Arvind Kejriwal | CBI: রবিবার সিবিআই ডেরায় কেজরিওয়াল! 'গ্রেফতার হতে পারি ', বিরাট আশঙ্কা
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
'গ্রেফতার হতে পারি ', বিরাট আশঙ্কা কেজরিওয়ালের।
নয়াদিল্লি: সিবিআই দফতরে জিজ্ঞাসাবাদের জন্য পৌঁছল অরবিন্দ কেজরিওয়াল। রবিবার আবগারি কাণ্ডে তলব করা হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। আজ ১৬ এপ্রিল তাঁকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।গত মাসেই আবগারি কাণ্ডে অভিযুক্ত দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করে সিবিআই।
অবশ্য এই বিষয়ে বিস্ফোরক কেজরিওয়াল। বিজেপিকে নিশানা করে একাধিক মন্তব্য করেছেন তিনি। সিবিআই তলব প্রসঙ্গে অরবিন্দ কেজরিওয়াল সংবাদ মাধ্যমকে জানান, "সিবিআই আমাকে ডেকেছে এবং আমি অবশ্যই যাব। সিবিআই একটি অত্যন্ত শক্তিশালী সংস্থা এবং এরা চাইলে যে কোনও মানুষকে জেলে পাঠাতে পারে। যদি বিজেপি আমাকে গ্রেফতার করতে বলে তাহলে সিবিআই আমাকে অবশ্যই জেলে পাঠাবে।"
advertisement
advertisement
রবিবার সকাল ১১ টার মধ্যে সিবিআই দফতরে উপস্থিত থাকতে বলা হয়েছে কেজরিওয়ালকে। আবগারি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে তাঁকে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 16, 2023 11:49 AM IST