Atishi: দিল্লিতে আপ-এর ভরাডুবি, এদিকে উদ্দাম নাচ বিদায়ী মুখ্যমন্ত্রী অতীশীর! ভিডিও ছড়িয়ে পড়তেই জোর বিতর্ক
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ভিডিওটি শেয়ার করে দিল্লির মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন এবং আপ সাংসদ স্বাতী মালিওয়াল অতীশীর তীব্র সমালোচনা করেছেন৷
নয়াদিল্লি: দিল্লি বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের মুখোমুখি আম আদমি পার্টি৷ বিজেপির কাছে বড় ব্যবধানে হেরে তৃতীয় বার ক্ষমতায় ফেরার সুযোগ হাতছাড়া৷ শুধু তাই নয়, হারের মুখ দেখেছেন অরবিন্দ কেজরীওয়াল, মণীশ সিসোদিয়ার মতো সিনিয়র নেতারা৷
এই পরিস্থিতিতে আম আদমি পার্টির সাধারণ কর্মী সমর্থকরা যেখানে মুষড়ে পড়েছেন, সেখানে ভোটের ফল প্রকাশের পর উদ্দাম নাচতে দেখা গেল দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতীশীকে৷ প্রথমে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত কালকাজি বিধানসভা কেন্দ্র থেকে ৩৫২১ ভোটে জয়ী হয়েছেন অতীশী৷ জয় নিশ্চিত হওয়ার পরই নিজের ঘনিষ্ঠ এবং অনুগামীদের সঙ্গে মিলে নাচতে দেখা যায় অতীশী৷
advertisement
ये कैसा बेशर्मी का प्रदर्शन है ? पार्टी हार गई, सब बड़े नेता हार गये और Atishi Marlena ऐसे जश्न मना रही हैं ?? pic.twitter.com/zbRvooE6FY
— Swati Maliwal (@SwatiJaiHind) February 8, 2025
advertisement
দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রীর এ হেন আচরণ ঘিরে দলের ভিতরেই প্রশ্ন উঠতে শুরু করেছে৷ ভিডিওটি শেয়ার করে দিল্লির মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন এবং আপ সাংসদ স্বাতী মালিওয়াল অতীশীর তীব্র সমালোচনা করেছেন৷ এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘এটা কী ধরনের নির্লজ্জের মতো আচরণ? দল হেরেছে, দলের সব বড় নেতারা হেরেছেন আর অতীশী মারলেনা এ ভাবে উৎসব করছেন?’
advertisement
আপ-এর হাতেগোনা যে কয়েকজন সিনিয়র নেতা এবং বিদায়ী মন্ত্রীরা জয়ী হয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম অতীশী৷ বিজেপির অন্যতম হেভিওয়েট প্রার্থী রমেশ বিধুরিকে পরাজিত করেন তিনি৷
তবে স্বাতী মালিওয়াল অতীশীর সমালোচনা করার পাশাপাশি শনিবার কেজরিওয়ালকেও নিশানা করেছেন আপ-এর রাজ্যসভার এই সাংসদ৷ কেজরিওয়ালকে অহঙ্কারী বলে সমালোচনা করেন স্বাতী৷ একদা কেজরিওয়ালের ঘনিষ্ঠ স্বাতী এখন দলের মধ্যেই তাঁর অন্যতম বড় সমালোচক হয়ে উঠেছেন৷ কেজরিওয়ালের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 09, 2025 2:15 AM IST