আপের ঝাড়ু-ঝড়, না কি দিল্লির দরবারে এবার পদ্ম-চাষ?

Last Updated:

২০১৫-র পর ২০২০তেও ঝাড়ুঝড়ের ইঙ্গিত। দিল্লির ভোট পরবর্তী সমীক্ষা জানাল, বিপুল আসন নিয়ে দিল্লিতে ক্ষমতায় ফিরছে আম-আদমি পার্টি।

#নয়াদিল্লি: দিল্লি এবার কার? ফের কি আপের ঝাড়ু-ঝড়? না কি দিল্লির দরবারে এবার পদ্ম-চাষ? কেজরিয়ালের কাম না কি মোদি কা নাম? মঙ্গলে জানা যাবে দিল্লির দঙ্গলে মঙ্গল হল কার।
২০১৫-র পর ২০২০তেও ঝাড়ুঝড়ের ইঙ্গিত। দিল্লির ভোট পরবর্তী সমীক্ষা জানাল, বিপুল আসন নিয়ে দিল্লিতে ক্ষমতায় ফিরছে আম-আদমি পার্টি। এবারও কংগ্রেসের খাতা খুলবে কিনা সংশয়।
নরেন্দ্র মোদি - অমিত শাহ ম্যাজিক, শাহিনবাগ, জামিয়া বা টুকড়ে টুকড়ে গ্যাং - বিজেপির কোনও পরিকল্পনা, কোনও ইস্যুই খাটছে না। আম আদমির প্রাথমিক চাহিদা পূরণের জোর দিয়ে আবারও বাজিমাত করছে আম আদমি পার্টি। দিল্লিতে ভোটের পর বুথ ফেরৎ সমীক্ষায় এই ইঙ্গিত মিলল। সবকটি সমীক্ষার ফলই বলছে,দিল্লিতে আপ সরকার গড়ার সম্ভাবনা ৷
advertisement
advertisement
বিভিন্ন বুথ ফের‍ৎ সমীক্ষায় কী উঠে এল?
---
Gfx In
রিপাবলিক-জন কি বাত
আপ: ৪৮-৬১
বিজেপি: ৯-২১
---
টাইমস নাও-ইপসস
আপ: ৪৪
বিজেপি: ২৬
--
নিউজ এক্স-নেতা’র সমীক্ষা
আপ: ৫৩-৫৭
বিজেপি: ১১-১৭
--
নিউজ এক্স-পোলস্ট্র্যাট
----
আপ: ৫২-৫৬
বিজেপি: ১০-১৪
--
টিভি নাইন-সিসেরো
আপ: ৫৪
বিজেপি: ১৫
অনেক সময়ে সমীক্ষার ফল যে বাস্তবের সঙ্গে মেলে না, তা প্রমাণিত। তবে গত কয়েক বছরে এমনটা খুব একটা হয়নি। সমীক্ষায় যা দেখা যায়, বিধানসভা ভোট এমনকি লোকসভার ভোটের ফলেও সেটাই ঘটেছে।
advertisement
যদিও দিল্লির বুথ ফেরৎ সমীক্ষার ফল মানতে নারাজ বিজেপি। অন্যদিকে আত্মবিশ্বাসী আম আদমি পার্টি ৷ গত বিধানসভায় ৭০টির মধ্যে ৬৭টি আসন পেয়েছিল আপ। বিজেপি পায় ৩টি আসন। এবার বিজেপি কিছুটা আসন বাড়ালেও দিল্লি দখল সম্ভব নয়। আর কংগ্রেস? গতবার একটি আসনও জোটেনি। এবার খাতা খোলাটাই চ্যালেঞ্জ সনিয়া গান্ধিদের।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আপের ঝাড়ু-ঝড়, না কি দিল্লির দরবারে এবার পদ্ম-চাষ?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement