চলন্ত বাইক থেকে গুলি, ছিটকে রাস্তায় পড়লেন ব্যবসায়ী, ভর দুপুরে ভয়ঙ্কর ঘটনা

Last Updated:

Businessman shot dead in Delhi : রাস্তাতেই মহিতকে নিশানা করে গুলি চালায়  ২  দুস্কৃতী

#নয়াদিল্লি : ভর দুপুরে খুন হল এক কাপড় ব্যবসায়ী ৷ ঘটনাটি ঘটেছে দিল্লির বিন্দাপুরে ৷ দোকান থেকে বাড়ি ফেরার পথে তাকে খুন করে চম্পট নেয় দুষ্কৃতীরা ৷ ঘটনাটি ঘটেছে দিল্লির বিন্দাপুরে ৷ হত্যার ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে ৷ ঘটনাটির তদন্ত করছে দ্বারকা থানার পুলিশ ৷ মৃত ৩৪ বছরের ব্যবসায়ীর নাম মহিত আরোরা  বলে জানা গিয়েছে ৷
মৃত মহিত দিল্লির বিন্দাপুরের বাসিন্দা ৷  পুলিশ সূত্র মারফত জানা যায় , সোমবার দুপুর ১২টা নাগাদ ভাইয়ের সঙ্গে স্কুটি করে বাড়ি ফিরছিলেন মহিত ৷ কিন্তু রাস্তাতেই মহিতকে নিশানা করে গুলি চালায়  ২  দুস্কৃতী ৷ জানা গিয়েছে , অভিযুক্ত দুষ্কৃতীরা বাইকে করে এসেছিল  ৷ আহত মহিতকে আশঙ্কাজনক অবস্থাতে হাসপাতালে ভর্তি করা হয় ৷ কিন্তু  অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালেই মৃত্যু হয় তাঁর ৷
advertisement
advertisement
দিল্লিতে ৩টি জামা কাপড়ের দোকান আছে মহিত ও তাঁর ভাইয়ের ৷  মহিতকে ডাকাতির কারণে খুন করা হয়নি বলে অনুমান পুলিশের ৷ মহিতের মৃত্যুর পর তাঁর দোকানের সামনে  আন্দোলন করে অন্যান্য ব্যবসায়ীরা ৷
advertisement
মহিতের ভাইয়ের বয়ান অনুসারে জানা গিয়েছে,  দুষ্কৃতীরা হেলমেট ছাড়াই এসেছিল ৷ মহিতকে নিশানা করে গুলি করে পালায় তারা ৷ সিসিটিভির ফুটেজের ভিত্তিতে দুষ্কৃতীদের খোঁজ  করছে পুলিশ ৷ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা গিয়েছে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
চলন্ত বাইক থেকে গুলি, ছিটকে রাস্তায় পড়লেন ব্যবসায়ী, ভর দুপুরে ভয়ঙ্কর ঘটনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement