ও ২০২০ সালে দিল্লিতে বিধানসভা ভোটে জিতেছিল আপ। নির্বাচনী ময়দানে হ্যাটট্রিকের লড়াইয়ে এবার একলা চলার নীতি নিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি বিধানসভা ভোটে আবার ৭০ আসনেই প্রার্থী দিয়েছে জোট শরিক কংগ্রেসও। কিন্তু কংগ্রেসকে নয়, ‘স্থানীয় দল’কেই সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টি।
advertisement
advertisement
এক নজরে দেখে নেওয়া যাক বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কে কত আসন পেতে পারে দিল্লিতে:
Matrize-এর এক্সিট পোল অনুযায়ী, বিজেপি পেতে পারে ৩৫-৪০ আসন, আপ পেতে পারে ৩২-৩৭ আসন, কংগ্রেস পেতে পারে ০-১ আসন।
advertisement
পোল ডাইরি-র এক্সিট পোল অনুযায়ী, বিজেপি পেতে পারে ৪২-৫০ আসন, আপ পেতে পারে ১৮-২৫ আসন, কংগ্রেস পেতে পারে ০-২ আসন।
Chanakya’s-এর এক্সিট পোল অনুযায়ী, বিজেপি পেতে পারে ৩৯-৪৪ আসন, আপ পেতে পারে ২৫-২৮ আসন, কংগ্রেস পেতে পারে ২-৩ আসন।
পি-মার্ক এক্সিট পোল অনুযায়ী, বিজেপি পেতে পারে ৩৯-৪৯টি আসন, আপ পেতে পারে ২১-৩১ আসন। কংগ্রেস পেতে পারে ০-১ আসন।
advertisement
প্রসঙ্গত, ২০১৫ ও ২০২০ বিধানসভা নির্বাচনের সময় এক্সিট পোলগুলি দিল্লিতে জয়লাভ করবে আম আদমি পার্টি। বাস্তবেও দেখা যায়, দুই ক্ষেত্রেই আপ’ই জিতেছিল। ২০১৫ সালে আপ জিতেছিল ৬৭ আসনে। ২০২০ সালে আসনসংখ্যা সামান্য কমে হয় ৬২। এবার অবশ্য অন্য কথা বলছে এক্সিট পোল। প্রায় সব এক্সিট পোলের মতেই এবার জিততে চলেছে বিজেপি।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Exit Poll 2025: ২৭ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফিরছে বিজেপি! আপের দিন শেষ! ইঙ্গিত এক্সিট পোলে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement