Abir Chatterjee || Debaloy Bhattacharya: 'দু'হাতে ২টো পিস্তল, ১ হাতে টর্চ'! নয়া গোয়েন্দা চরিত্র আনছেন দেবালয়, অভিনয়ে আবীর

Last Updated:

Abir Chatterjee || Debaloy Bhattachrya: রহস্য রোমাঞ্চ গল্পের লেখক স্বপনকুমারের ‘বাদামী হায়নার কবলে’ গল্প অবলম্বনে ছবি তৈরি করছেন দেবালয় ভট্টাচার্য। দীপকের ভূমিকায় দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়কে।

কলকাতা: ব্যোমকেশ, ফেলুদা, মিতিন মাসি, কাকাবাবু, এমনকী হালেফিলে সোনাদা, একেন বাবু- টলিউডে গোয়েন্দা চরিত্রের অভাব নেই। ১২ মাসই পর্দায় রহস্য রোমাঞ্চ গল্পের ছড়াছড়ি। বক্স অফিসের হিসেব বলছে, তাতে বেশ লক্ষ্মীলাভই হচ্ছে বটে। এ বার সেই দীর্ঘ চরিত্রের তালিকায় নয়া সংযোজন। দীপক চট্টোপাধ্যায়।
রহস্য রোমাঞ্চ গল্পের লেখক স্বপনকুমারের ‘বাদামী হায়নার কবলে’ গল্প অবলম্বনে ছবি তৈরি করছেন দেবালয় ভট্টাচার্য। দীপকের ভূমিকায় দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়কে। ছবিটির প্রযোজনার দায়িত্বে হইচই স্টুডিও। গোয়েন্দা গল্প নিয়ে পর্দায় আগেও কাজ করেছেন দেবালয়। তবে এ বার আর চেনা পথে নয়, বরং চিরাচরিত ছক ভেঙেই দীপককে পর্দায় আনবেন পরিচালক।
নিউজ১৮ বাংলাকে দেবালয় বলেন, “শহরে প্রচুর তারকা গোয়েন্দা রয়েছে। তা হলে আবার নতুন একটা গোয়েন্দা কেন? সবার এই প্রশ্নটাই হয়ত মাথায় আসছে। কিন্তু দীপক চ্যাটার্জী তো গোয়েন্দা নয়, সে একটা জগৎ। যে জগৎটা হারিয়ে গিয়েছে। তাকেই পর্দায় আনার চেষ্টা।”
advertisement
advertisement
অতীতেও গোয়েন্দা ছবির পরিচালনা করেছেন দেবালয়। কাজ করেছেন ব্যোমকেশ বক্সীর চরিত্র নিয়ে। অনেকেই মনে করছেন, সফল হওয়ার চিরাচরিত ‘ফর্মুলা’ ছেড়ে এ বার খানিক ঝুঁকি নিচ্ছেন পরিচালক। এ প্রসঙ্গে দেবালয় অবশ্য বলছেন, “আসলে আমাদের মধ্যবিত্ত, রুচিশীল বাঙালির সংস্কৃতি দীপক চ্যাটার্জীকে গ্রহণ করেনি। ব্যোমকেশ, ফেলুদা, অনেকেই আছে। কিন্তু যা আছে হারিয়ে গিয়েছে, তা হল বাঙালির স্বপ্ন দেখা, রহস্য রোমাঞ্চর এক অবাস্তব, পরাবাস্তব জগৎ। স্বপনকুমারের হাত ধরে সেটাই ফিরিয়ে আনার চেষ্টা করছি আমরা।”
advertisement
ব্যোমকেশ এবং সোনাদা- বিগত কয়েক বছরে এই দুই গোয়েন্দা চরিত্রে দর্শকের মননে ছাপ ফেলেছেন আবীর। এ বার নিজেকে ভেঙে নতুন করে তৈরি করার পালা। দেবালয় জানান, মূলত সেই কারণেই স্বপনকুমারের চরিত্রে অভিনয়ের ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করেন তিনি।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Abir Chatterjee || Debaloy Bhattacharya: 'দু'হাতে ২টো পিস্তল, ১ হাতে টর্চ'! নয়া গোয়েন্দা চরিত্র আনছেন দেবালয়, অভিনয়ে আবীর
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement