পুজোকে কাজে লাগিয়ে ত্রিপুরায় জনসংযোগ সারতে চায় তৃণমূল কংগ্রেস 

Last Updated:

বিভিন্ন পুজোয় উপস্থিত থাকতে চান দলের নেতারা। 

আবীর ঘোষাল, কলকাতা: পুজোয় জনসংযোগকে হাতিয়ার করতে বলেছে তৃণমূল কংগ্রেস। পুজোর এই প্রেক্ষিতকে কাজে লাগিয়ে আগামী দিনে মানুষের পাশে আছি এই বার্তা দিতে চাইছে তৃণমূল কংগ্রেস।  তাই এই অবস্থায়, শারদীয়া উৎসব উপলক্ষ্যে ৫,০০০ জন মানুষকে বস্ত্র উপহার স্বরূপ তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস ৷
ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইতিমধ্যেই প্রদেশ তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে শারদীয়া উপলক্ষ্যে বহু মানুষকে শাড়ি উপহার স্বরূপ তুলে দেওয়া হয়েছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সান্তনু সাহা, মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পান্না দেব-সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
advertisement
advertisement
এদিন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘এই শারদীয়ার সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস এই আগরতলার বুকে কিছু মায়েদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়েছে। এই আয়োজন শুধু আগরতলার বুকে নয়, সমস্ত রাজ্য জুড়ে প্রায় ৫,০০০ জন পরিবারের কাছে এই বস্ত্র উপহার স্বরূপ তুলে দেওয়ার অঙ্গীকার করেছি। ’’
advertisement
তিনি আরও বলেন, ‘‘আমরা আজকে আগরতলায় দিচ্ছি, সেরকম কালকে থেকে সারা ত্রিপুরায় বিভিন্ন যে সাংগঠনিক জেলা আছে সেই জেলাগুলিতে প্রায় ৫,০০০ জন পরিবারের হাতে আমরা এই বস্ত্র উপহার স্বরূপ তুলে দেব এবং তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব। আগরতলার বুকে ৫০০ জনকে দেওয়া হচ্ছে বাকি জেলায় জেলায় দেওয়া হবে।’’
advertisement
ইতিমধ্যেই তারা পরিকল্পনা করেছে পুজোর সময় রাজ্যের বিভিন্ন জায়গায় তারা যাবেন৷ ত্রিপুরায় একাধিক বড় দুর্গা পুজো হয়। এই অবস্থায় প্রায় প্রতিটি পুজোয় গিয়ে মানুষের পাশে আছি এই বার্তা দিতে তৎপর তৃণমূল কংগ্রেস ৷ আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। ফলে সব রাজনৈতিক দলই ঝাঁপিয়ে পড়ছে পুজোকে ঘিরে জনসংযোগ কর্মসূচিতে। পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেস ৷ ধীরে ধীরে সেই কাজ তারাও শুরু করে দিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পুজোকে কাজে লাগিয়ে ত্রিপুরায় জনসংযোগ সারতে চায় তৃণমূল কংগ্রেস 
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement