Coronavirus: ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ! প্রতিদিনই সামনে আসছে পজিটিভ কেস, জারি সতর্কতা
- Published by:Rachana Majumder
- local18
Last Updated:
বিকানিরে করোনাভাইরাস সংক্রমণের কথা মাথায় রেখে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে৷
advertisement
বিকানির: রাজস্থানে ফের বাড়ছে করোনা সংক্রমণ৷ সম্প্রতি বিকানিরে ২ জন করোনা পজিটিভ কেস ধরা পড়েছে৷ ভগবানপুরে ৩০ বছরের এক যুবক সম্প্রতি করোনা পজিটিভ ধরা পড়েছেন৷ আপাতত তিনি গৃহ পর্যবেক্ষণে রয়েছেন৷ হনুমানগড় থেকে ফেরার পরেই তাঁর করোনা পজিটিভ ধরা পড়েছে৷ দেশনকের ৩৩ বছরের আরও এক যুবকও করোনা পজিটিভ চিহ্নিত হয়েছেন৷
advertisement
করোনা আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে মানুষজন! আবার আগের মতোই শুরু হয়েছে স্বাভাবিক জীবনযাপন। উৎসাব-পালা-পার্বণ উদযাপিত হচ্ছে! এবার তারমধ্যেই এল খারাপ খবর! ফের দাপট দেখাতে শুরু করেছে মারণ ভাইরাস! দীর্ঘ চার মাস পর ভারতের দৈনিক করোনা সংক্রমণ ভয় ধরাচ্ছে ফের। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে উদ্বেগে স্বাস্থ্য মন্ত্রক থেকে চিকিৎসক মহল।
advertisement
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্যে জানা গিয়েছে, বিদেশ থেকে ভারতে আসা পর্যটকদের শরীরে প্রায়সই করোনা সংক্রমণ মিলছে। বুধবারও অস্ট্রেলিয়া থেকে রাজস্থানে বেড়াতে আসা চার পর্যটকের শরীরে পাওয়া গিয়েছি করোনাভাইরাস। ফলে সামগ্রিকভাবে রাজস্থানের পরিস্থিতি যে উদ্বেগজনক তা বলাই বাহুল্য৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 22, 2023 9:39 PM IST