Crime News: স্ত্রী রেগে ফোন ধরেনি, পাল্টা রাগে স্বামী যা করল ভাবাই যায় না!

Last Updated:

Crime News: উত্তরপ্রদেশের আজমগড় জেলায় একটি চমকপ্রদ ঘটনায় আপাতত তোলপাড় পড়েছে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
আজমগড়: উত্তরপ্রদেশের আজমগড় জেলায় একটি চমকপ্রদ ঘটনায় আপাতত তোলপাড় পড়েছে। জানা গিয়েছে, স্ত্রী ফোন না ধরায় রেগে লাল হয়ে যান স্বামী। আর স্ত্রীকে 'শিক্ষা' দেওয়ার জন্য পঞ্জাব থেকে আজমগড়ের বাড়িতে ফেরে সে। ঘরে ঢুকেই কোনও কথা না বলে স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে আঘাত করতে শুরু করে। উদ্ধার করতে এসে এক প্রতিবেশীও আহত হয়েছেন।
দু'জনই বিভাগীয় হাসপাতালে চিকিৎসাধীন। যেখানে ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আসলে, পুরো বিষয়টি আজমগড়ের জাহানাগঞ্জ থানা এলাকার গম্ভীরবন গ্রামের সঙ্গে সম্পর্কিত। জাহানের বাসিন্দা কাঞ্চন জানায়, তাঁর স্বামী প্রমোদ জীবিকার জন্য পঞ্জাবে থাকেন। ফোনে কথা বলার সময় স্বামীর সঙ্গে তাঁর কিছু কথা কাটাকাটি হয়। এরপর থেকে সে তাঁর স্বামীর ফোন ধরছিল না। এতেই স্বামী রেগে যায় এবং হঠাৎ সন্ধ্যায় প্রমোদ পঞ্জাব থেকে বাড়িতে পৌঁছে তাঁর সঙ্গে তর্ক শুরু করে।
advertisement
advertisement
তর্ক থেকে তাঁর সঙ্গে মারামারি শুরু হয়ে যায়। মারামারির পর বিবাদ এতটাই বেড়ে যায় যে প্রমোদ তাঁর স্ত্রী কাঞ্চনকে ছুরি দিয়ে আক্রমণ করে। যার কারণে তিনি গুরুতর আহত হন। লড়াইয়ের খবর পেয়ে উদ্ধারের জন্য প্রতিবেশী পৌঁছলে স্বামী ছুরি দিয়ে তাঁকেও আহত করে। ঘটনার পর গ্রামের লোকজন ঘটনাস্থলে পৌঁছে সৈকতকে উদ্ধার করেন। আহত কাঞ্চন ও সৈকতকে বিভাগীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: বিরল কৃতিত্ব ছিল আরজি করের, বন্ধ হয়ে গেল পয়জন ইনফরমেশন সেন্টার! এবার সাপে কামড়ালে কী হবে?
এরই সঙ্গে আহত সৈকত থানায় অভিযোগ করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ ঘটনায় পুলিশ সুপার শৈলেন্দ্র লাল জানান, ঘটনাটি নজরে এসেছে, থানা ইনচার্জকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
অভিষেক উপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Crime News: স্ত্রী রেগে ফোন ধরেনি, পাল্টা রাগে স্বামী যা করল ভাবাই যায় না!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement