‘আমার বিরুদ্ধে ১৬ মাসে ২১টি মিথ্যে অভিযোগ দায়ের, মামলা লড়ার জন্য সরকারের খরচ ২০ কোটি টাকা’: শুভেন্দু

Last Updated:

মিথ্যে মামলার নেপথ্যে মূল কারণ নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর হার। মমতাকে জবাব শুভেন্দুর। 

‘আমার বিরুদ্ধে ১৬ মাসে ২১ টি মিথ্যে অভিযোগ দায়ের, মামলা লড়ার জন্য সরকারের খরচ ২০ কোটি টাকা’: শুভেন্দু
‘আমার বিরুদ্ধে ১৬ মাসে ২১ টি মিথ্যে অভিযোগ দায়ের, মামলা লড়ার জন্য সরকারের খরচ ২০ কোটি টাকা’: শুভেন্দু
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা:  ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই বলে থাকেন যে, আমরা বদলা চাই না, বদল চাই। প্রতিহিংসার রাজনীতি করি না। কিন্তু গত ১৬ মাসে মমতা বন্দ্যোপাধ্যায় আমার বিরুদ্ধে গত বিধানসভার ফলাফল ২রা মে-তে বেরোনোর পর থেকে এখনও পর্যন্ত ২১ টি এফআইআর করেছেন। যার মধ্যে আমার বিরুদ্ধে ত্রিপল চুরির মিথ্যে মামলাও রয়েছে।’’ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তাঁর বিস্ফোরক অভিযোগ, ‘‘২০২১ সালের ৫ মে-র পর থেকে আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যে মামলার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের পক্ষ থেকে আমার বিরুদ্ধে আইনি লড়াইয়ের জন্য আইনজীবীদের খরচ মিটিয়েছে ২০ কোটি টাকা।’’ এর থেকে প্রতিহিংসার বড় উদাহরণ ভূ-ভারতে কোথাও পাওয়া যাবে না বলে দাবি করে শুভেন্দু অধিকারী এও বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে ১৯৫৬ ভোটে হারানোর জ্বালা উনি সহ্য করতে পারছেন না। এটাই আমার অপরাধ। আর সে কারণেই আমার বিরুদ্ধে ২১টি এবং আমার ভাইয়ের বিরুদ্ধেও গত ছ'মাসে ৮ টি এফআইআর দায়ের করা হয়েছে।’’
advertisement
শুভেন্দু অধিকারীর চাঞ্চল্যকর দাবি, ‘‘আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিষয়টি শুধুমাত্র সামনে এসেছে। অবসর নেওয়ার পরেও তাঁর পক্ষে নির্দিষ্ট মামলার পরিপ্রেক্ষিতে আইনি লড়াইয়ের জন্য সরকারি টাকা খরচ করে আইনজীবীদের মামলা লড়ার জন্য মোটা টাকা যেমন মেটানো হয়েছে পাশাপাশি আমার বিরুদ্ধে মিথ্যে মামলার পরিপ্রেক্ষিতে খ্যাতনামা আইনজীবীদেরও ২০ কোটি টাকা দেওয়া হয়েছে সরকারি কোষাগার থেকে।’’
advertisement
advertisement
রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক অনুষ্ঠানে বলেছিলেন যে, ‘‘আমাদের সংস্কৃতি মাথা উঁচু করে চলার। বাইরে থেকে আসা কিছু লোক সোশ্যাল মিডিয়ার নাম করে উল্টোপাল্টা রটাচ্ছেন। এ সব না করে তাঁরা বাংলার উন্নয়নে নজর দিলে ভাল হত। আমাদের গাল দিন তাতে কিছু যায় আসে না। আমরা প্রতিহিংসাপরায়ণ নই। তাই বদলা নয়, বদল চাই বলেছিলাম। সেই কারণেই গ্রেফতার করাইনি।’’ সোমবার মুখ্যমন্ত্রীর করা এই মন্তব্যেরই কার্যত জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
advertisement
কটাক্ষের সুরে বললেন, ‘‘আমার দুটি অপরাধ। প্রথমত ওনাকে নন্দীগ্রামে হারিয়েছি। এটাই আমার মূল অপরাধ। আর দ্বিতীয় বিষয় হল, সব পদ, মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে তৃণমূল থেকে  বিজেপিতে যোগ দেওয়া। আর সেই কারণেই আমার বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’’
advertisement
নিজের পুরনো দলের সুপ্রিমোর  বিরুদ্ধে তীব্র সুর চড়িয়ে শুভেন্দু অধিকারী বিধানসভা চত্বরে দাঁড়িয়ে সোমবার সাংবাদিকদের বললেন, ‘‘প্রতিহিংসার এই দৃষ্টান্ত বাংলা ছাড়া আর কোথাও দেখতে পাওয়া যাবে না।’’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘আমার বিরুদ্ধে ১৬ মাসে ২১টি মিথ্যে অভিযোগ দায়ের, মামলা লড়ার জন্য সরকারের খরচ ২০ কোটি টাকা’: শুভেন্দু
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement