Tripura News: ত্রিপুরায় দ্বিতীয় দফায় ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠার অন্যতম কারিগর দলের কার্যকর্তাগণ, বললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা

Last Updated:

লোকসভা নির্বাচনের জন্য এখন থেকেই ঝাঁপিয়ে পড়ার নির্দেশ ৷

ত্রিপুরায় দ্বিতীয় দফায় ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠার অন্যতম কারিগর দলের কার্যকর্তাগণ, বললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা
ত্রিপুরায় দ্বিতীয় দফায় ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠার অন্যতম কারিগর দলের কার্যকর্তাগণ, বললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা
আগরতলা: ত্রিপুরা রাজ্যে দ্বিতীয় দফায় ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠার অন্যতম কারিগর হচ্ছেন দলের কার্যকর্তাগণ। দ্বিতীয়বার ক্ষমতায় এসে দলের সমস্ত সদস্য ও কার্যকর্তাদের মধ্যে আত্মবিশ্বাস আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি এই জয়ের পিছনে মহিলা ভোটারদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। নির্বাচনোত্তর সন্ত্রাসে যারাই জড়িত, তাদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে দল ও সরকার। আগরতলায় ৮ নং টাউন বড়দোয়ালি মন্ডলের ৩৪ নং ওয়ার্ডের উদ্যোগে জয়নগরস্থিত আম্বেদকর স্কুলে আয়োজিত সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে এই বার্তা দেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
অনুষ্ঠানে দলীয় কার্যকর্তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী আহ্বান রাখেন, জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। সবকিছুই খোলাখুলি শেয়ার করতে হবে তাদের। এতে জনসাধারণের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক স্থাপন করা সম্ভব বলে জানান মুখ্যমন্ত্রী।
advertisement
এই কর্মসূচিতে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী মানিক সাহা আরও বলেন, এবারের নির্বাচনে মহিলাদের ভোট ৩ শতাংশ বেশি পেয়েছে ভারতীয় জনতা পার্টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মহিলাদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে খুবই আন্তরিক। তিনি মহিলাদের স্বশক্তিকরণে জোর দিয়েছেন। সেই লক্ষ্যে মহিলারাও বিভিন্ন ক্ষেত্রে শামিল হচ্ছেন। মুখ্যমন্ত্রী বলেন, আগামী ৫ বছরে রাজ্যের চেহারা আমূল পাল্টে যাবে। সবক্ষেত্রেই ত্রিপুরা এখন সামনের দিকে এগিয়ে চলছে। এবারের সদ্য সমাপ্ত ত্রিপুরা বিধানসভা নির্বাচনে সিপিএম এবং কংগ্রেস একজোট হয়ে লড়াই করেছে। কিন্তু ২ মার্চের ফলাফলের পর তাদের আর দেখা পাওয়া যাচ্ছে না। এখন কমিউনিস্টদের অন্যতম কাজ দলের ক্যাডার ধরে রাখতে এবং কংগ্রেস কর্মীদের মুখপাত্র হিসাবে মিথ্যা অভিযোগ তুলে ডেপুটেশন প্রদান করা ও সক্রিয় থাকা। তাদের খেলা এই রাজ্যের মানুষ বুঝতে পেরেছেন।
advertisement
এর মধ্যেও কোনও হিংসা বা সন্ত্রাসকে বরদাস্ত করবে না বিজেপি নেতৃত্বাধীন সরকার। এসব ঘটনা মোকাবিলায় আরক্ষা প্রসাশনকে কঠোর বার্তা দেওয়া হয়েছে। যারাই রাজ্যে অশান্তি কিংবা অস্থির পরিস্থিতি তৈরি করবে তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলেও হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এ ছাড়া রাজনৈতিক অঙ্গনে সিপিআইএম এবং কংগ্রেসকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার বার্তা দেন মুখ্যমন্ত্রী।
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura News: ত্রিপুরায় দ্বিতীয় দফায় ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠার অন্যতম কারিগর দলের কার্যকর্তাগণ, বললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement