Naushad Siddiqui: আবারও এক জিনিস করবে বামেরা?...একুশের পথেই ছাব্বিশের ভোটের জোট! আলিমুদ্দিনে গেল চিঠি..এবার উত্তর দেওয়ার পালা

Last Updated:

একুশের বিধানসভায় বাম-কংগ্রেস শূন্য হয়ে গেলেও জোটের নিরিখে খাতা খুলেছিলেন আইএসএফ-র নওশাদ সিদ্দিকী৷ তারপর থেকে তাঁকে বিধায়ক তথা আইএসএফ প্রধান হিসাবে বছরভর মাঠে ময়দানে সক্রিয়ভাবেই দেখা যায়৷

News18
News18
কলকাতা: ছাব্বিশের বিধানসভার লড়াইয়ে একুশের পথেই হাঁটতে চাইছে আইএসএফ (ISF)৷ সূত্রের খবর, আর দেরি না করে এবার নওশাদ সিদ্দিকী চাইছেন, বামেদের সঙ্গে জোট আলোচনা দ্রুত সম্পন্ন হোক৷ সেই মতো নাকি আলিমুদ্দিনে চিঠিও পাঠিয়েছেন তিনি৷
জানা গিয়েছে, আর বিলম্ব না যত দ্রুত সম্ভব জোটের আলোচনা চেয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি দিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।
২০২১ এর নির্বাচনে বাম, কংগ্রেস, আইএসএফ জোটের পোশাকি নাম দেওয়া হয়েছিল সংযুক্ত মোর্চা। কিন্তু, সেই জোটে আইএসএফ-এর অন্তর্ভুক্তি ‘অধীরে’র কংগ্রেসের কাছে খানিক গলার কাঁটার মতোই বিঁধেছিল৷ ব্রিগেডের ময়দানের যৌথ সমাবেশে কারও নজর এড়িয়ে যায়নি সেই চোরা অস্বস্তি৷
advertisement
advertisement
অন্যদিকে, একুশের বিধানসভায় বাম-কংগ্রেস শূন্য হয়ে গেলেও জোটের নিরিখে খাতা খুলেছিলেন আইএসএফ-র নওশাদ সিদ্দিকী৷ তারপর থেকে তাঁকে বিধায়ক তথা আইএসএফ প্রধান হিসাবে বছরভর মাঠে ময়দানে সক্রিয়ভাবেই দেখা যায়৷
এদিকে, একুশের পরে আবার ছব্বিশের লোকসভা নির্বাচনে কিন্তু আইএসএফের সাথে জোট বাঁধেনি বামফ্রন্ট৷ মুর্শিদাবাদে আইএসএফ প্রার্থী দেওয়া সত্ত্বেও সেখানে প্রার্থী দেয় সিপিএম৷
advertisement
২১-এর নির্বাচনের প্রাক্কালে সংযুক্ত মোর্চার মূল কারিগর ও জোটের নেতৃত্ব দিয়েছিলেন বিমান বসু। সেই কারণে, জোট সম্পর্কে দ্রুত আলোচনা চেয়ে তাঁর কাছেই চিঠি গিয়েছে এবার৷ নওশাদ সিদ্দিকীর এই চিঠির পরে আলিমুদ্দিন স্ট্রীট বা বামফ্রন্ট এর তরফে এবার কী প্রত্যুত্তর পাওয়া যায় সেটাই দেখার।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Naushad Siddiqui: আবারও এক জিনিস করবে বামেরা?...একুশের পথেই ছাব্বিশের ভোটের জোট! আলিমুদ্দিনে গেল চিঠি..এবার উত্তর দেওয়ার পালা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement