SSC Scam | Sweta Chakraborty | Ayan Shil: কৌশিক গঙ্গোপাধ্য়ায়ের সিনেমায় ডেবিউ! করেছেন শর্টফিল্মও, কোনপথে টলিউডে অয়ন শীলের বান্ধবী শ্বেতা চক্রবর্তী?

Last Updated:
অয়ন শীলের বাড়িতে তল্লাশি চালিয়ে যেসমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে, তার মধ্যেই 'কাবাড্ডি কাবাড্ডি' ছবি-সংক্রান্ত কাগজপত্র রয়েছে। কোন কলাকুশলীকে কত পারিশ্রমিক দেওয়া হয়েছে, খরচ বাবদ কোথায় কী টাকা লেগেছে, সব হিসেবের উল্লেখ রয়েছে। সিনেমার পাশাপাশি একটি সিরিয়ালও নাকি বানানোর পরিকল্পনা ছিল অয়ন শীলের। কিন্তু প্রযোজনায় ঢালা এই টাকার উৎস কী চাকরি বিক্রির টাকা থেকেই এসেছিল? সেটাই জানতে চাইছে ইডি।
1/8
নিয়োগ দুর্নীতি কাণ্ডে আবারও এক রহস্যময়ী নারীর যোগ। নাম শ্বেতা চক্রবর্তী। একাধারে সিভিল ইঞ্জিনিয়ার আবার পেশায় মডেলও। কামারহাটি পুরসভায় ইঞ্জিনিয়ার পদে কাজ করতেন। শ্বেতা চক্রবর্তীর বাড়ি নৈহাটির বিজয়নগরে।
নিয়োগ দুর্নীতি কাণ্ডে আবারও এক রহস্যময়ী নারীর যোগ। নাম শ্বেতা চক্রবর্তী। একাধারে সিভিল ইঞ্জিনিয়ার আবার পেশায় মডেলও। কামারহাটি পুরসভায় ইঞ্জিনিয়ার পদে কাজ করতেন। শ্বেতা চক্রবর্তীর বাড়ি নৈহাটির বিজয়নগরে।
advertisement
2/8
কিন্তু, অয়ন এবং শ্বেতার কী ভাবে পরিচয়? আর সেই পরিচয় কতটা ঘনিষ্ঠ ছিল যে অয়ন এবং শ্বেতা একসঙ্গে একটি ফ্ল্যাটেও থাকতেন? যতদূর জানা যাচ্ছে, কামারহাটি পুরসভার ঠিক উল্টোদিকে জগন্নাথ নিকেতন নামের একটি ফ্ল্যাটে মামা-ভাগ্নির পরিচয় দিয়ে থাকতেন অয়ন-শ্বেতা। যদিও অয়ন কিন্তু, অনেক আগে থেকেই ছিলেন বিবাহিত। তাঁর একটি ছেলেও রয়েছে।
কিন্তু, অয়ন এবং শ্বেতার কী ভাবে পরিচয়? আর সেই পরিচয় কতটা ঘনিষ্ঠ ছিল যে অয়ন এবং শ্বেতা একসঙ্গে একটি ফ্ল্যাটেও থাকতেন? যতদূর জানা যাচ্ছে, কামারহাটি পুরসভার ঠিক উল্টোদিকে জগন্নাথ নিকেতন নামের একটি ফ্ল্যাটে মামা-ভাগ্নির পরিচয় দিয়ে থাকতেন অয়ন-শ্বেতা। যদিও অয়ন কিন্তু, অনেক আগে থেকেই ছিলেন বিবাহিত। তাঁর একটি ছেলেও রয়েছে।
advertisement
3/8
advertisement
4/8
এমনকি, এই অয়ন শীলের হাত ধরেই টলিউডে পা রাখতে চেয়েছিলেন শ্বেতা। জানা গিয়েছে, অয়ন শীলের প্রোডাকশন হাউসের প্রোযোজনায় নির্মিত সিনেমা 'কবাডি কবাডি'তে অভিনয়ে ডেবিউ হয়েছিল শ্বেতার। সিনেমার পরিচালক ছিলেন কৌশিক গঙ্গোপাধ্য়ায়। ছবিতে ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার, অর্জুন চক্রবর্তীর মতো অভিনেতাও। পরিচালকের সঙ্গে একই ফ্রেমে দেখা যায় অয়ন ঘনিষ্ঠ নায়িকাকে
এমনকি, এই অয়ন শীলের হাত ধরেই টলিউডে পা রাখতে চেয়েছিলেন শ্বেতা। জানা গিয়েছে, অয়ন শীলের প্রোডাকশন হাউসের প্রোযোজনায় নির্মিত সিনেমা 'কবাডি কবাডি'তে অভিনয়ে ডেবিউ হয়েছিল শ্বেতার। সিনেমার পরিচালক ছিলেন কৌশিক গঙ্গোপাধ্য়ায়। ছবিতে ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার, অর্জুন চক্রবর্তীর মতো অভিনেতাও। পরিচালকের সঙ্গে একই ফ্রেমে দেখা যায় অয়ন ঘনিষ্ঠ নায়িকাকে
advertisement
5/8
২০২১ সালে ছবির লুক রিলিজ অনুষ্ঠানে গিয়েছিলেন পরিচালক হরনাথ চক্রবর্তীও। যদিও তিনি জানিয়েছেন, পরিচালক কৌশিকের অনুরোধেই ৫ মিনিটের জন্য তিনি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এর বাইরে তিনি কিছুই জানেন না।
২০২১ সালে ছবির লুক রিলিজ অনুষ্ঠানে গিয়েছিলেন পরিচালক হরনাথ চক্রবর্তীও। যদিও তিনি জানিয়েছেন, পরিচালক কৌশিকের অনুরোধেই ৫ মিনিটের জন্য তিনি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এর বাইরে তিনি কিছুই জানেন না।
advertisement
6/8
সিনেমার অভিনেত্রী সোহিনী সরকার জানিয়েছেন, সিনেমাটির কাজ শুরু হলেও শেষ হয়নি। তাঁরা অনেকে পুরো টাকাও পাননি।
সিনেমার অভিনেত্রী সোহিনী সরকার জানিয়েছেন, সিনেমাটির কাজ শুরু হলেও শেষ হয়নি। তাঁরা অনেকে পুরো টাকাও পাননি।
advertisement
7/8
ফলে টাকার অভাবে সিনেমার কাজ সম্পূর্ণ না হওয়ায় বড় পর্দায় আর আসা হয়নি শ্বেতার। তবে শর্টফিল্ম, মডেলিং-এর প্রজেক্ট তিনি অনেকই করেছেন।
ফলে টাকার অভাবে সিনেমার কাজ সম্পূর্ণ না হওয়ায় বড় পর্দায় আর আসা হয়নি শ্বেতার। তবে শর্টফিল্ম, মডেলিং-এর প্রজেক্ট তিনি অনেকই করেছেন।
advertisement
8/8
নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তৃণমূলনেতা শান্তনু বন্দ্যোপাধ্য়ায় ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলকে। অয়নের বাড়ি ও স্লটলেকের অফিস থেকে মিলেছে ২০১২-১৪ টেট-এর ওএমআর শিটের কপি। ইডি-র দাবি, এখান থেকেই হতো টেট-এসএসসির চাকরি বিক্রি। অয়ন শীলের বাড়িতে তল্লাশি চালিয়ে যেসমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে, তার মধ্যেই 'কাবাড্ডি কাবাড্ডি' ছবি-সংক্রান্ত কাগজপত্র রয়েছে। কোন কলাকুশলীকে কত পারিশ্রমিক দেওয়া হয়েছে, খরচ বাবদ কোথায় কী টাকা লেগেছে, সব হিসেবের উল্লেখ রয়েছে। সিনেমার পাশাপাশি একটি সিরিয়ালও নাকি বানানোর পরিকল্পনা ছিল অয়ন শীলের। কিন্তু প্রযোজনায় ঢালা এই টাকার উৎস কী চাকরি বিক্রির টাকা থেকেই এসেছিল? সেটাই জানতে চাইছে ইডি।
নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তৃণমূলনেতা শান্তনু বন্দ্যোপাধ্য়ায় ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলকে। অয়নের বাড়ি ও স্লটলেকের অফিস থেকে মিলেছে ২০১২-১৪ টেট-এর ওএমআর শিটের কপি। ইডি-র দাবি, এখান থেকেই হতো টেট-এসএসসির চাকরি বিক্রি। অয়ন শীলের বাড়িতে তল্লাশি চালিয়ে যেসমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে, তার মধ্যেই 'কাবাড্ডি কাবাড্ডি' ছবি-সংক্রান্ত কাগজপত্র রয়েছে। কোন কলাকুশলীকে কত পারিশ্রমিক দেওয়া হয়েছে, খরচ বাবদ কোথায় কী টাকা লেগেছে, সব হিসেবের উল্লেখ রয়েছে। সিনেমার পাশাপাশি একটি সিরিয়ালও নাকি বানানোর পরিকল্পনা ছিল অয়ন শীলের। কিন্তু প্রযোজনায় ঢালা এই টাকার উৎস কী চাকরি বিক্রির টাকা থেকেই এসেছিল? সেটাই জানতে চাইছে ইডি।
advertisement
advertisement
advertisement