Coronavirus: আর নিশ্চিন্ত থাকতে পারবেন না, দেশে ফের করোনার খেলা শুরু! ভয়ঙ্কর রিপোর্ট প্রকাশ্যে
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Coronavirus: আবার ঊর্ধ্বমুখী কোভিড সংক্রমণ। বৃহস্পতিবার, ভারতে ৫,৩৩৫ টি নতুন কোভিড -১৯ করোনা পজিটিভ কেস ধরা পড়েছে৷ গত পাঁচ মাসের মধ্যে সবচেয়ে বেশি পজিটিভ কেস এদিন রের্কড হয়েছে।
নয়া দিল্লি: আবার ঊর্ধ্বমুখী কোভিড সংক্রমণ। বৃহস্পতিবার, ভারতে ৫,৩৩৫ টি নতুন কোভিড -১৯ করোনা পজিটিভ কেস ধরা পড়েছে৷ গত পাঁচ মাসের মধ্যে সবচেয়ে বেশি পজিটিভ কেস এদিন রের্কড হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে বর্তমানে পজিটিভ কেসের সংখ্যা বেড়ে ২৫,৫৮৭ দাঁড়িয়েছে।
গত বছরের ২৫ সেপ্টেম্বর মোট ৪,৭৭৭ টি পজিটিভ কেস ধরা পড়েছিল। স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটের পরিসংখ্যান অনুযায়ী, জাতীয় কোভিড -১৯ সুস্থতার হার ছিল ৯৮.৭৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় ২,৮২৬ জন রোগী সুস্থ হয়েছেন, এখন মোট সুস্থের সংখ্যা বেড়ে ৪,৪১,৮২,৫৩৮ হয়েছে।
আরও পড়ুনঃ প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে বিরোধীদের ঝাঁঝালো আক্রমণ! চব্বিশের লক্ষ্যও ঠিক করে দিলেন নরেন্দ্র মোদি
advertisement
advertisement
বর্তমানে, সংক্রমণের দৈনিক হার ৩.৩২ শতাংশ এবং সংক্রমণের সাপ্তাহিক হার ২.৮৯ শতাংশ। মন্ত্রকের ওয়েবসাইট তথ্য অনুসারে, দেশব্যাপী টিকাকরণ অভিযানের অধীনে এখন পর্যন্ত কোভিড -১৯-এর টিকাকরণ হয়েছে ২২০.৬৬ কোটি মানুষের।
বুধবার, কোয়েম্বাটোরে এক ৫৫ বছর বয়সি মহিলা করোনভাইরাস আক্রান্ত হওয়ার পরে সরকারি হাসপাতালে মারা যান। হাসপাতাল সূত্রে জানায়, ক্যান্সার ও ফুসফুসের রোগের উপসর্গ নিয়ে ১৭ মার্চ ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়।
advertisement
মঙ্গলবার, করোনায় আক্রান্ত হন রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া।
ফের একবার বাড়বাড়ন্ত হতে পারে কোভিড সংক্রমণ তাই জনসাধারণকে উদ্দেশ্যে রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রী অশোক গেহলট ট্যুইট করেছেন “আমি নিজেও কোভিডে আক্রান্ত হয়েছি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কয়েকদিন বাড়িতে বসে কাজ করব। আপনাদের সকলের নিজেদের খেয়াল রাখা দরকার এবং কোভিড প্রোটোকল অনুসরণ করা উচিত”।
advertisement
রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া একটি ট্যুইট বার্তায় বলেছেন যে তিনি কোভিড -১৯ এ আক্রান্ত। ‘কোভিড টেস্টে আমার রিপোর্ট পজিটিভ এসেছে। আমি ডাক্তারদের পরামর্শে সম্পূর্ণ বিচ্ছিন্ন আছি’।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Delhi,Delhi
First Published :
April 06, 2023 12:45 PM IST