Delhi Blast: দিল্লি বিস্ফোরণে গ্রেফতার আরও ১, ষড়যন্ত্রে নানাভাবে মদতের অভিযোগ, পুলিশের জালে ফরিদাবাদের বাসিন্দা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
দিল্লি বিস্ফোরণে গ্রেফতারি বেড়ে ৭, জালে আরও ১ জঙ্গি। ফরিদাবাদের ধুজ থেকে ধৃত জঙ্গি শোয়েব
নয়াদিল্লি: দিল্লি বিস্ফোরণে গ্রেফতারি বেড়ে ৭, জালে আরও ১ জঙ্গি। ফরিদাবাদের ধুজ থেকে ধৃত জঙ্গি শোয়েব! অভিযোগ, আত্মঘাতী হামলাকারী উমর মহম্মদকে সাহায্য করেছিল ফরিদাবাদের ধাউজের বাসিন্দা সোয়েব। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) জানিয়েছে, বোমা বিস্ফোরণের আগে উমর নবিকে আশ্রয় দিয়েছিল সোয়েব। ধুজের বাড়িতেই উমরের থাকার ব্যবস্থা করেছিল অভিযুক্ত। উমর নবিকে অর্থ দিয়েও সাহায্য করেছিল ধৃত শোয়েব। ফরিদাবাদ থেকে শোয়েবকে গ্রেফতার করে NIA।
দিল্লির লালকেল্লা চত্বরে বিস্ফোরণের ঘটনায় আগেই ৬ জঙ্গিকে গ্রেফতার করেছে NIA। জম্মু ও কাশ্মীর থেকে গ্রেফতার করা হয় এক সন্দেহভাজনকে। ধৃতের নাম তুফাইল নিয়াজ ভাট। ধৃতের বাড়ি শ্রীনগরের বাতামালু এলাকায়। তিনি পুলওয়ামায় ইলেকট্রিক মিস্ত্রি হিসাবে কাজ করতেন। জঈশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর সঙ্গে তুফাইলের যোগ থাকতে পারে বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। এড়াছা, জম্মু-কাশ্মীরের শ্রীনগর থেকে গ্রেফতার করা হয় এক টেকনিশিয়ানকে। ধৃতের নাম তুফেইল নিয়াজ। তদন্তকারী সূত্রের খবর, পাক হ্যান্ডলারের কাছে থেকে স্বয়ংক্রিয় রাইফেল পৌঁছে দিয়েছিলেন অনন্তনাগের সরকারি মেডিক্যাল কলেজের চিকিৎসক এবং দিল্লি বিস্ফোরণে অন্যতম অভিযুক্ত তথা ‘ডক্টর টেরর মডিউল’-এর সদস্য আদিল রাথরের কাছে। জম্মু-কাশ্মীর পুলিশ নিয়াজকে প্রথমে আটক করে। তার পর স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি (এসআইএ)-র হাতে তুলে দেয় তারা। তার পর নিয়াজকে গ্রেফতার করে এসআইএ।
advertisement
advertisement
গত ১০ নভেম্বর সন্ধ্যায় দিল্লিতে লালকেল্লার কাছে একটি ‘হুন্ডাই আই২০’ গাড়িতে বিস্ফোরণ হয়। ওই গাড়ির চালক ছিল উমর। পরে আশপাশের বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে আসে। তাতে দেখা যায় বিস্ফোরণে উড়ে যাওয়া গাড়িটি লালকেল্লার অদূরে একটি পার্কিংয়ে প্রায় তিন ঘণ্টা দাঁড়িয়ে ছিল। বিস্ফোরণের দিন দুপুরে ওই পার্কিংয়ে প্রবেশ করেছিল গাড়িটি। বেরিয়েছিল সন্ধ্যায়, বিস্ফোরণের ঠিক আগে। সিসি ক্যামেরায় দেখা গিয়েছে, বিস্ফোরণের দিন গাড়িটি দুপুর ৩টে ১৯ মিনিটে লালকেল্লার অদূরে সুনহেরি মসজিদের কাছে একটি পার্কিংয়ে প্রবেশ করেছিল। সন্ধ্যা ৬টা ৪৮ মিনিট পর্যন্ত সেখানেই দাঁড়িয়ে ছিল। তার পরে ওই পার্কিং থেকে বেরোয় গাড়িটি। পার্কিং থেকে বার হওয়ার কিছু ক্ষণের মধ্যেই সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে লালকেল্লার কাছে গাড়িটিতে বিস্ফোরণ হয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 26, 2025 1:10 PM IST

