Covid-19 Spike In India: বাড়ছে মৃত্যুহার, গতি বাড়িয়েছে সংক্রমণও! ভারতে ফের কি শুরু হবে করোনার রাজত্ব?

Last Updated:

Covid-19 Spike In India: কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সর্বশেষ বুলেটিন অনুসারে, গত ২৪ ঘন্টায় ১০,০৯৩ টি নতুন করোনভাইরাস সংক্রমণের খবর পাওয়া গিয়েছে।

বাড়ছে মৃত্যুহার, গতি বাড়িয়েছে সংক্রমণও! ভারতে ফের কি শুরু হবে করোনার রাজত্ব?
বাড়ছে মৃত্যুহার, গতি বাড়িয়েছে সংক্রমণও! ভারতে ফের কি শুরু হবে করোনার রাজত্ব?
গত ২৪ ঘণ্টায়, দেশে ১০ হাজারের গণ্ডি ছাড়ালো কোভিড সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সর্বশেষ বুলেটিন অনুসারে, গত ২৪ ঘন্টায় ১০,০৯৩ টি নতুন করোনভাইরাস সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। রবিবার ভারতে কোভিড -১৯ পজেটিভ কেসের সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে। শুক্রবার, দৈনিক সংক্রমণের সংখ‍্যা দাঁড়িয়েছিল ১১,১০৯।
নতুন কেসের সঙ্গে সঙ্গে, ভারতের অ্যাক্টিভ কেসের সংখ‍্যা বর্তমানে ৫৭,৫৪২-এ পৌঁছেছে যা মোট সংখ‍্যার ০.১৩ শতাংশ। দেশের মোট কোভিড সংখ্যা বর্তমানে দাঁড়িয়েছে ৪.৪৮ কোটি (৪,৪৮,১৮,১১৫)।
advertisement
মন্ত্রকের সর্বশেষ তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে কারণে মৃতের সংখ্যা বেড়ে ৫,৩১,১১৪-এ দাঁড়িয়েছে। বর্তমানে মৃত্যুর হার ১.১৯ শতাংশ। আজ সকাল ৮টার তথ্য অনুসারে, দিল্লিতে মৃত‍্যু হয়েছে পাঁচজনের, ছত্তিশগড় এবং রাজস্থানে তিনজনের, দুজনের কর্ণাটক ও মহারাষ্ট্রের এবং একজন করে হরিয়ানা, ওড়িশা, তামিলনাড়ু এবং উত্তরাখণ্ডে। এবং কেরালায় চারজনের মৃত‍্যু হয়েছে।
advertisement
ভারতে গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ‍্যা ৬২৪৮ এবং সামগ্রিক সুস্থতার সংখ‍্যা ৪,৪২,২৯,৪৫৯। বর্তমানে করোনাভাইরাসে সুস্থতার হার ৯৮.৬৮ শতাংশ।
যদিও সুস্থতার সংখ‍্যা অনেকটাই বেড়েছে যা বেশ স্বস্তির। কিন্তু অপরদিকে মৃত্যুর হার ১.১৯ শতাংশতে পৌঁছানোয়, স্বাস্থ‍্য মন্ত্রক বেশ চিন্তিত। মন্ত্রকের ওয়েবসাইট অনুযায়ী, দেশব্যাপী কোভিড-১৯ টিকাদান অভিযানের অধীনে এ পর্যন্ত দেশে ২২০.৬৬ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Covid-19 Spike In India: বাড়ছে মৃত্যুহার, গতি বাড়িয়েছে সংক্রমণও! ভারতে ফের কি শুরু হবে করোনার রাজত্ব?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement