Delhi CM Attacked: ছুরিও কিনেছিল!..প্ল্যান করেছিল আগে থেকে...দিল্লির মুখ্যমন্ত্রীর উপরে হামলার ঘটনায় গ্রেফতার আরও ১
- Published by:Satabdi Adhikary
Last Updated:
জিজ্ঞাসাবাদের সময় তাহসিন জানায় যে রাজেশ তাঁকে বলেছিল যে তাকে বড় কিছু করতে হবে এবং তার পথে আসা কাউকেই সে রেহাই দেবে না। তাহসিন গুগল পে-এর মাধ্যমে রাজেশকে ২০০০ টাকা পাঠিয়েছিল যা হামলার পরিকল্পনায় আর্থিক সহায়তা বলে মনে করা হয়। হামলার আগে এবং হামলার সময় তারা দুজনেই নিয়মিত যোগাযোগে ছিল।
নয়াদিল্লি: ঘুরে গেল দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপরে হামলার তদন্ত৷ জানা গেল, একা নয়, দিল্লিতে একটা সহযোগীও জোগাড় করেছিল৷ মূল অভিযুক্ত রাজেশ ভাই খিমজি ভাই সাকারিয়ার সহযোগী তাহসিন সৈয়দকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। রাজেশ নয়াদিল্লি রেলওয়ে স্টেশনের বাইরে একটি সবজির গাড়ি থেকে হামলার জন্য একটি ছুরি কিনেছিলেন বলেও তদন্তকারীরা জানতে পেরেছে৷ সেটির সন্ধান চলছে। পুলিশের দাবি, এই গোটা ঘটনাটাই সুপরিকল্পিত৷ আর এই ষড়যন্ত্রে তাহসিনের ভূমিকা সামনে এসেছে। দুই অভিযুক্তকে মুখোমুখি জিজ্ঞাসাবাদও করা হয়েছে।
গত ২০ অগাস্ট সকাল ৮টা ১৫ মিনিটে সিভিল লাইনসে ক্যাম্প অফিসে একটি জন আদালতের শুনানির সময় দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপরে হামলা চালান গুজরাতের রাজকোটের ৪১ বছর বয়সি অটো রিকশচালক রাজেশ৷ চুলের মুঠি ধরে চড় মারা হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে৷
advertisement
advertisement
পুলিশ তখনই রাজেশকে গ্রেফতার করে এবং ভারতীয় দণ্ডবিধির (BNS) ধারা ১০৯(১) (হত্যার চেষ্টা), ১৩২ (সরকারি কর্মচারীর উপর হামলা) এবং ২২১ (সরকারি কর্মচারীর কাজে বাধা) এর অধীনে মামলা দায়ের করে।
তদন্তে জানা যায় যে, রাজেশ আগে থেকেই আক্রমণের পরিকল্পনা করেছিল। ১৯ অগাস্ট অর্থাৎ, ঘটনাক আগের দিন গুজরাত থেকে দিল্লিতে পৌঁছে সিভিল লাইনসের গুজরাটি ভবনে রাত কাটিয়েছিলেন। হামলার আগে, তিনি শালিমার বাগের মুখ্যমন্ত্রীর বাসভবনের একটি রেকি-ও করেছিলেন এবং সেই জায়গার একটি ভিডিও তৈরি করে তাহসিনকে পাঠিয়েছিলেন। পুলিশ সিসিটিভি ফুটেজে ২৪ ঘণ্টা আগে রাজেশকে মুখ্যমন্ত্রীর বাসভবনের আশেপাশে দেখতে পেয়েছিল।
advertisement
পুলিশের মতে, দিল্লি-এনসিআর-এর আশ্রয়কেন্দ্রে বেওয়ারিশ কুকুরদের স্থানান্তরের সুপ্রিম কোর্টের আদেশে ক্ষুব্ধ হয়ে রাজেশ প্রথমে সুপ্রিম কোর্টকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করেছিলেন। অভিযুক্ত রাজেশ এবং তাহসিন উভয়ই কুকুর পছন্দ করেন। তবে, সুপ্রিম কোর্টে কঠোর নিরাপত্তার কারণে, রাজেশ তাঁর মন বদল করেন এবং দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে রেখা গুপ্তাকে আক্রমণ করেন।
advertisement
জিজ্ঞাসাবাদের সময় তাহসিন জানায় যে রাজেশ তাঁকে বলেছিল যে তাকে বড় কিছু করতে হবে এবং তার পথে আসা কাউকেই সে রেহাই দেবে না। তাহসিন গুগল পে-এর মাধ্যমে রাজেশকে ২০০০ টাকা পাঠিয়েছিল যা হামলার পরিকল্পনায় আর্থিক সহায়তা বলে মনে করা হয়। হামলার আগে এবং হামলার সময় তারা দুজনেই নিয়মিত যোগাযোগে ছিল।
advertisement
পুলিশ রাজেশকে গুজরাটি ভবন, নয়াদিল্লি রেলওয়ে স্টেশন এবং সিভিল লাইনস এলাকায় নিয়ে যায় যেখানে সে ছুরি ছুঁড়েছিল তা শনাক্ত করতে। পুলিশ এখন ছুরিটি উদ্ধারের চেষ্টা করছে, যা মামলার একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে।
রাজেশের অপরাধমূলক ইতিহাসও প্রকাশ্যে এসেছে। গুজরাত পুলিশের রেকর্ড অনুসারে, ২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে তার বিরুদ্ধে মদ চোরাচালান এবং হামলা সহ পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। বম্বে পুলিশ আইনের অধীনে ২০২১ সালে তাকে গুজরাট থেকে বহিষ্কারও করা হয়েছিল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
August 25, 2025 7:20 PM IST