ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন টাটাদের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Cyrus Mistry Death: মুম্বইয়ের কাছে পালঘরে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। সাইরাস মিস্ত্রিসহ আরও একজন প্রাণ হারান।
#মুম্বই: ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান এবং শিল্পপতি সাইরাস মিস্ত্রি।
জানা গিয়েছে, মুম্বইয়ের কাছে এক সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। মুম্বইয়ের কাছে পালঘরে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর মিস্ত্রিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি রবিবার ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন। তাঁর গাড়ি মহারাষ্ট্রের পালঘর জেলায় একটি ডিভাইডারে ধাক্কা মারে। মুম্বই পুলিশের এক কর্তা এমনটাই জানিয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুন- উত্তরাখণ্ডে ফের ভয়াবহ ধস, আটকে বাংলার পর্যটকেরা! মৃত্যু ট্রেকারের
পালঘরের এসপি জানিয়েছেন, এদিন বিকেল ৩.১৫ মিনিট নাগাদ সাইরাস মিস্ত্রি একটি মার্সিডিজ গাড়িতে আহমেদাবাদ থেকে মুম্বইয়ের উদ্দেশে যাচ্ছিলেন। তখনই দুর্ঘটনাটি ঘটে।
ঘটনাটি সূর্য নদীর উপর একটি সেতুর উপর ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। গাড়িতে গাড়ির চালকসহ মোট চারজন ছিলেন। তঁদের মধ্যে ২ জন নিহত হয়েছেন।
advertisement
Former Chairman of Tata Sons Cyrus Mistry died in a car crash at around 3pm in Maharashtra's Palghar area. A total of 4 people were there in the vehicle; two, including Cyrus Mistry, died: Palghar Police pic.twitter.com/7sE8PgPUno
— ANI (@ANI) September 4, 2022
advertisement
আরও পড়ুন- Kunal Ghosh: আইন না মেনেই চার্জশিট ত্রিপুরা পুলিশের, সীতার পাতাল প্রবেশ মামলায় বড় স্বস্তি কুণালের
আহতদের গুজরাটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০১২ সালে রতন টাটার পদত্যাগের পর সাইরাস মিস্ত্রিকে টাটা সন্সের চেয়ারম্যানের পদ দেওয়া হয়েছিল। তবে চার বছরের মধ্যেই তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
advertisement
৫৪ বছর বয়সী সাইরাস মিস্ত্রির অকাল প্রয়াণে শোকের ছায়া দেশজুড়ে। পালোনজি শাপুরজি মিস্ত্রির ছেলের এমন করুণ পরিণতি মেনে নিতে পারছেন না তাঁর পরিজনরা।
দেশের অন্যতম সফল শিল্পপতিদের মধ্যে তিনি ছিলেন একজন। আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন তিনি। পড়াশোনা লন্ডন বিজনেস স্কুলে পড়াশোনা শেষ করার পর ১৯৯১ সাল নাগাদ পারিবারিক ব্যবসায় যোগ দেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 04, 2022 4:59 PM IST