Crime News: নারীদের ১৩০০০ নগ্ন ছবি! প্রেমিকের ফোন খুলে তরুণীর শিরদাঁড়া বেয়ে হিমেল স্রোত

Last Updated:

সম্প্রতি তনভি, ২০ নভেম্বর ২০২৩ তারিখে আদিত্যর ফোন খুলেছিলেন তাঁর অনুপস্থিতিতে নিজেদের কিছু শারীরিক মুহূর্তের ছবি ডিলিট করার জন্য। এর পরেই চমকে ওঠেন তিনি।

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
কলকাতাঃ সম্পর্কে শারীরিক অন্তরঙ্গতা থাকবে নিশ্চয়ই, সে প্রাক-বৈবাহিক হোক বা বিবাহ পরবর্তী সময়। কিন্তু সেই শারীরিক অন্তরঙ্গতার মুহূর্ত ক্যামেরাবন্দি করা কতটা যুক্তিসঙ্গত, তা এখনও বিতর্কের অধীন। অনেকেরই মনে থাকতে পারে যে বছর কয়েক আগে প্রখ্যাত ভারতীয় অভিনেতা কমল হাসনের কনিষ্ঠা কন্যা অক্ষরার নগ্ন ছবি ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়, অভিযোগ ছিল তা এসেছে অক্ষরার বয়ফ্রেন্ডের ফোন থেকে। এবার একই ঘটনার মুখোমুখি বেঙ্গালুরুর তনভি (নাম পরিবর্তিত)। তাঁর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েনি ঠিকই, কিন্তু যে আতঙ্কের মুখে তাঁকে পড়তে হয়েছে, তার রেশ জীবনে কাটার নয়।
জানা গিয়েছে, বেঙ্গালুরুর এক বিপিওতে কাজ করতে এসে ২২ বছরের তনভির সঙ্গে আলাপ হয় ২৫ বছরের আদিত্য সন্তোষের, কিছু দিনের মধ্যেই তাঁদের মধ্যে মানসিক ও শারীরিক সম্পর্ক দৃঢ় হয়, সঠিক ভাবে বললে মাসচারেকের মধ্যে। সম্প্রতি তনভি, ২০ নভেম্বর ২০২৩ তারিখে আদিত্যর ফোন খুলেছিলেন তাঁর অনুপস্থিতিতে নিজেদের কিছু শারীরিক মুহূর্তের ছবি ডিলিট করার জন্য। এর পরেই চমকে ওঠেন তিনি। দেখেন, আদিত্যর ফোন গ্যালারিতে ১৩০০০ নগ্ন নারীর ছবি, এর মধ্যে কিছু ছবি তাঁর, কিছু ছবি অফিসের কয়েক সহকর্মিণীর, বাকি অপরিচিতা।
advertisement
advertisement
দেরি না করে তনভি অফিসে ব্যাপারটা জানান, যাতে সহকর্মিণীদের কোনও রকম হয়রানির মুখে পড়তে না হয়। তাঁর অনুমান, এর মধ্যে অনেক ছবিই মর্ফ করা অর্থাৎ একজনের শরীরে অন্যের মুখ বসানো। তনভির অভিযোগের পরে বেঙ্গালুরুর ওই বিপিও সংস্থা অর্চনা (নাম পরিবর্তিত) পুলিশের সাইবার ক্রাইম শাখায় লিখিত অভিযোগ দায়ের করে আদিত্যর নামে ২৩ নভেম্বর ২০২৩ তারিখে, এমনটাই বলছে জাতীয় সংবাদমধ‍্যমের একটি প্রতিবেদন। সংস্থার দাবি, ঘটনা যাতে গুরুতর কোনও দিকে না যায়, সে জন্যই এই তাৎক্ষণিক পদক্ষেপ। সংস্থা এও জানাতে ভোলেনি, ছবি মর্ফ করার জন্য তাদের মেশিন যদিও ব্যবহার করেননি আদিত্য।
advertisement
ওই প্রতিবেদন অনুযায়ী পুলিশ এর পরে আদিত্যকে তাঁর অফিস থেকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। এও জানানো হয়েছে যে আদিত্যর ফোনের ছবিগুলোর মধ্যে কিছু মর্ফ করা, কিছু আবার আসলও। কী উদ্দেশ্যে তিনি এই কাজ করেছেন, তার তদন্ত চলছে। এও দেখা হচ্ছে তাঁর চ্যাট হিস্টরি এবং ফোন কল সার্চ করে তিনি কাউকে ব্ল্যাকমেল করেছেন কি না!
বাংলা খবর/ খবর/দেশ/
Crime News: নারীদের ১৩০০০ নগ্ন ছবি! প্রেমিকের ফোন খুলে তরুণীর শিরদাঁড়া বেয়ে হিমেল স্রোত
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?
  • উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি

  • দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

  • মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement