নিরামিষ বিরিয়ানিতে শুঁয়োপোকা ! অভিযুক্ত সংস্থাকে আর্থিক জরিমানা

The caterpillar as seen on the plate of the man who ordered vegetable biryani at IKEA store in Hyderabad. (Photo credit: Abeed Muhammad)

The caterpillar as seen on the plate of the man who ordered vegetable biryani at IKEA store in Hyderabad. (Photo credit: Abeed Muhammad)

ট্যুইটারে ছবি সহ অভিযোগ করেছেন পুলিশ, খাদ্য ও ক্রেতা সুরক্ষা দফতর, পুরসভা, শহরাঞ্চল উন্নয়ন পর্ষদ ও IKEA কর্তৃপক্ষকে

  • Last Updated :
  • Share this:

    #হায়দরাবাদ: মাত্র এক মাস হয়েছে উদ্বোধনের, এরই মধ্যে বিতর্কের কেন্দ্রবিন্দুতে সুইডেনের ঘরোয়া আসবাবপত্র প্রস্তুতকারী সংস্থা IKEA.এই সংস্থা প্রথমবাই বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে যখন তেলঙ্গনারা এক বাসিন্দা হায়দরাবাদের এই শাখাকে কাঠগড়ায় তুলেছেন ৷ তাঁর অভিযোগ এই সংস্থার নিরামিষ বিরিয়ানিতে মিলেছে শুঁয়োপোকা ৷

    অভিযোগকারীর নাম আবিদ মুহাম্মদ, তিনি ট্যুইটারে ছবি সহ অভিযোগ করেছেন পুলিশ, খাদ্য ও ক্রেতা সুরক্ষা দফতর, পুরসভা, শহরাঞ্চল উন্নয়ন পর্ষদ ও IKEA কর্তৃপক্ষকে ৷ ছবিতে স্পশ্ট দেখা যাচ্ছে বিরিয়ানির প্লেটে শুঁয়োপোকা, সঙ্গে তিনি যে বিল মিটিয়েছিলেন সেই বিলটি ৷

    পুরসভার পক্ষ থেকে IKEA রেস্তোরাঁ ও হলদিরাম নাগপুরকে (নিরামিষ বিরিয়ানি সরবরাহকারী) নির্দেশ দিয়েছে লিখিত বিবৃতি দিতে ৷ মূলত IKEA হলদিরামের পদ্ধতিতেই নিরামিষ বিরিয়ানি প্রস্তুত করে ৷

    First published:

    Tags: Caterpillar, Customer, Hyderabad, IKEA, Telangana, Vegetable