পরীক্ষার খাতায় ভুল, শিক্ষকের ভয়ানক মারে করুণ পরিণতি হল ছাত্রের

Last Updated:

Dalit boy beaten by teacher dies in UP : ছাত্রটিকে লাঠি দিয়ে মারধর করে শিক্ষকটি ৷ মারধরের কারণে জ্ঞানও হারিয়ে ফেলে ওই ছাত্র ৷

#আউরিয়া : উত্তরপ্রদেশে ১৫ বছরের দলিত ছাত্রের মর্মান্তিক মৃত্যু ৷ জানা গিয়েছে দলিত ছাত্রটিকে মারধর করেন এক শিক্ষক ৷ শিক্ষকের মারধরের জেরেই মৃত্যু হয়েছে ওই ছাত্রের ৷ এই নৃশংস ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আউরাইয়া জেলায় ৷ এখনও পর্যন্ত অভিযুক্ত শিক্ষকের কোনও খোঁজ পায়নি  বলে জানিয়েছে পুলিশ ৷
জানা গিয়েছে, পরীক্ষার খাতায় ভুল লেখে ওই ছাত্র ৷ খাতায় ভুল লেখার কারণেই তাকে মারধর করে অভিযুক্ত ওই শিক্ষক ৷ ছাত্রটির পরিবার সূত্রে জানা গিয়েছে ,গত ৭ সেপ্টেম্বর ছাত্রটিকে লাঠি দিয়ে মারধর করে শিক্ষকটি ৷ মারধরের কারণে  জ্ঞানও হারিয়ে ফেলে ছাত্রটি  ৷
advertisement
advertisement
ছাত্রের পরিবার আরও জানায়,  তার চিকিৎসার খরচ দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন শিক্ষকটি ৷ কিন্তু ছাত্রটির চিকিৎসা বাবদ মোট ৪০ হাজার টাকা দেন অভিযুক্ত শিক্ষক ৷ পরে ছাত্রের বাবা তার কাছে আরও কিছু টাকা চাইলে তাকে বর্ণবিদ্বেষী কটাক্ষ করে তাড়িয়ে দেওয়া হয় ৷
চিকিৎসার কারণে ছাত্রটিকে প্রথমে লখনওয়ের এক হাসপাতে ভর্তি করা হয়েছিল ৷ কিন্তু  রবিবার ছাত্রটির অবস্থার আরও  অবনতি হওয়ায় তাকে সাইফাইয়ের একটি হাসপাতালে  ভর্তি করা হয়  ৷ কিন্তু সেদিন রাতেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার ৷ যদিও ছাত্রটিকে মৃত অবস্থাতেই  হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষ ৷
advertisement
এদিন ছাত্রের মৃত্যুর খবর পেয়েই বিক্ষোভে ফেটে পড়েন  আউরিয়ার বাসিন্দারা ৷ ছাত্রের স্কুলের সামনেও স্লোগান দিয়ে  বিক্ষোভ করা হয় ৷ ২টি পুলিশ ভ্যানে আগুন লাগিয়ে দেয় স্থানীয় বাসিন্দারা ৷ দুটি প্রাইভেট গাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয় ৷ পরে বিক্ষোভ সামাল দেয় আউরিয়া থানার পুলিশ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পরীক্ষার খাতায় ভুল, শিক্ষকের ভয়ানক মারে করুণ পরিণতি হল ছাত্রের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement