RG Kar Case: আর হল না শেষরক্ষা, আদালতে মুখ পুড়ল সন্দীপ ঘোষের! আরজি কর কাণ্ডে বিরাট নির্দেশ হাইকোর্টের, নজরে বৃহস্পতিবার
- Reported by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
RG Kar Case: বৃহস্পতিবার চার্জফ্রেম গঠনে কোনও বাধা রইল না। ২৮ জানুয়ারি ২০২৫, ১ সপ্তাহে চার্জফ্রেম গঠনের নির্দেশে কোনও বদল নয়। জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিরক্তি প্রকাশ করে মন্তব্য করেন, ''এই নিয়ে দুবার একই আবেদন করলেন। আমি খুব জেনে বুঝে ওই নির্দেশ দিয়েছি। ওই নির্দেশে কোনও পরিবর্তন হবে না। বরং নিম্ন আদালতে গিয়ে বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করুন।'' সিঙ্গল বেঞ্চ আবেদনের গুরুত্ব না দেওয়ায় এরপরই হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হন সন্দীপ ঘোষ। দ্রুত শুনানির আর্জি করা হয়। ফের মামলা ফিরে আসে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। সেখানেই সন্দীপদের মামলা খারিজ করেন বিচারপতি।
advertisement
এদিকে, কলকাতা হাইকোর্টে আরজি কর নির্যাতিতার পরিবারের মামলায় হাইকোর্টে শুনানি মুলতুবি রাখার আবেদন করলেন পরিবারের আইনজীবী। নির্যাতিতার পরিবারের আইনজীবী বলেন, ''সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন জানানো হয়েছে। শীর্ষ আদালতে শুক্রবার শুনানির সম্ভাবনা রয়েছে। আপাতত দু'সপ্তাহের জন্য মামলাটি হাইকোর্টে মুলতুবি রাখা হোক।'
advertisement
advertisement









