পাঠানকোটে খতম অবশিষ্ট দুই জঙ্গি, লড়াই কার্যত শেষ

Last Updated:

পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটি থেকে উদ্ধার হল আরও এক জঙ্গির দেহ ৷ এএনআই সূত্রে খবর, গুলির লড়াইয়ে নিহত আত্মগোপন করে থাকা এক জঙ্গি ৷ এই নিয়ে উদ্ধার হল পাঁচ জঙ্গির দেহ ৷ এনএসজি ও সেনাবাহিনীর জওয়ানরা খুঁজছেন ষষ্ঠ জঙ্গিকে ৷ পাঠানকোটে সেনা অভিযান কার্যত শেষ পর্যায়ে ৷

#পাঠানকোট: পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটি থেকে উদ্ধার হল বাকি দুই জঙ্গির দেহ ৷ এএনআই সূত্রে খবর, গুলির লড়াইয়ে নিহত  আত্মগোপন করে থাকা দুই  জঙ্গি ৷ এই নিয়ে উদ্ধার হল ছ’জন জঙ্গির দেহ ৷  আর কোনও জঙ্গি নেই বলেই অনুমান এনএসজি ও সেনাবাহিনীর জওয়ানদের৷ পাঠানকোটে সেনা অভিযান কার্যত শেষ পর্যায়ে ৷  এর আগেই এদিন সকালে এনএসজি-বায়ুসেনা যৌথ সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, আত্মগোপন করে থাকা জঙ্গিদের কোণঠাসা করে ফেলেছে ভারতীয় জওয়ানরা ৷ আর কিছু সময়ের মধ্যেই শেষ করা যাবে বাকি জীবিত জঙ্গিদের ৷
অন্যদিকে, পাঠানকোট হামলার দায় স্বীকার করল জঙ্গিগোষ্ঠী ইউনাইটেড জেহাদ কাউন্সিল ৷ ১৫টি জঙ্গিগোষ্ঠীর সংগঠন ইউনাইটেড জেহাদ কাউন্সিলের শীর্ষ নেতা সৈয়দ সালাউদ্দিন ৷
এদিন সকালে সেনাবাহিনীর মেজর জেনারেল দ্যুসন্ত সিং জানিয়েছিলেন, জঙ্গিরা পাঠানকোট বিমানঘাঁটির একটি পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নিয়েছে ৷ বাড়িটিকে ঘিরে ফেলেছে সেনা ৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, ঘিরে ফেলার পর বাড়িটিকে ট্যাঙ্কার দিয়ে উড়িয়ে দেয় সেনা ৷ পরে সেই ধ্বংসস্তূপ থেকেই উদ্ধার হয় মৃত জঙ্গিদের দেহ ৷
advertisement
advertisement
শনিবার ভোররাতে কুয়াশার সুযোগ নিয়ে সেনা পোশাকে বিমানঘাঁটিতে হামলা চালায় ছ’জন পাক মদতপুষ্ঠ জইশ জঙ্গি ৷ শনিবারই সেনাবাহিনীর হাতে মারা যায় ৪ জঙ্গি ৷ সেনা অভিযান শুরু হওয়ার প্রায় ৬০ ঘণ্টা পর নিকেশ হল পঞ্চম এবং ষষ্ঠ জঙ্গি ৷ সেনা-জঙ্গি লড়াইয়ে এই তিনদিনে শহীদ হয়েছেন সাতজন ভারতীয় বীর সেনানী ৷ আহত প্রায় ২০ জন জওয়ান ৷ তল্লাশি অভিযানের শেষ পর্যায়ে আর কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা সে ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত হওয়ার জন্য তল্লাশি চালাচ্ছে  সেনা ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পাঠানকোটে খতম অবশিষ্ট দুই জঙ্গি, লড়াই কার্যত শেষ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement