আকাশের অধিকার! বিশ্বসেরা বিমানসংস্থার তালিকায় এ বছর সেরা ২০-তে জায়গা করে নিল কারা? দেখে নিন

Last Updated:

বিশ্বের সেরা এয়ারলাইন ট্রফি জেতার পাশাপাশি, কাতার এয়ারওয়েজ সেরা বিজনেস ক্লাস, সেরা বিজনেস ক্লাস সিট এবং সেরা বিজনেস ক্লাস লাউঞ্জ ডাইনিং-সহ আরও আটটি পুরস্কার পেয়েছে।

Photo Courtesy: Qatar Airways
Photo Courtesy: Qatar Airways
কলকাতা: স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডস ২০২২-এ কাতার এয়ারওয়েজ প্রথম, সিঙ্গাপুর এয়ারলাইন্স দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং এমিরেটস হয়েছে তৃতীয়।
বার বার সাত বার কাতার এয়ারওয়েজ বিশ্বের সেরা বিমান পরিবহন সংস্থার শীর্ষ স্থানটা বজায় রেখেছে। স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডস ২০২২-এ সিঙ্গাপুর এয়ারলাইন্স এবং এমিরেটস কাতার এয়ারওয়েজের ঠিক পিছনেই রয়েছে।
advertisement
advertisement
স্কাইট্র্যাক্সের এই পুরস্কারকে অনেকেই 'বিমান শিল্পের অস্কার’ হিসাবে মনে করেন। সিএনএন-এর মতে, এটি বিশ্বের সেরা বিমান পরিবহণ সংস্থা খুঁজে বের করতে সেপ্টেম্বর ২০২১ থেকে অগাস্ট ২০২২-এর মধ্যে ১০০টিরও বেশি দেশে ১৪ মিলিয়নেরও বেশি গ্রাহক সমীক্ষা পরিচালনা করেছে।
advertisement
বিশ্বের সেরা এয়ারলাইন ট্রফি জেতার পাশাপাশি, কাতার এয়ারওয়েজ সেরা বিজনেস ক্লাস, সেরা বিজনেস ক্লাস সিট এবং সেরা বিজনেস ক্লাস লাউঞ্জ ডাইনিং-সহ আরও আটটি পুরস্কার পেয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সিঙ্গাপুর এয়ারলাইন্সও ৯টি পুরস্কার জিতেছে। ডেল্টা এয়ারলাইন্স ছ’টি পুরষ্কার জিতেছে এবং টার্কিশ এয়ারলাইন্স চারটি পুরস্কার পেয়েছে যার মধ্যে ইউরোপের সব থেকে কঠোর প্রতিযোগিতামূলক সেরা এয়ারলাইন বেছে নেওয়ার মতো শিরোনাম রয়েছে।
advertisement
আকবর আল বেকার, কাতার এয়ারওয়েজ গ্রুপের প্রধান নির্বাহী বলেন, কাতার এয়ারওয়েজ তৈরির সময়ই বিশ্বের সেরা এয়ারলাইন হিসাবে নিজেদের নাম করার চেষ্টা সবসময়ই ছিল, কিন্তু সপ্তম বারের জন্য জেতা এবং তিনটি অতিরিক্ত পুরস্কার নেওয়া আমাদের অবিশ্বাস্য কর্মীদের সমস্ত কঠোর পরিশ্রমের প্রমাণ ৷
শুধু তাই নয়, মাত্র দুই মাস আগে, কাতার এয়ারওয়েজকে এর কেবিন উদ্ভাবন, যাত্রীসেবা এবং কোভিড মহামারী জুড়ে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতির কারণে এয়ারলাইন রেটিংস দ্বারাও 'বছরের সেরা বিমান সংস্থা' হিসাবে মনোনীত করা হয়েছিল।
advertisement
দেশীয় বিমান সংস্থার মধ্যে, ভিস্তারার ঝুলিতেও দুটি পুরষ্কার: ভারত এবং দক্ষিণ এশিয়ার সেরা বিমান সংস্থা এবং ভারত এবং দক্ষিণ এশিয়ার সেরা এয়ারলাইন স্টাফ পরিষেবা ৷ বিনোদ কান্নন, ভিস্তারার প্রধান নির্বাহী জানিয়েছেন, ‘‘আমাদের সকলের জন্য এই পুরষ্কারগুলি জয় করা অবিশ্বাস্যভাবে আনন্দদায়ক, যা আমাদের প্রতি আমাদের গ্রাহকদের অটল আস্থার কথা বলে। ভিস্তারা বিমান চলাচল এবং পরিষেবা সরবরাহের ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য বিশ্বব্যাপী মানদণ্ড স্থাপনের একটি অকাট্য প্রমাণও ৷’’
advertisement
  1.  কাতার এয়ারওয়েজ
  2. সিঙ্গাপুর এয়ারলাইন্স
  3.  এমিরেটস
  4.  অল নিপ্পন এয়ারলাইন্স
  5.  কোয়ান্টাস এয়ারওয়েজ
  6.  জাপান এয়ারলাইন্স
  7.  টার্কিশ এয়ারলাইন্স
  8.  এয়ার ফ্রান্স
  9.  কোরিয়ান এয়ার
  10.  সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স
  11.  ব্রিটিশ এয়ারওয়েজ
  12.  এতিহাদ এয়ারওয়েজ
  13.  চায়না সাউদার্ন
  14.  হাইনান এয়ারলাইন্স
  15.  লুফথানসা
  16.  ক্যাথে প্যাসিফিক
  17.  কেএলএম
  18.  ইভা এয়ার
  19.  ভার্জিন অ্যাটলান্টিক
  20.  ভিস্তারা
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আকাশের অধিকার! বিশ্বসেরা বিমানসংস্থার তালিকায় এ বছর সেরা ২০-তে জায়গা করে নিল কারা? দেখে নিন
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement