Covid-19 Spike In India: ফের সতর্কতা, দেশে বাড়ছে কোভিডের চোখ রাঙানি, একদিনে আক্রান্ত প্রায় সাড়ে ৭ হাজার

Last Updated:

Covid-19 Spike In India: ফের দেশে বাড়ছে কোভিড-১৯-এর প্রকোপ। একদিনে কোভিড আক্রান্তের সংখ্যা ছাড়াল সাড়ে ৭ হাজারেরও বেশি।

ফের সতর্কতা, দেশে বাড়ছে কোভিডের চোখ রাঙানি, একদিনে আক্রান্ত প্রায় সাড়ে ৭ হাজার
ফের সতর্কতা, দেশে বাড়ছে কোভিডের চোখ রাঙানি, একদিনে আক্রান্ত প্রায় সাড়ে ৭ হাজার
ফের দেশে বাড়ছে কোভিড-১৯-এর প্রকোপ। একদিনে কোভিড আক্রান্তের সংখ্যা ছাড়াল সাড়ে ৭ হাজারেরও বেশি। বুধবার, দেশে আগের দিন অর্থা‍ৎ মঙ্গলবারের তুলনায় দৈনিক সক্রিয় রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ৭,৮৩০টি নতুন সংক্রমণের খবর পাওয়া গেছে। মোট সংখ্যা ৪,৪৭,৭৬,০০২-য় এসে দাঁড়িয়েছে। মঙ্গলবার, মোট ৫,৬৭৬- জন সক্রিয় রোগী ছিল। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে বর্তমানে ৪০,২১৫-জন কোভিড-১৯-এ আক্রান্ত।
আজকের কোভিড বুলেটিন:
আজ নতুন কেস: ৭,৮৩০
অ্যাক্টিভ কেস: ৪০,২১৫
advertisement
মোট সুস্থ‍্যতার সংখ‍্যা: ৪,৪২,০৪,৭৭১
দৈনিক পজিটিভিটির হার: ৩.৬৫ শতাংশ
সাপ্তাহিক পজিটিভিটির হার: ৩.৮৩%
বর্তমানে সুস্থ‍্যতার হার : ৯৮.৭২ শতাংশ
advertisement
অনেক রাজ্যেই আবার বেড়েছে করোনাভাইরাসের চোখ রাঙানি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংক্রমণ আটকাতে আবার মানুষকে সচেতনতার বার্তা দিচ্ছে।
দিল্লিতে মঙ্গলবার ৯৮০ জন নতুন কোভিড -১৯ আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। যা ২০ আগস্টের, ২০২২ পর সর্বোচ্চ। বর্তমানে, পজিটিভিটির হার ২৫.৯৮ শতাংশ। সরকারের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে, প্রতি চার জনের মধ্যে একজন করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন।
advertisement
মঙ্গলবার মুম্বাইয়ে ২৪২ জন নতুন আক্রান্তের সন্ধান মিলেছে। যা আগের দিনের থেকে ৯৫ জন বেশি। সর্বশেষ খবরের ভিত্তিতে, মুম্বইয়ের সামগ্রিক অ্যাক্টিভ কেসের সংখ‍্যা ১১,৫৯,২২৫ এ পৌঁছেছে। এখন পর্যন্ত সংক্রমণে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ  ত্রিপুরায় দ্বিতীয় দফায় ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠার অন্যতম কারিগর দলের কার্যকর্তাগণ, বললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা
করোনাভাইরাসে কারণে মৃতের সংখ্যা বেড়ে ৫,৩১,০১৬ হয়েছে। আজ সকাল ৮টার তথ্য অনুসারে, সারা দেশে ১৬ জনের নতুন করে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যার মধ‍্যে দু’টি করে দিল্লি, পঞ্জাব এবং হিমাচল প্রদেশে এবং একটি করে গুজরাত, হরিয়ানা, মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং উত্তর প্রদেশে এবং পাঁচটি কেরলে।
advertisement
গত বছরের ১ সেপ্টেম্বর দেশে একদিনে ৭,৯৪৬টি কোভিড-১৯ আক্রান্তের সন্ধান মিলেছিল। স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট অনুসারে, সক্রিয় মামলার সংখ্যা এখন মোট সংক্রমণের ০.০৯ শতাংশ এবং সুস্থ‍্যতার হার ৯৮.৭২ শতাংশ।।
মন্ত্রকের ওয়েবসাইট অনুযায়ী, দেশব্যাপী কোভিড-১৯ টিকাদান অভিযানের অধীনে এ পর্যন্ত দেশে ২২০.৬৬ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Covid-19 Spike In India: ফের সতর্কতা, দেশে বাড়ছে কোভিডের চোখ রাঙানি, একদিনে আক্রান্ত প্রায় সাড়ে ৭ হাজার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement