হোম /খবর /দেশ /
'দু'হাতে ২টো পিস্তল, ১ হাতে টর্চ'! নয়া গোয়েন্দা চরিত্র আনছেন দেবালয়, অভিনয়ে আবীর

Abir Chatterjee || Debaloy Bhattacharya: 'দু'হাতে ২টো পিস্তল, ১ হাতে টর্চ'! নয়া গোয়েন্দা চরিত্র আনছেন দেবালয়, অভিনয়ে আবীর

Abir Chatterjee || Debaloy Bhattachrya: রহস্য রোমাঞ্চ গল্পের লেখক স্বপনকুমারের ‘বাদামী হায়নার কবলে’ গল্প অবলম্বনে ছবি তৈরি করছেন দেবালয় ভট্টাচার্য। দীপকের ভূমিকায় দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়কে।

  • Share this:

কলকাতা: ব্যোমকেশ, ফেলুদা, মিতিন মাসি, কাকাবাবু, এমনকী হালেফিলে সোনাদা, একেন বাবু- টলিউডে গোয়েন্দা চরিত্রের অভাব নেই। ১২ মাসই পর্দায় রহস্য রোমাঞ্চ গল্পের ছড়াছড়ি। বক্স অফিসের হিসেব বলছে, তাতে বেশ লক্ষ্মীলাভই হচ্ছে বটে। এ বার সেই দীর্ঘ চরিত্রের তালিকায় নয়া সংযোজন। দীপক চট্টোপাধ্যায়।

রহস্য রোমাঞ্চ গল্পের লেখক স্বপনকুমারের ‘বাদামী হায়নার কবলে’ গল্প অবলম্বনে ছবি তৈরি করছেন দেবালয় ভট্টাচার্য। দীপকের ভূমিকায় দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়কে। ছবিটির প্রযোজনার দায়িত্বে হইচই স্টুডিও। গোয়েন্দা গল্প নিয়ে পর্দায় আগেও কাজ করেছেন দেবালয়। তবে এ বার আর চেনা পথে নয়, বরং চিরাচরিত ছক ভেঙেই দীপককে পর্দায় আনবেন পরিচালক।

নিউজ১৮ বাংলাকে দেবালয় বলেন, “শহরে প্রচুর তারকা গোয়েন্দা রয়েছে। তা হলে আবার নতুন একটা গোয়েন্দা কেন? সবার এই প্রশ্নটাই হয়ত মাথায় আসছে। কিন্তু দীপক চ্যাটার্জী তো গোয়েন্দা নয়, সে একটা জগৎ। যে জগৎটা হারিয়ে গিয়েছে। তাকেই পর্দায় আনার চেষ্টা।”

 

অতীতেও গোয়েন্দা ছবির পরিচালনা করেছেন দেবালয়। কাজ করেছেন ব্যোমকেশ বক্সীর চরিত্র নিয়ে। অনেকেই মনে করছেন, সফল হওয়ার চিরাচরিত ‘ফর্মুলা’ ছেড়ে এ বার খানিক ঝুঁকি নিচ্ছেন পরিচালক। এ প্রসঙ্গে দেবালয় অবশ্য বলছেন, “আসলে আমাদের মধ্যবিত্ত, রুচিশীল বাঙালির সংস্কৃতি দীপক চ্যাটার্জীকে গ্রহণ করেনি। ব্যোমকেশ, ফেলুদা, অনেকেই আছে। কিন্তু যা আছে হারিয়ে গিয়েছে, তা হল বাঙালির স্বপ্ন দেখা, রহস্য রোমাঞ্চর এক অবাস্তব, পরাবাস্তব জগৎ। স্বপনকুমারের হাত ধরে সেটাই ফিরিয়ে আনার চেষ্টা করছি আমরা।”

আরও পড়ুন: ইন্ডিয়ান আইডলে জয়, তুমুল জনপ্রিয়তা! তবু কেন হারিয়ে গেলেন অভিজিৎ, কী এমন হয়েছিল

আরও পড়ুন-দমবন্ধ করা ভিড়! হাজারো লোকের মধ্যে সন্তানকে ঠেলে দেওয়ার চেষ্টা, বাধ্য হয়ে যা করলেন অরিজিৎ!

ব্যোমকেশ এবং সোনাদা- বিগত কয়েক বছরে এই দুই গোয়েন্দা চরিত্রে দর্শকের মননে ছাপ ফেলেছেন আবীর। এ বার নিজেকে ভেঙে নতুন করে তৈরি করার পালা। দেবালয় জানান, মূলত সেই কারণেই স্বপনকুমারের চরিত্রে অভিনয়ের ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করেন তিনি।

Published by:Sanchari Kar
First published:

Tags: Abir Chatterjee, Debaloy Bhattacharya