Dating Scam: প্রেমিকা সেজে প্রতারণা, মর্মান্তিক পরিণতি সাংবাদিকের, ডেটিংয়ে গিয়ে খোয়া গেল হাজার হাজার টাকা

Last Updated:

Dating Scam: বিল আসতেই চক্ষু চড়কগাছ। নিজের পকেট থেকে ১৫,৮৮৬ টাকা মেটাতে হয় সাংবাদিককে।

মর্মান্তিক পরিণতি সাংবাদিকের
মর্মান্তিক পরিণতি সাংবাদিকের
ডেটিং অ্যাপে পরিচয়। সেখান থেকে প্রেম। কিন্তু ডেটে গিয়ে মর্মান্তিক অভিজ্ঞতা হল। প্রেমালাপ তো দূরের কথা, উল্টে পকেট থেকে খসে গেল কড়কড়ে কয়েক হাজার টাকা। প্রেম করতে গিয়ে প্রতারণার শিকার হলেন সাংবাদিক।
দিল্লির ওই সাংবাদিক জানিয়েছেন, ডেটিং অ্যাপ ‘বাম্বল’-এ এক তরুণীর সঙ্গে আলাপ হয়। বেশ কিছুদিন কথাবার্তা চলে। তারপর ডেটা যান তাঁরা। তরুণী তাঁকে রাজৌরি গার্ডেনে দেখা করতে বলেছিলেন। সেই মতো তিনি হাজির হন। তারপর ওই তরুণী তাঁকে নিয়ে যান একটি পানশালায়। নিজের জন্য কয়েকটি পানীয়র অর্ডার করেন। কিন্তু বিল আসতেই চক্ষু চড়কগাছ। নিজের পকেট থেকে ১৫,৮৮৬ টাকা মেটাতে হয় সাংবাদিককে।
advertisement
দিল্লির ওই সাংবাদিকের নাম অর্চিত গুপ্তা। মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছেন, ‘তিনি বিল মিটিয়ে দিতেই ওই তরুণী আর এক মুহূর্ত দাঁড়াননি। ‘ভাইয়ের সঙ্গে যাচ্ছি’ বলে বেড়িয়ে যান। ফোন করলে ‘নট রিচেবল’ বলছে’। তখন ওই সাংবাদিক বুঝতে পারেন, তিনি প্রেমের নয়, প্রতারকের খপ্পরে পড়েছিলেন।
advertisement
advertisement
এক্স প্ল্যাটফর্মে তিনি আরও লিখেছেন, ‘ঘটনার তারিখ – ১০.১১.২০২৩। আমার ২৫ বছর বয়স, অবিবাহিত। ভাবলাম বাম্বলে গিয়ে দেখি, আমার মতো সত্যিকারের কেউ আছে কি না। একটা মেয়ের সঙ্গে আলাপ হল। দুজনে রাজৌরি গার্ডেনের রেস লাউঞ্জ অ্যান্ড বারে গিয়েছিলাম। সে কয়েকটি পানীয় অর্ডার করল। কিন্তু তার ১৫,৮৮৬ টাকার বিল! আমার তো মাথায় হাত। বুঝতে পারলাম, এটা প্রতারণা। আমার মতো অনেকেই এমন প্রতারণার শিকার হয়েছেন’। এরপর তিনি দিল্লি পুলিশকে ট্যাগ করে লেখেন, ‘দয়া করে ব্যবস্থা নিন’।
advertisement
শুধু রাজধানী দিল্লিতে নয়, অন্যান্য রাজ্যেও এমন ঘটনা আকছার ঘটছে। দিল্লির সাংবাদিকের ওই পোস্টে একজন কমেন্ট করেছেন, ‘এমন ঘটনা হামেশাই হয়। আমিও এই নিয়ে অনেক পোস্ট করেছি’। আরেক এক্স ইউজার লিখেছেন, ‘এটা ভয়ঙ্কর, তবে চমকে ওঠার মতো ঘটনা নয়। রাজধানীর হটস্পটগুলি দিল্লি পুলিশ এবং ডিসিপি ওয়েস্ট দিল্লির দেখা উচিত। প্রেমের জালে ফাঁসিয়ে অনেককেই লুটেছে এবং এখনও এই কাজ চলছে’।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Dating Scam: প্রেমিকা সেজে প্রতারণা, মর্মান্তিক পরিণতি সাংবাদিকের, ডেটিংয়ে গিয়ে খোয়া গেল হাজার হাজার টাকা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement