খাবার পরিবেশনে দেরি থেকেই রক্তারক্তি কাণ্ড! ছুরিকাঘাতে মৃত ২, গুরুতর আহত ১, গাজিয়াবাদে ভয়ঙ্কর ঘটনা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
খাবার পরিবেশনে দেরি হওয়াকে কেন্দ্র বিবাদের জের৷ গাজিয়াবাদের ঘটনায় ছুরিকাঘাতে ২ যুবককে খুনের অভিযোগ৷
গাজিয়াবাদ: খাবার পরিবেশনে দেরি হওয়াকে কেন্দ্র বিবাদের জের৷ গাজিয়াবাদের ঘটনায় ছুরিকাঘাতে ২ যুবককে খুনের অভিযোগ৷ পাশাপাশি আহত আরও এক যুবক৷ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে৷
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে একটি খাবারের দোকানে খাবার পরিবেশনে দেরি হওয়ায় দুই দল ক্রেতার মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। অভিযোগ, উভয় পক্ষই মদ্যপ অবস্থায় ছিল। কথা কাটাকাটি থেকে ধীরে ধীরে তা হাতাহাতিতে পৌঁছায়৷ অভিযোগ, এরপর দু’পক্ষই ধারালো অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়।
আরও পড়ুন: শনি ও রবিতে বাতিল একাধিক ট্রেন! কোন কোন রুটে চলবে না কোন ট্রেন? বাড়ি থেকে বেরোনোর আগে জানুন
advertisement
advertisement
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা দ্রুত সেখানে পৌঁছে তিনজন আহত যুবককে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকরা দু’জনকে হাসপাতালে আনার সঙ্গে সঙ্গেই মৃত ঘোষণা করেন।
নিহতদের পরিচয় শ্রীপাল (২৫) এবং সত্যম (২৬)। নিহত দুই যুবকই উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার বাসিন্দা এবং খোড়া এলাকার নেহরু বিহার কলোনিতে ভাড়াবাড়িতে থাকতেন বলে জানান ডিসিপি নিমিশ পাটিল। গুরুতরভাবে আহত তৃতীয় যুবকের পরিচয় এখনও জানা যায়নি। তার আঘাতের তীব্রতা এবং মদ্যপ অবস্থার কারণে পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি বলেই পুলিশ জানিয়েছে।
advertisement
আরও পড়ুন: কতদিন ‘বাঁচবেন’? আয়ুর বড় ‘ক্লু’ লুকিয়ে রয়েছে নখেই! নিজে দেখেই বুঝতে পারবেন কীভাবে? জানুন
তদন্ত চলাকালীন হামলায় জড়িত একাধিক ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। “হত্যাকাণ্ডে জড়িত সকল অভিযুক্তকে খুব শীঘ্রই গ্রেফতার হবে,” বলেন ডিসিপি পাটিল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 31, 2026 4:07 PM IST











