Coronavirus in India: সারা দেশে নতুন করে করোনায় কাবু ১৩,৪০৫ জন! মৃত ২৩৫
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Covid-19 In India: পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণের সংখ্যাটা (West Bengal Covid cases) ২৩৬। গত দিনের তুলনায় ৩৬ জন বেশি সংক্রমিত এ রাজ্যে।
#নয়াদিল্লি: ভারতে নতুন করে করোনা সংক্রমিত (Coronavirus in India) হয়েছেন ১৩,৪০৫ জন! মঙ্গলবার নতুন COVID-19 সংক্রমণের এই সংখ্যায় দেশে করোনা ভাইরাসের আক্রান্তদের মোট সংখ্যা ছাড়াল ৪.২৮ কোটিরও বেশি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের মতে, ৪৯ দিন পর করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা দুই লাখের নিচে নেমেছে। দৈনিক সংক্রমণের হার (Coronavirus in India) ছিল ১.২৪ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪,২২৬ জন মানুষ। সব মিলিয়ে ভারতে কোভিডকে হারিয়ে সেরে উঠেছেন ৪,২১,৫৮,৫১০ জন।
২৩৫ টি নতুন মৃত্যুর ঘটনায় মৃতের (Coronavirus in India) সংখ্যা বেড়ে ৫,১২,৩৪৪-এ পৌঁছেছে। দৈনিক COVID-19 সংক্রমণ টানা ১৬ দিন ধরে এক লক্ষের নিচেই রয়েছে। মোট সংক্রামিতের সংখ্যা এখন ১,৮১,০৭৫, যা মোট সংক্রমণের ০.৪২ শতাংশ মাত্র। অন্যদিকে, কোভিড-১৯ থেকে সুস্থতার হার বেড়ে এখন ৯৮.৩৮ শতাংশ।
advertisement
advertisement
মঙ্গলবার মহারাষ্ট্রে অবশ্য ২৪ ঘণ্টায় চারটি মৃত্যুর থেকে এক লাফে ৪৭ জনের মৃত্যুর খবর মিলেছে। দৈনিক সংক্রমণ ফের ১,০০০ অতিক্রম করেছে, জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এই নিয়ে সে রাজ্যের কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা ৭৮,৬০,৩১৭-তে পৌঁছেছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৪৩,৬৩৩।
মহারাষ্ট্রে কোভিডে মৃত্যুর হার ১.৮২ শতাংশ। স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২,৪৮৮ জন রোগী সেরে উঠেছেন। সুস্থতার সংখ্যা এখন ৭৬,৯৯,৬২৩।
advertisement
থানেতে করোনা সংক্রমণে ৩ জনের মৃত্যু ঘটেছে। করোনাভাইরাসের ৫৩ টি নতুন সংক্রমণের তথ্যে মহারাষ্ট্রের থানে জেলায় মোট সংক্রমণের সংখ্যা ৭,০৮,০২৬- এ পৌঁছেছে। পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণের সংখ্যাটা (West Bengal Covid cases) ২৩৬। গত দিনের তুলনায় ৩৬ জন বেশি সংক্রমিত এ রাজ্যে। কোভিড আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যুও হয়েছে। রাজ্যের মোট সংক্রমণের সংখ্যা ২০,১৩,৭৮৯, জানিয়েছে স্বাস্থ্য দফতর। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ২১,১৫২ জনের (Coronavirus in India)।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 23, 2022 9:17 AM IST