Nadia News : মাঝরাতে গাছের মগডালে ঝুলছে একজন! 'বাঁচাও...বাঁচাও' চিৎকার!! এক ব্যক্তি যে কাণ্ডটা ঘটালেন, হইচই পড়ে গেল এলাকায়
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Suman Majumder
Last Updated:
Shantipur : আশপাশের লোকজন লাঠিসোটা নিয়ে এলেও ওই ব্যক্তিকে আশ্বস্ত করা হয় যে তাকে কেউ আঘাত করবে না, তিনি যেন সাবধানে নিচে নেমে আসেন
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ : শান্তিপুরে গভীর রাতে এক অজ্ঞাত পরিচিত ব্যক্তিকে বাড়ির ভেতরের আমগাছের মগডালে ঝুলতে দেখা নিয়ে চাঞ্চল্য ছড়াল এলাকায়। এদিন রাত আনুমানিক ১২ টা নাগাদ ঘটনাটি ঘটে শান্তিপুর নতুন পাড়ায়। স্থানীয় এক বাসিন্দা গভীর রাতে লক্ষ্য করেন বাড়ির উঠোনের আমগাছের ডাল নড়ছে।
প্রথমে ভয় পেলেও পরে তিনি চেঁচিয়ে ওঠেন। তার চেঁচামেচি শুনে মুহূর্তের মধ্যেই পাড়া-প্রতিবেশীরা জড়ো হয়ে যান। এরপর টর্চের আলো ফেলে দেখা যায়, আমগাছের একেবারে মগডালে উঠে বসে আছেন এক ব্যক্তি।
একাধিক ব্যক্তি নিচে জড়ো হয়ে গিয়েছেন দেখে গাছের ডালে থাকা ওই ব্যক্তি আতঙ্কিত কণ্ঠে বারবার “বাঁচান বাঁচান” বলে চিৎকার করে। আশপাশের লোকজন লাঠিসোটা নিয়ে এলেও ওই ব্যক্তিকে আশ্বস্ত করা হয় যে তাকে কেউ আঘাত করবে না, তিনি যেন সাবধানে নিচে নেমে আসেন। কিন্তু বহু অনুরোধ সত্ত্বেও তিনি ডাল থেকে নামতে রাজি হননি।
advertisement
advertisement
পরিস্থিতি জটিল হওয়ায় খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দমকল বাহিনীকেও ডাকা হয়। শেষ পর্যন্ত প্রশাসনের ওই ব্যক্তিকে নিরাপদে গাছ থেকে নামানো সম্ভব হয়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন- হারিয়ে যাওয়া ঐতিহ্যের প্রতীক, রাজবাড়ির অন্দরে আজও অটুট সাবেকি পালকি
বাড়ির মালিকের ছেলে শুভম সাহা জানান, সাম্প্রতিক সময়ে চুরি-চামারির ঘটনা বেড়ে যাওয়ায় হয়তো চুরির উদ্দেশ্যেই তিনি এলাকায় ঢুকেছিলেন। তারপর, ওই ব্যক্তি নেশাগ্রস্ত অথবা মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীনও হতে পারেন, কারণ তিনি নিজের পরিচয় ঠিকমতো বলতে পারছিলেন না। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চালাচ্ছে শান্তিপুর থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 22, 2026 2:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News : মাঝরাতে গাছের মগডালে ঝুলছে একজন! 'বাঁচাও...বাঁচাও' চিৎকার!! এক ব্যক্তি যে কাণ্ডটা ঘটালেন, হইচই পড়ে গেল এলাকায়










