RG Kar case রবিবার থেকেই হঠাৎ বাড়ি ছাড়া, আরজি কর কাণ্ডে এবার নজরে সিপিএমের প্রাক্তন কাউন্সিলর?

Last Updated:

ঘটনার দিন সূর্যাস্তের পরে কেন তড়িঘড়ি নির্য়াতিতার ময়নাতদন্ত করা হল, তা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল৷

আরজি কর কাণ্ডে উঠে এল সিপিএমের প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের নাম৷
আরজি কর কাণ্ডে উঠে এল সিপিএমের প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের নাম৷
সুবীর দে, পানিহাটি: আরজি কর কাণ্ডের শুরু থেকেই স্থানীয় তৃণমূল বিধায়ক এবং এলাকার তৃণমূল কাউন্সিলরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল৷ এফআইআর দায়ের করা থেকে শুরু করে তড়িঘড়ি দেহ সৎকারের ব্যবস্থা করার মতো অভিযোগ উঠেছিল তৃণমূলের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে৷
এবার এলাকার প্রাক্তন সিপিএম কাউন্সিলরের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তুললেন এক ময়নাতদন্তকারী চিকিৎসক৷ অভিযোগ. ওই দিনই ময়নাতদন্ত করানোর জন্য আরজি কর হাসপাতালের মর্গে গিয়ে চিকিৎসকদের উপরে চাপ দিয়েছিলেন পানিহাটি পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়৷
advertisement
advertisement
আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুন মামলায় গতকাল ময়নাতদন্তকারী দলে থাকা অন্যতম চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে তলব করেছিল সিবিআই৷ জিজ্ঞাসাবাদের পর সংবাদমাধ্যমের সামনে ওই চিকিৎসক দাবি করেন, মৃতার পরিবারের লোক বলে দাবি করে একজন হুমকি দেন, ওই দিনই সন্ধ্যায় ময়নাতদন্ত করতে হবে৷ না হলে রক্তগঙ্গা বইবে৷ যিনি হুমকি দিচ্ছিলেন তিনি নিজেকে মৃতার কাকা বলে পরিচয় দিয়েছিলেন৷ এলাকার প্রাক্তন কাউন্সিলর একজন কেউ ছিলেন৷ নাম বলতে পারব না৷ কাগজপত্র না থাকায় ময়নাতদন্ত করতে একটু দেরি হয়৷
advertisement
ঘটনার দিন সন্ধের পরে কেন তড়িঘড়ি নির্য়াতিতার ময়নাতদন্ত করা হল, তা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল৷ ময়নাতদন্তকারী দলের সদস্য এক চিকিৎসক এমন গুরুতর অভিযোগ করার পর স্বভাবতই বিষয়টি অন্য মাত্রা পায়৷ এই ঘটনায় সামনে উঠে এসেছে এলাকার প্রাক্তন সিপিএম কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের নাম৷ যদিও সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় এই অভিযোগ অস্বীকার করেছেন সঞ্জীব৷ তবে তিনি স্বীকার করেছেন, ঘটনার দিন নিহত চিকিৎসকের বাবা মায়ের সঙ্গে আরজি কর হাসপাতালে ছিলেন তিনি৷ তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করায় পাল্টা আইন পদক্ষেপের হুমকিও দিয়েছেন তিনি৷
advertisement
গতকাল তাঁর বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসার পর থেকেই এলাকা ছাড়া সিপিএমের ওই প্রাক্তন কাউন্সিলর৷ সোমবার সকালে বাড়ি গিয়েও সঞ্জীবের দেখা মেলেনি৷ তালাবন্ধ অবস্থায় ছিল তাঁর বাড়ি৷ এলাকা সূত্রে খবর, কাজ আছে বলে গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বের হন সঞ্জীব৷ তার পর আর ফেরেননি৷ সঞ্জীববাবু কোথায় রয়েছেন, তাঁর বাড়ির কেয়ারটেকারও সে বিষয়ে কিছু বলতে পারেননি৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
RG Kar case রবিবার থেকেই হঠাৎ বাড়ি ছাড়া, আরজি কর কাণ্ডে এবার নজরে সিপিএমের প্রাক্তন কাউন্সিলর?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement