Delhi Blast Update: কী এই TATP...লন্ডন-প্যারিস বিস্ফোরণের মতো ব্যবহার হয়েছিল দিল্লিতেও! থাকতে পারে নওগামের ঘটনার পিছনেও

Last Updated:

অন্যান্য, বাণিজ্যিক বিস্ফোরকের মধ্যে যেমন নাইট্রোজেন পাওয়ার যায়, এই ধরনের আইডি-তে তা থাকে না৷ ফলে ট্র্যাডিশনাল পদ্ধতিতে তল্লাশি চালালো এই বিস্ফোরক খুঁজে পাওয়াও মুশকিল৷

News18
News18
নয়াদিল্লি: দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে গাড়ি বোমা বিস্ফোরণের পরে ৫ দিন কেটে গিয়েছে৷ জোরকদমে এগোচ্ছে তদন্ত৷ আটক করা হচ্ছে ফরিদাবাদ ‘ডক্টরস মডিউলে’র সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিদের৷ এবার দিল্লি বিস্ফোরণে ব্যবহৃত বিস্ফোরক নিয়ে সামনে এল ভয়ঙ্কর তথ্য৷ জানা গেল, গত ১০ নভেম্বর যে গাড়িতে বিস্ফোরণ হয়েছিল তাতে একটি বিপজ্জনক রাসায়নিকের নমুনা পাওয়ার গিয়েছে৷ নাম ট্রাইঅ্যাসিটোন ট্রাইপারঅক্সাইড৷ সহজ ভাষায় TATP৷ এটি একটি ভয়ঙ্কর রকমের উদ্বায়ী রাসায়নিক, যা অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে বিক্রিয়ায় প্রবল বিস্ফোরণ ঘটাতে পারে৷
TATP অর্থাৎ, ট্রাইঅ্যাসিটোন ট্রাইপারঅক্সাইড, একটি শক্তিশালী প্রাথমিক বিস্ফোরক৷ ইম্প্রোভাইজড বিস্ফোরক ব্যবহার করতে যা প্রায়ই ব্যবহার করতে দেখা যায় সন্ত্রাসবাদীদের৷ সামান্য তাপের পরিবর্তন, ঘষা লাগা এমনকী, দুলুনিতেও ফেটে বিস্ফোরণ ঘটাতে পারে৷
advertisement
advertisement
অন্যান্য, বাণিজ্যিক বিস্ফোরকের মধ্যে যেমন নাইট্রোজেন পাওয়ার যায়, এই ধরনের আইডি-তে তা থাকে না৷ ফলে ট্র্যাডিশনাল পদ্ধতিতে তল্লাশি চালালো এই বিস্ফোরক খুঁজে পাওয়াও মুশকিল৷
কেন্দ্রীয় এজেন্সি জানাচ্ছে, হতে পারে সিগন্যালে অনিচ্ছাকৃত ভাবেই বিস্ফোরণ ঘটেছিল৷ আবার, এই ধরনের বোমা মাত্র ৫-১০ মিনিটের মধ্যে প্রস্তুত করতে পারায়, বিস্ফোরণের আগে উমর নবি তা তৈরি করে থাকত বলেও মনে করা হচ্ছে৷
advertisement
এমনকি, তদন্তকারীরা মনে করছেন, শুক্রবার রাতে জম্মু কাশ্মীরের নওগাম পুলিশ স্টেশনে দুর্ঘটনা বশত যে বিস্ফোরণ ঘটেছে, তার পিছনেও এই TATP-র উপস্থিতি দায়ী হতে পারে৷
২০০৫ সালে লন্ডনে আত্মঘাতী বিস্ফোরণ, ২০১৫ সালে প্যারিস হামলা এবং ২০১৬ সালে ব্রাসেলসের আত্মঘাতী বিস্ফোরণে এই TATP ব্যবহার করা হয়েছিল৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Blast Update: কী এই TATP...লন্ডন-প্যারিস বিস্ফোরণের মতো ব্যবহার হয়েছিল দিল্লিতেও! থাকতে পারে নওগামের ঘটনার পিছনেও
Next Article
advertisement
৪ ঘণ্টার চেষ্টায় ২৪টি দমকলের ইঞ্জিন মিলে আগুন নিয়ন্ত্রণে আনা হল! অগ্নিকাণ্ডের কারণ নিয়ে ধোঁয়াশা
৪ ঘণ্টার চেষ্টায় ২৪টি দমকলের ইঞ্জিন মিলে আগুন নিয়ন্ত্রণে আনা হল! কারণ নিয়ে ধোঁয়াশা
  • বড়বাজারের এজরা স্ট্রিটে বৈদ্যুতিন সামগ্রীর দোকানে ভোরে আগুন লাগে, ২৪টি দমকল ইঞ্জিন নিয়ন্ত্রণে আনে.

  • দাহ্য বৈদ্যুতিক সামগ্রী ও সংকীর্ণ রাস্তার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ল্যাডার ব্যবহার সম্ভব হয়নি.

  • প্রাথমিক অনুমান ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট হলেও, ফরেন্সিক পরীক্ষার পরেই আগুনের উৎস নিশ্চিত হবে.

VIEW MORE
advertisement
advertisement