Corona: বড় ইঙ্গিত? কোভিড নিয়ে ভারত থেকে মিলল উদ্বেগের এই খবর, জানুন
- Published by:Suvam Mukherjee
Last Updated:
ভারতের কিছু রাজ্যে সামান্য হলেও করোনা আক্রান্তের সংখ্যা ফের বাড়তে শুরু করেছে। সেই সঙ্গে বেড়েছে মৃত্যু সংখ্যাও।
#নয়া দিল্লি: ভারতে ধীরে হলেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তবে করোনা নিয়ে উদ্বেগের মধ্যেই মিলল কিছুটা স্বস্তির খবর। বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা হলেও কমেছে চলতি সপ্তাহে। কিন্তু ভারতের কিছু রাজ্যে সামান্য হলেও করোনা আক্রান্তের সংখ্যা ফের বাড়তে শুরু করেছে। সেই সঙ্গে বেড়েছে মৃত্যু সংখ্যাও।
টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, গত সপ্তাহে ১,১০৩ থেকে করোনা আক্রান্তের সংখ্যা ছিল। চলতি সপ্তাহে বেড়ে হয়েছে ১,২১৯। এই বৃদ্ধি পরিমাণ ১১ শতাংশ। মহারাষ্ট্র, রাজস্থান, পাঞ্জাব, দিল্লি এবং হিমাচল প্রদেশের পাশাপাশি তেলেঙ্গানা এবং পশ্চিমবঙ্গে সংক্রমণের পরিমাণ সামান্য বৃদ্ধি পেয়েছে। তবে করোনার কোনও ভ্যারিয়েন্টে ভারতে একটু হলেও আক্রান্ত সংখ্যা বেড়েছে, সেটা এখনও স্পষ্ট নয়।
advertisement
কোভিডের মৃত্যু সংখ্যাও সামান্য বেড়েছে এই সপ্তাহে। গত সপ্তাহে ১২ জনের মৃত্যু হয়েছে। এই সপ্তাহে ২০ জনের মৃত্যু হয়েছে করোনায় আক্রান্ত হয়ে। দেশের ৯টি রাজ্যের করোনা আক্রান্তের হাল আগের সপ্তাহের মতোই রয়েছে। অন্তত ১১টি রাজ্যে করোনায় কম আক্রান্তের খবর মিলেছে। রাজস্থান এবং পাঞ্জাবে করোনা আক্রান্তের সংখ্যা ৩০ জন মতো বেড়েছে।
advertisement
advertisement
তবে গোটা বিশ্বের করোনা আক্রান্তের সংখ্যার দিকে নজর দিলে দেখা যাবে কিছুটা হলেও মিলছে সুরাহা। আগের থেকে এখন কমছে করোনা আক্রান্তের সংখ্যা। ১৮ ডিসেম্বর গোটা বিশ্বের বিভিন্ন দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫.৫ লাখ। ২৩ ডিসেম্বর গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৫.১ লাখ।
advertisement
তবে চিনের থেকে সঠিক কোভিড ডেটা আসছে না বলেও অভিযোগ উঠেছে। গত সপ্তাহেই চিন করোনার মৃত্যু সংক্রান্ত ডেটা প্রকাশের নিয়ম পরিবর্তন করেছে। করোনার এই ঢেউয়ে সবথেকে বেশি আক্রান্ত হয়েছে চিনে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 27, 2022 8:37 AM IST