Atishi: তিনি যেন রামায়ণের ভরত, কী করলেন অতিশী? 'নতুন মনমোহন' বলে কটাক্ষ বিজেপি-র

Last Updated:

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে সম্মানজনক ভাবে রাজনীতি করার নতুন নজির তৈরি করেছেন৷

কেজরিওয়ালের চেয়ার ফাঁকা রেখেই মুখ্যমন্ত্রীর দায়িত্বে অতিশী৷ ছবি- পিটিআই
কেজরিওয়ালের চেয়ার ফাঁকা রেখেই মুখ্যমন্ত্রীর দায়িত্বে অতিশী৷ ছবি- পিটিআই
নয়াদিল্লি: গত ২১ সেপ্টেম্বর দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তিনি৷ তবে দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েও অরবিন্দ কেজরিওয়ালের চেয়ারে বসলেন না দিল্লির নতুন মুখ্যমন্ত্রী অতিশী৷ মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়াল যে চেয়ারে বসতেন, সেই চেয়ার ফাঁকা রেখেই তার পাশে অন্য একটি চেয়ারে বসে মুখ্যমন্ত্রী হিসেবে কাজ শুরু করলেন অতিশী৷
দিল্লির নতুন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে সম্মানজনক ভাবে রাজনীতি করার নতুন নজির তৈরি করেছেন৷ তাই মুখ্যমন্ত্রী হিসেবে চার মাস কেজরিওয়ালের চেয়ারে বসবেন না তিনি৷ অতিশী আত্মবিশ্বাসী, কয়েকমাস পরে বিধানসভা নির্বাচনে জিতে ফের ওই চেয়ারেই বসবেন কেজরিওয়াল৷
advertisement
advertisement
অতিশী বলেন, ‘রামায়ণে ভরত যেমন সিংহাসনে রামচন্দ্রের খড়ম রেখে দিয়েছিলেন, আমিও সেভাবেই কাজ করব৷ ইস্তফা দিয়ে নতুন দৃষ্টান্ত তৈরি করেছেন অরবিন্দ কেজরিওয়াল৷ বিজেপি তাঁর ভাবমূর্তিকে কালিমালিপ্ত করতে চেষ্টার ত্রুটি রাখেনি৷’
যদিও অতিশীর এই পদক্ষেপকে নাটক বলে কটাক্ষ করেছেন বিজেপি নেতা অমিত মালব্য৷ আর এক বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা অতিশীকে ‘নতুন মনমোহন সিং’ বলে কটাক্ষ করেছেন৷
advertisement
মুখ্যমন্ত্রী হিসেবে ১৩টি দফতরের দায়িত্ব রয়েছে অতিশীর হাতে৷ ,তার মধ্যে শিক্ষা, রাজস্ব, পূর্ত, অর্থের মতো গুরুত্বপূর্ণ দফতর রয়েছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Atishi: তিনি যেন রামায়ণের ভরত, কী করলেন অতিশী? 'নতুন মনমোহন' বলে কটাক্ষ বিজেপি-র
Next Article
advertisement
GST Reforms: উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? পর্যটক না ব্যবসায়ীদের লাভ? জানুন
উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? জানুন
  • নতুন GST নিয়মে ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হবে।

  • পর্যটকদের জন্য নয়া GST নিয়মে খরচ কমবে, পাহাড়ি অঞ্চলে পর্যটকদের ভিড় বাড়বে।

  • হোটেল ও হোমস্টে মালিকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পর্যটকদের সাশ্রয় কতটা হবে।

VIEW MORE
advertisement
advertisement