Kunal Ghosh: আইন না মেনেই চার্জশিট ত্রিপুরা পুলিশের, সীতার পাতাল প্রবেশ মামলায় বড় স্বস্তি কুণালের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
সরকারি আইনজীবীও মেনে নেন চার্জশিটে আইনের নির্দেশ মানা হয়নি।
#আগরতলা: আইন না মেনে পুলিশ চার্জশিট দেওয়ায় শনিবার 'সীতার পাতাল প্রবেশ' সংক্রান্ত তিনটি মামলায় কুণাল ঘোষের বিরুদ্ধে চার্জ গঠন আটকে গেল। তিনটি মামলাতেই সশরীরে হাজিরা থেকে আপাতত অব্যাহতি পাচ্ছেন কুণাল।
এ দিন ত্রিপুরার উদয়পুরে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট সুস্মিতা দাসের এজলাসে কুণাল ঘোষের বিরুদ্ধে চার্জ গঠনের কথা ছিল। কুণাল নিজে উপস্থিতও ছিলেন।
কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী পিটিশন দিয়ে বলেন, 'যে ধারাগুলিতে চার্জশিট দেওয়া হয়েছে, তার মধ্যে একটি ধারায় আইন না মেনে চার্জশিট দিয়েছে পুলিশ। এর উপর দাঁড়িয়ে চার্জ গঠন করা যায় না।
advertisement
advertisement
সরকারি আইনজীবীও মেনে নেন চার্জশিটে আইনের নির্দেশ মানা হয়নি।
এই নিয়ে দীর্ঘ শুনানির পর আটকে যায় চার্জ গঠন। বিচারক জানান পরে নির্দেশ দেবেন।'
এ দিন আইনজীবী অয়ন এবং প্রবাহনের আর্জিতে সাড়া দিয়ে তিনটি মামলাতেই কুণালকে সশরীরে উপস্থিতি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে সেপ্টেম্বরেই পরের শুনানির দিন কুণালকে আসতে হবে না।
advertisement
কুণাল এদিন বলেন, "সীতার পাতালপ্রবেশ সবাই জানেন। আমি জনমদুখিনী সীতা মায়ের কথা বলে কোনও অন্যায় করিনি। বিজেপি কর্মীরা জয় শ্রীরাম স্লোগান দিয়ে আক্রমণ করত বলেই আমি কথা প্রসঙ্গে বিষয়টি তুলেছিলাম। রাজনীতিতে ধর্ম জড়ানো কখনওই উচিত নয়। রামের নামে সন্ত্রাস করেছিল বলেই আমি মা সীতার পরিণতির কথা বলেছিলাম।"
এরপর কুণাল অমরপুর পার্টি অফিসে তৃণমূল কর্মীদের সঙ্গে বৈঠক করেন। বিকেলে আগরতলায় রাজ্য দফতরেও যান তিনি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 04, 2022 12:22 AM IST