পারফর্ম করেও কেন তিনি বারবার একাদশ থেকে বাদ পড়েন? জবাবে যা বললেন অর্শদীপ সিং

Last Updated:

IND vs NZ: অর্শদীপ সিং শুধু মাঠে নিজের বাঁহাতি পেসের জন্যই নন, মাঠের বাইরে বুদ্ধিদীপ্ত ও রসিক মন্তব্যের জন্যও পরিচিত। কঠিন প্রশ্নের মুখে পড়লেও তিনি এমনভাবে উত্তর দেন, যাতে কারও মন খারাপ না হয়।

News18
News18
অর্শদীপ সিং শুধু মাঠে নিজের বাঁহাতি পেসের জন্যই নন, মাঠের বাইরে বুদ্ধিদীপ্ত ও রসিক মন্তব্যের জন্যও পরিচিত। কঠিন প্রশ্নের মুখে পড়লেও তিনি এমনভাবে উত্তর দেন, যাতে কারও মন খারাপ না হয়। সাম্প্রতিক ম্যাচের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সেটাই আবার প্রমাণ করলেন এই তরুণ ভারতীয় পেসার। গৌতম গম্ভীর প্রধান কোচ হওয়ার পর দলে বারবার ঢোকা–বেরোনো নিয়ে প্রশ্ন উঠলেও, অর্শদীপ সেটাকে হালকা রসিকতার মাধ্যমে ইতিবাচকভাবেই নেন।
দল থেকে নিয়মিত বাদ পড়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে অর্শদীপ বলেন, দলে আসা–যাওয়ার যেমন কিছু সুবিধা আছে, তেমনই তাঁর বলও ইন-সুইং ও আউট-সুইং করে। এই মন্তব্যে উপস্থিত সবাই হেসে ওঠে। পরিসংখ্যানের দিক থেকে দেখলে, ৭৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ১১১ উইকেট নিয়ে তিনি এখনও ভারতের সবচেয়ে সফল বোলার এই ফরম্যাটে। তবুও দলগত কম্বিনেশন ও কৌশলের কারণে তাঁকে অনেক সময় বাইরে বসতে হয়েছে, বিশেষ করে গম্ভীর কোচ হওয়ার পর থেকে।
advertisement
২০২৫ সালে ভারতের হয়ে ২১টি টি-টোয়েন্টির মধ্যে ১৩টিতে খেলেছেন অর্শদীপ। এশিয়া কাপে ভালো রেকর্ড থাকা সত্ত্বেও তাঁকে বেশিরভাগ সময় বেঞ্চে থাকতে হয়েছে। এ নিয়ে হতাশ না হয়ে তিনি পেশাদার মানসিকতার পরিচয় দেন। অর্শদীপ বলেন, তাঁর কাজ হলো সব সময় প্রস্তুত থাকা এবং দল যখনই চাইবে, যে কোনো ফরম্যাটে বল করার জন্য তৈরি থাকা। দল নির্বাচন তাঁর হাতে নেই, তাই সেটি নিয়ে চিন্তা না করে নিজের পারফরম্যান্স ও প্রস্তুতির দিকেই মন দেন তিনি।
advertisement
advertisement
বিভিন্ন কন্ডিশনে বোলিং করা যে কতটা চ্যালেঞ্জিং, সেটাও খোলাখুলি জানান অর্শদীপ। ব্যাটিং সহায়ক পিচে বোলারদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে ওঠে বলেই তাঁর মত। টিম মিটিংয়ে পরিকল্পনা তৈরি হয় এবং ম্যাচের দিনে সেই পরিকল্পনা ঠিকভাবে কার্যকর করাই আসল কাজ। কোন পিচে কোন ব্যাটারের বিরুদ্ধে কী কৌশল কাজে দেবে, তা বোঝার ওপর জোর দেন তিনি। পরিকল্পনা কাজ না করলে, পরের ম্যাচে পরিবর্তন আনার কথাও বলেন এই পেসার।
advertisement
দলের সাফল্যের জন্য নমনীয়তাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন অর্শদীপ। পরিস্থিতি অনুযায়ী কৌশল বদলানো এবং মানসিকভাবে প্রস্তুত থাকাই দলের মূল মন্ত্র বলে জানান তিনি। আলোচনার শেষে হালকা মেজাজে সতীর্থ অভিষেক শর্মার কথাও উল্লেখ করেন অর্শদীপ। নেটে তাঁর বিরুদ্ধে ব্যাট করতে অভিষেক নাকি চান না, যা শুনে অর্শদীপ মজা পান। সতীর্থকে এই স্তরে সফল হতে দেখে তিনি যে সত্যিই খুশি, সেটাও স্পষ্ট করে দেন।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
পারফর্ম করেও কেন তিনি বারবার একাদশ থেকে বাদ পড়েন? জবাবে যা বললেন অর্শদীপ সিং
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ থাকলেও সরস্বতী পুজোয় থাকবে না জাঁকিয়ে ঠান্ডা, জেনে নিন আবহাওয়ার আপডেট
শীতের আমেজ থাকলেও সরস্বতী পুজোয় থাকবে না জাঁকিয়ে ঠান্ডা, জেনে নিন আবহাওয়ার আপডেট
  • শীতের আমেজ থাকলেও সরস্বতী পুজোয় থাকবে না জাঁকিয়ে ঠান্ডা

  • সরস্বতী পুজোয় থাকবে উষ্ণতার ছোঁয়া

  • রাজ্যের প্রায় সব জেলাতেই থাকবে কুয়াশার দাপট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement