পাঠানকোটে খতম অবশিষ্ট দুই জঙ্গি, লড়াই কার্যত শেষ

Last Updated:

পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটি থেকে উদ্ধার হল আরও এক জঙ্গির দেহ ৷ এএনআই সূত্রে খবর, গুলির লড়াইয়ে নিহত আত্মগোপন করে থাকা এক জঙ্গি ৷ এই নিয়ে উদ্ধার হল পাঁচ জঙ্গির দেহ ৷ এনএসজি ও সেনাবাহিনীর জওয়ানরা খুঁজছেন ষষ্ঠ জঙ্গিকে ৷ পাঠানকোটে সেনা অভিযান কার্যত শেষ পর্যায়ে ৷

#পাঠানকোট: পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটি থেকে উদ্ধার হল বাকি দুই জঙ্গির দেহ ৷ এএনআই সূত্রে খবর, গুলির লড়াইয়ে নিহত  আত্মগোপন করে থাকা দুই  জঙ্গি ৷ এই নিয়ে উদ্ধার হল ছ’জন জঙ্গির দেহ ৷  আর কোনও জঙ্গি নেই বলেই অনুমান এনএসজি ও সেনাবাহিনীর জওয়ানদের৷ পাঠানকোটে সেনা অভিযান কার্যত শেষ পর্যায়ে ৷  এর আগেই এদিন সকালে এনএসজি-বায়ুসেনা যৌথ সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, আত্মগোপন করে থাকা জঙ্গিদের কোণঠাসা করে ফেলেছে ভারতীয় জওয়ানরা ৷ আর কিছু সময়ের মধ্যেই শেষ করা যাবে বাকি জীবিত জঙ্গিদের ৷
অন্যদিকে, পাঠানকোট হামলার দায় স্বীকার করল জঙ্গিগোষ্ঠী ইউনাইটেড জেহাদ কাউন্সিল ৷ ১৫টি জঙ্গিগোষ্ঠীর সংগঠন ইউনাইটেড জেহাদ কাউন্সিলের শীর্ষ নেতা সৈয়দ সালাউদ্দিন ৷
এদিন সকালে সেনাবাহিনীর মেজর জেনারেল দ্যুসন্ত সিং জানিয়েছিলেন, জঙ্গিরা পাঠানকোট বিমানঘাঁটির একটি পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নিয়েছে ৷ বাড়িটিকে ঘিরে ফেলেছে সেনা ৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, ঘিরে ফেলার পর বাড়িটিকে ট্যাঙ্কার দিয়ে উড়িয়ে দেয় সেনা ৷ পরে সেই ধ্বংসস্তূপ থেকেই উদ্ধার হয় মৃত জঙ্গিদের দেহ ৷
advertisement
advertisement
শনিবার ভোররাতে কুয়াশার সুযোগ নিয়ে সেনা পোশাকে বিমানঘাঁটিতে হামলা চালায় ছ’জন পাক মদতপুষ্ঠ জইশ জঙ্গি ৷ শনিবারই সেনাবাহিনীর হাতে মারা যায় ৪ জঙ্গি ৷ সেনা অভিযান শুরু হওয়ার প্রায় ৬০ ঘণ্টা পর নিকেশ হল পঞ্চম এবং ষষ্ঠ জঙ্গি ৷ সেনা-জঙ্গি লড়াইয়ে এই তিনদিনে শহীদ হয়েছেন সাতজন ভারতীয় বীর সেনানী ৷ আহত প্রায় ২০ জন জওয়ান ৷ তল্লাশি অভিযানের শেষ পর্যায়ে আর কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা সে ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত হওয়ার জন্য তল্লাশি চালাচ্ছে  সেনা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পাঠানকোটে খতম অবশিষ্ট দুই জঙ্গি, লড়াই কার্যত শেষ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement