Dev Diwali: দেবলোক নেমে এল কাশীতে, লক্ষ লক্ষ প্রদীপে সেজে ওঠা গঙ্গার ঘাটের ছবি পোস্ট যোগী আদিত্যনাথের

Last Updated:
Dev Diwali: সমস্ত ঘাটে শঙ্খধ্বনি, মহা আরতি, ঘণ্টা, কাঁসর বাজিয়ে আরাধনা করা হচ্ছিল৷ কাশীর মাটিতে দেবতাদের স্বাগত জানানো হচ্ছিল৷
1/8
কাশীতে গঙ্গার ঘাট ঠিক যেন ধনুক৷ আর ধনুকাকার ঘাটগুলি সেজে উঠেছিল লক্ষ, লক্ষ প্রদীপের আলোয়৷ ৮৫ টি ঘাটে যেন আকাশ গঙ্গার তারারা নেমে এসেছিল৷ পুরো কাশী যেন প্রদীপের আলোতে স্নান করেছিল৷ (Photo Courtesy- @myogiadityanath)
কাশীতে গঙ্গার ঘাট ঠিক যেন ধনুক৷ আর ধনুকাকার ঘাটগুলি সেজে উঠেছিল লক্ষ, লক্ষ প্রদীপের আলোয়৷ ৮৫ টি ঘাটে যেন আকাশ গঙ্গার তারারা নেমে এসেছিল৷ পুরো কাশী যেন প্রদীপের আলোতে স্নান করেছিল৷ (Photo Courtesy- @myogiadityanath)
advertisement
2/8
সমস্ত ঘাটে শঙ্খধ্বনি, মহা আরতি, ঘণ্টা, কাঁসর বাজিয়ে আরাধনা করা হচ্ছিল৷ কাশীর মাটিতে দেবতাদের স্বাগত জানানো হচ্ছিল৷
সমস্ত ঘাটে শঙ্খধ্বনি, মহা আরতি, ঘণ্টা, কাঁসর বাজিয়ে আরাধনা করা হচ্ছিল৷ কাশীর মাটিতে দেবতাদের স্বাগত জানানো হচ্ছিল৷
advertisement
3/8
কাশীর চেত সিং ঘাটে লেজর শো, এবং গঙ্গাবক্ষে বাজির প্রর্দশনীর দারুণ দৃশ্যের সাক্ষী হন লক্ষ লক্ষ মানুষ৷
কাশীর চেত সিং ঘাটে লেজর শো, এবং গঙ্গাবক্ষে বাজির প্রর্দশনীর দারুণ দৃশ্যের সাক্ষী হন লক্ষ লক্ষ মানুষ৷
advertisement
4/8
মুখ্যমন্ত্রী অতিথি- অভ্যাগতদের স্বাগত জানান৷ এঁদের সঙ্গে ক্রুজে চেপে দেব দীপাবলীর অদ্ভুত দৃশ্য দেখেন৷
মুখ্যমন্ত্রী অতিথি- অভ্যাগতদের স্বাগত জানান৷ এঁদের সঙ্গে ক্রুজে চেপে দেব দীপাবলীর অদ্ভুত দৃশ্য দেখেন৷
advertisement
5/8
দশাশ্বমেধ ঘাটের মহা আরতি রামলালাকে উৎসর্গ করা হয়েছিল। এখানে রামলালা ও রাম মন্দিরের আভাস পান ভক্তরা। দশাশ্বমেধ ঘাটে অমর জওয়ান জ্যোতির প্রতিরূপ তৈরি করে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ভারতের অমর সাহসী যোদ্ধাদেরও 'ভগীরথ শৌর্য সম্মান' দিয়ে সম্মানিত করা হয়।
দশাশ্বমেধ ঘাটের মহা আরতি রামলালাকে উৎসর্গ করা হয়েছিল। এখানে রামলালা ও রাম মন্দিরের আভাস পান ভক্তরা। দশাশ্বমেধ ঘাটে অমর জওয়ান জ্যোতির প্রতিরূপ তৈরি করে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ভারতের অমর সাহসী যোদ্ধাদেরও 'ভগীরথ শৌর্য সম্মান' দিয়ে সম্মানিত করা হয়।
advertisement
6/8
চেত সিং ঘাটে প্রজেকশন শো সহ সাউন্ড অ্যান্ড লাইট শো-এর মাধ্যমে পৌরাণিক কাশী এবং ভগবান শিবের সচিত্র তথ্য শুনে শ্রোতারা মন্ত্রমুগ্ধ হয়েছিলেন।
চেত সিং ঘাটে প্রজেকশন শো সহ সাউন্ড অ্যান্ড লাইট শো-এর মাধ্যমে পৌরাণিক কাশী এবং ভগবান শিবের সচিত্র তথ্য শুনে শ্রোতারা মন্ত্রমুগ্ধ হয়েছিলেন।
advertisement
7/8
কাশী বিশ্বনাথ ধামের সামনে গঙ্গার ওপারে বালিতে সবুজ আতসবাজিও উপভোগ করেছেন লোকেরা।
কাশী বিশ্বনাথ ধামের সামনে গঙ্গার ওপারে বালিতে সবুজ আতসবাজিও উপভোগ করেছেন লোকেরা।
advertisement
8/8
শহরের ছয়টি প্রধান স্থানে ঘাটে মহা আরতির সরাসরি সম্প্রচার করা হয়। উদ্বোধনের সময় যেমন কাশী বিশ্বনাথ মন্দির কমপ্লেক্স সাজানো হয়েছিল, তেমনি দেব দীপাবলিতে ১১ কুইন্টাল ফুল দিয়ে সাজানো হয়েছিল। দেব দীপাবলিতে পর্যটক ও ভক্তদের নিরাপত্তার জন্য কড়া ব্যবস্থা করা হয়েছে।
শহরের ছয়টি প্রধান স্থানে ঘাটে মহা আরতির সরাসরি সম্প্রচার করা হয়। উদ্বোধনের সময় যেমন কাশী বিশ্বনাথ মন্দির কমপ্লেক্স সাজানো হয়েছিল, তেমনি দেব দীপাবলিতে ১১ কুইন্টাল ফুল দিয়ে সাজানো হয়েছিল। দেব দীপাবলিতে পর্যটক ও ভক্তদের নিরাপত্তার জন্য কড়া ব্যবস্থা করা হয়েছে।
advertisement
advertisement
advertisement