Crime News:যেন টানটান ক্রাইম থ্রিলার, ১৪৪ ঘণ্টা পুলিশ-কালপ্রিট রুদ্ধশ্বাস লড়াই, এনকাউন্টার, অবশেষে গ্রেফতার ভোপালের নাবালিকা ধর্ষণে অভিযুক্ত
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
১৪৪ ঘণ্টা ধরে চলেছিল গায়ে কাঁটা দেওয়া রুদ্ধশ্বাস লড়াই! অবশেষে নাবালিকা ধর্ষণে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানী ভোপাল থেকে গ্রেফতার করা হয় বছর ২৩-এর অভিযুক্ত সলমনকে
ভোপাল: ১৪৪ ঘণ্টা ধরে চলেছিল গায়ে কাঁটা দেওয়া রুদ্ধশ্বাস লড়াই! অবশেষে নাবালিকা ধর্ষণে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানী ভোপাল থেকে গ্রেফতার করা হয় বছর ২৩-এর অভিযুক্ত সলমনকে। এ যেন কোনও ক্রাইম থ্রিলারের টানটান চিত্রনাট্য! পুলিশের হাতে ধরা পড়ার পর পালানোর চেষ্টা করে কালপ্রিট, পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে, আর তখনই গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, ‘এনকাউন্টারে’ সলমনের পায়ে গুলি লাগে। বর্তমানে হামিদিয়া হাসপাতালে সে চিকিৎসাধীন।
সলমন ওরফে নজর-এর মাথার দাম ছিল ৩০ হাজার টাকা। মধ্যপ্রদেশের রাইসেন জেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে সলমনের বিরুদ্ধে। ভোপালের গান্ধিনগর পুলিশ থানার পাশের একটি চায়ের দোকান থেকে গ্রেফতার করা হয় সলমনকে। গোয়েন্দারা আগেই গোপন সূত্রে খবর পেয়েছিল, গত ৩ দিন ধরে ভোপালেই আস্তানা গেড়েছে অভিযুক্ত সলমন। প্রথমে এক পরিচিতর বাড়ি যায়, কিন্তু সে তাকে আশ্রয় দিতে রাজি হয়নি। যদিও পুলিশকেও কিছু জানায়নি। স্থানীয় বাসিন্দারাই পুলিশকে সলমন সম্পর্কে মোক্ষম খবরটা দেন। জানা যায়, থানার পাশের চায়ের দোকানটায় দু’বছর আগেও কাজ করেছে সলমন। সে বাড়ি ভাড়া খুঁজছিল, কিন্তু বৈধ কাগজ ছিল না। এর থেকেই সন্দেহ হয় স্থানীয়দের। তারাই পুলিশকে গোটা বিষয়টি জানায়। ভোপাল গিয়ে সলমনকে গ্রেফতার করে পুলিশ। গান্ধিনগর পুলিশ সলতানগঞ্জ পুলিশের হাতে সলমনকে তুলে দেওয়ার পরই শুরু হয় আসল ‘খেলা’! অভিযোগ, সলমন জঙ্গলে পালানোর চেষ্টা করে। তাকে থামাতে গুলি ছুঁড়তে বাধ্য হয় পুলিশ।
advertisement
পুলিশ সূত্রে খবর, গত ২১ নভেম্বর এক কিশোরীকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাইসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় মুখ্যমন্ত্রী মোহন যাদব পুলিশকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন। অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠছিল। অভিযুক্তের খোঁজে একাধিক দল গঠন করে তল্লাশি শুরু হয়। টানা ১৪৪ ঘণ্টা তল্লাশির পর ভোপাল থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 28, 2025 3:01 PM IST

