Coronavirus:করোনা সংক্রমিত দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সিপিএম নেতা প্রকাশ ও বৃন্দা কারাত

Last Updated:

করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখরও

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#নয়াদিল্লি: এবার করোনা (Coronavirus) সংক্রমিত দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মৃদু উপসর্গ থাকায় রয়েছেন বাড়িতেই। বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। টুইট করে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন তিনি।
টুইটারে রাজনাথ লিখেছেন, “করোনা (Coronavirus) আক্রান্ত। মৃদু উপসর্গ রয়েছে। কোয়ারেন্টাইনে রয়েছি। সম্প্রতি যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা আইসোলেশনে থাকুন। কোভিড পরীক্ষাও করিয়ে নিন।” করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউতে নিজেকে সুরক্ষিত রেখেছিলেন রাজনাথ। ভ্যাকসিনের দু’টি ডোজও নিয়েছিলেন তিনি।
advertisement
advertisement
করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন  তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখরও। প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, করোনা পজিটিভ রিপোর্ট এসেছে তাঁর। রয়েছে মৃদু উপসর্গ। আপাতত তিনি বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন। সম্প্রতি যারা তাঁর সংস্পর্শে এসেছিলেন তাদের সকলকে করোনা পরীক্ষা এবং আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। উল্লেখ্য করোনা টিকার দুটি ডোজও নিয়েছিলেন তিনি। তাসত্ত্বেও করোনা আক্রান্ত হয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। রবিবারই করোনা আক্রান্ত হয়েছেন বিজেপি সংসদ বরুন গান্ধী। অন্যদিকে সিপিআইএম এর প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত ও সর্বভারতীয় সিপিআইএম নেত্রী বৃন্দা কারাত করোনা পসিটিভ হয়েছেন। এরমধ্যেই দিল্লিতে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।
advertisement
এদিকে আসন্ন বাজেট অধিবেশন মাথায় রেখে সংসদের পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দিলেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু এবং লোকসভার স্পিকার ওম বিড়লা।  দুই কখ্যের সেক্রেটারী জেনারেলকে এই বিষয়ে দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
এদিকে, সংসদ ভবনের কর্মীদের করোনা সংক্রমণ ও দিল্লিতে ব্যাপকহারে সংক্রমণ বৃদ্ধির কারণে সোমবার নির্ধারিত একাধিক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক বাতিল করা হয়েছে। সূত্রের খবর, পার্সোনেল, জন অভিযোগ, নগরোন্নয়ন, পরিবেশমন্ত্রক এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির সোমবার বৈঠক হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। বিদেশমন্ত্রকের সংসদীয় স্থয়ী কমিটির বৈঠকও বাতিল করা হতে পারে বলে সূত্রের খবর। এর আগে অতিমারীর প্রথম ও দ্বিতীয় ঢেউয়েও একাধিক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক বাতিল করা হয়েছে। কমিটির সদস্যদের অনেকে অবশ্য ভার্চুয়াল বৈঠকের দাবি করেছিলেন। সংসদে আক্রান্ত ৪০০ জন কর্মীর মধ্যে রাজ্যসভার ৬৫ জন এবং লোকসভার ২০০ জন কর্মী রয়েছে। বাকিরা সংসদের উভয়কক্ষের নানান বিভাগের সঙ্গে যুক্ত।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Coronavirus:করোনা সংক্রমিত দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সিপিএম নেতা প্রকাশ ও বৃন্দা কারাত
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement