TMC Reaction in Narendra Modi: ‘মা গঙ্গা বিহার হয়েই বাংলা আসেন..,’ মোদির মন্তব্যের পড়েই পাল্টা জবাব তৃণমূলের, ‘ভ্রম পুষে রাখবেন না’

Last Updated:

শুধু তাই নয়, আগামী বছরই পশ্চিমবঙ্গের পাশাপাশি অন্য বেশ কয়েকটি রাজ্যে ভোট রয়েছে৷ সেই প্রসঙ্গ টেনেই আত্মবিশ্বাসী মোদি বলেন, ‘‘শুধু বাংলা নয়, এই জয় দক্ষিণেও আমাদের কর্মী সমর্থকদের উৎসাহ দেবে৷’’

News18
News18
নয়াদিল্লি: ‘বিহার তো আমাদের, এবার বাংলার পালা’৷ গত শুক্রবার দিনের শুরুতে বিহারের ফলাফল একটু স্পষ্ট হতেই বলে দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং৷ বিকেলের বিহার বিজয় সম্ভাষণে বক্তৃতা করার সময় সেই কথাই প্রতিধ্বনিত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখেও৷ গত শুক্রবার বিকেলে প্রায় এক ঘণ্টা বক্তৃতার শেষ প্রান্তে এসে মোদিকে বলতে শোনা যায়, ‘‘গঙ্গা মা বিহার হয়েই বাংলায় যায়৷ আর বিহারের এই জয়, অনেকটাই নদীর মতো, নিজেই বঙ্গে তাঁর রাস্তা তৈরি করে নেবে৷’’
মোদির কড়া হুঁশিয়ারি, ‘‘বিহার বাংলার বিজয়ের পথ প্রশস্ত করেছে। বাংলার মানুষদের আশ্বস্ত করছি, এবার বাংলা থেকেও জঙ্গলরাজকে উপড়ে ফেলবে বিজেপি৷’’
শুধু তাই নয়, আগামী বছরই পশ্চিমবঙ্গের পাশাপাশি অন্য বেশ কয়েকটি রাজ্যে ভোট রয়েছে৷ সেই প্রসঙ্গ টেনেই আত্মবিশ্বাসী মোদি বলেন, ‘‘শুধু বাংলা নয়, এই জয় দক্ষিণেও আমাদের কর্মী সমর্থকদের উৎসাহ দেবে৷’’
advertisement
advertisement
তবে, মোদি মন্তব্যের পরেই এ নিয়ে কড়া প্রতিক্রিয়া আসে তৃণমূলের তরফে৷ রাজ্যের মন্ত্রী শশী পাঁজা একটি ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ্য করে বলেন, ‘‘প্রধানমন্ত্রী মোদি, কোনও ভ্রম পুষে রাখবেন না৷ পশ্চিমবঙ্গে বিজেপির জয় অনেক দূরাগত স্বপ্ন৷’’
advertisement
প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে শশী পাঁজ বলেন, ‘‘ আপনি বাংলার মহিলাদের অপমান করেছেন৷ বাংলাকে তাঁর হকের টাকা থেকে বঞ্চিত করেছেন, বাংলার মহিলাদের দেওয়ার জন্য তহবিলের টাকা আটকে রেখেছেন৷ আপনি সবসময় অসম্মানটাই দেখিয়েছেন৷’’
advertisement
তিনি বলেন, ‘‘আপনি এবং অন্য বিজেপি নেতারা, প্রত্যেকেই বাংলার মহিলাদের অসম্মান করেন৷ বাংলায় বিজেপিকে ‘বাংলা বিরোধী জমিদার’ বলে ডাকা হয়৷ এটাই এখানে বিজেপির অবস্থা৷ওরা বাংলা বিরোধী, ওদের মধ্যে সবসময় বাংলা বিরোধী মনোভাব থাকে৷’’
শশীর কথায়, ‘‘তাই, আগামী বিধানসভা নির্বাচন নিয়ে খুব বেশি জয়ের আশা রাখবেন না৷ কারণ, বাংলার মহিলারা আপনাকে যোগ্য জবাব দিয়ে দেবে৷ বাংলার মেয়েরা গণতান্ত্রিক উপায়ে আপনাদের উত্তর দেবে৷’’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC Reaction in Narendra Modi: ‘মা গঙ্গা বিহার হয়েই বাংলা আসেন..,’ মোদির মন্তব্যের পড়েই পাল্টা জবাব তৃণমূলের, ‘ভ্রম পুষে রাখবেন না’
Next Article
advertisement
৪ ঘণ্টার চেষ্টায় ২৪টি দমকলের ইঞ্জিন মিলে আগুন নিয়ন্ত্রণে আনা হল! অগ্নিকাণ্ডের কারণ নিয়ে ধোঁয়াশা
৪ ঘণ্টার চেষ্টায় ২৪টি দমকলের ইঞ্জিন মিলে আগুন নিয়ন্ত্রণে আনা হল! কারণ নিয়ে ধোঁয়াশা
  • বড়বাজারের এজরা স্ট্রিটে বৈদ্যুতিন সামগ্রীর দোকানে ভোরে আগুন লাগে, ২৪টি দমকল ইঞ্জিন নিয়ন্ত্রণে আনে.

  • দাহ্য বৈদ্যুতিক সামগ্রী ও সংকীর্ণ রাস্তার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ল্যাডার ব্যবহার সম্ভব হয়নি.

  • প্রাথমিক অনুমান ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট হলেও, ফরেন্সিক পরীক্ষার পরেই আগুনের উৎস নিশ্চিত হবে.

VIEW MORE
advertisement
advertisement