Atishi: দিল্লিতে আপ-এর ভরাডুবি, এদিকে উদ্দাম নাচ বিদায়ী মুখ্যমন্ত্রী অতীশীর! ভিডিও ছড়িয়ে পড়তেই জোর বিতর্ক

Last Updated:

ভিডিওটি শেয়ার করে দিল্লির মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন এবং আপ সাংসদ স্বাতী মালিওয়াল অতীশীর তীব্র সমালোচনা করেছেন৷

অতীশীর নাচে ক্ষু্ব্ধ আপ সাংসদ স্বাতী মালিওয়াল (বাঁদিকে)৷
অতীশীর নাচে ক্ষু্ব্ধ আপ সাংসদ স্বাতী মালিওয়াল (বাঁদিকে)৷
নয়াদিল্লি: দিল্লি বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের মুখোমুখি আম আদমি পার্টি৷ বিজেপির কাছে বড় ব্যবধানে হেরে তৃতীয় বার ক্ষমতায় ফেরার সুযোগ হাতছাড়া৷ শুধু তাই নয়, হারের মুখ দেখেছেন অরবিন্দ কেজরীওয়াল, মণীশ সিসোদিয়ার মতো সিনিয়র নেতারা৷
এই পরিস্থিতিতে আম আদমি পার্টির সাধারণ কর্মী সমর্থকরা যেখানে মুষড়ে পড়েছেন, সেখানে ভোটের ফল প্রকাশের পর উদ্দাম নাচতে দেখা গেল দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতীশীকে৷ প্রথমে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত কালকাজি বিধানসভা কেন্দ্র থেকে ৩৫২১ ভোটে জয়ী হয়েছেন অতীশী৷ জয় নিশ্চিত হওয়ার পরই নিজের ঘনিষ্ঠ এবং অনুগামীদের সঙ্গে মিলে নাচতে দেখা যায় অতীশী৷
advertisement
advertisement
দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রীর এ হেন আচরণ ঘিরে দলের ভিতরেই প্রশ্ন উঠতে শুরু করেছে৷ ভিডিওটি শেয়ার করে দিল্লির মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন এবং আপ সাংসদ স্বাতী মালিওয়াল অতীশীর তীব্র সমালোচনা করেছেন৷ এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘এটা কী ধরনের নির্লজ্জের মতো আচরণ? দল হেরেছে, দলের সব বড় নেতারা হেরেছেন আর অতীশী মারলেনা এ ভাবে উৎসব করছেন?’
advertisement
আপ-এর হাতেগোনা যে কয়েকজন সিনিয়র নেতা এবং বিদায়ী মন্ত্রীরা জয়ী হয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম অতীশী৷ বিজেপির অন্যতম হেভিওয়েট প্রার্থী রমেশ বিধুরিকে পরাজিত করেন তিনি৷
তবে স্বাতী মালিওয়াল অতীশীর সমালোচনা করার পাশাপাশি শনিবার কেজরিওয়ালকেও নিশানা করেছেন আপ-এর রাজ্যসভার এই সাংসদ৷ কেজরিওয়ালকে অহঙ্কারী বলে সমালোচনা করেন স্বাতী৷ একদা কেজরিওয়ালের ঘনিষ্ঠ স্বাতী এখন দলের মধ্যেই তাঁর অন্যতম বড় সমালোচক হয়ে উঠেছেন৷ কেজরিওয়ালের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Atishi: দিল্লিতে আপ-এর ভরাডুবি, এদিকে উদ্দাম নাচ বিদায়ী মুখ্যমন্ত্রী অতীশীর! ভিডিও ছড়িয়ে পড়তেই জোর বিতর্ক
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement