Corona in India: বাংলায় করোনা সংক্রমণের হার ১৬.‌৫!‌ উদ্বেগজনক রাজ্যগুলির তালিকা দেখে নিন...

Last Updated:

Corona in India: দেশের ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৩০ জন। এর মধ্যে মহারাষ্ট্রে আক্রান্ত ৭৯৭ জন।

বাড়ল করোনাভাইরাসে মৃত্যু
বাড়ল করোনাভাইরাসে মৃত্যু
#নয়াদিল্লি : করোনা (Covid-19) আতঙ্ক  কাঁপছে দেশ। দেশে একলাফে ৯০ হাজার ছাড়াল করোনা সংক্রমন। দেশে মাত্রাছাড়া সংক্রমনে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার (Thursday) সকালের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ( Ministry of Health and Family Welfare) রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় (In last 24 hours) দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৯২৮ জন। যা আগের দিনের দেড়গুণেরও বেশি। গতকালের তুলনায় করোনা সংক্রমণ বৃদ্ধি পেল ৫৬.৬ শতাংশ। গোটা দেশে পটিজিভিটি রেট রাতারাতি বেড়ে ৬.৪৩ শতাংশ। এটাও আগের দিনের থেকে প্রায় ৪০ শতাংশ বেশি। স্বভাবতই চিন্তায় সমগ্র দেশ।
এদিকে দেশের ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৩০ জন। এর মধ্যে মহারাষ্ট্রে আক্রান্ত ৭৯৭ জন। দিল্লিতে আক্রান্ত ৪৯৫ জন। গতকালই এক জনের মৃত্যু হয়েছে ওমিক্রণ আক্রান্ত হয়ে। রাজস্থানের উদয়পুরে এক ৭৩ বছর বয়সী ব্যক্তির ওমিক্রণে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এটিই ভারতে প্রথম ওমিক্রণ আক্রান্ত হয়ে মৃত্যু বলে নিশ্চিত করেছে স্বাস্থ্যমন্ত্রক।
advertisement
advertisement
বুধবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়, দেশের ২৮ জেলা সাপ্তাহিক সংক্রমণের হার ১০ শতাংশের ওপরে রয়েছে। করোনা পরিস্থিতি উদ্বেগজনক রাজ্যগুলির তালিকায় রয়েছে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, দিল্লি, কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, ঝাড়খন্ড, গুজরাটের মতো রাজ্যেগুলি। সাপ্তাহিক সংক্রমণ এবং আক্রান্তের হার বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে এই রাজ্যগুলিতে। পশ্চিমবঙ্গে সংক্রমণের হার ১৬.‌৫!‌ দেশের মধ্যে সবচেয়ে বেশি।
advertisement
দেশের অন্য রাজ্যগুলিতেও সংক্রমণ বৃদ্ধি হচ্ছে। অন্য দিকে, নীতি আয়োগ সদস্য (‌‌স্বাস্থ্য)‌‌ ভি কে পল এক প্রশ্নের জবাবে জানিয়েছেন, পূর্বে যে দুটি টিকা নিয়েছেন স্বাস্থ্যকর্মী থেকে ষাটোর্ধ্ব ব্যক্তিরা, তাদের সেই টিকাই ‘‌প্রিকশন ডোজ’‌ দেওয়া হবে। তারা যদি কোভ্যাক্সিন নিয়ে থাকেন, সেটাই দেওয়া হবে। আর যদি কোভিশিল্ড নিয়ে থাকেন প্রথম দুটি ডোজ, তবে সেই ডোজই দেওয়া হবে ‘‌প্রিকশন ডোজ’‌। মিক্সড ডোজ দেওয়া হবেনা। সবমিলিয়ে পরিস্থিতি উদ্বেগজনক।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Corona in India: বাংলায় করোনা সংক্রমণের হার ১৬.‌৫!‌ উদ্বেগজনক রাজ্যগুলির তালিকা দেখে নিন...
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement