হোম /খবর /দেশ /
শুক্রবার থেকেই বেসরকারি টিকাগ্রহণ কেন্দ্রে মিলবে কোর্বেভ্যাক্স, দাম কত জেনে নিন

শুক্রবার থেকেই বেসরকারি টিকাগ্রহণ কেন্দ্রে মিলবে কোর্বেভ্যাক্স, দাম কত জেনে নিন

Corbevax gets nod as booster

Corbevax gets nod as booster

Corbevax || যাদের বয়স ১৮ বছর বা তার বেশি এবং কোভ্যাকসিন বা কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পেয়েছেন তাদের ৬ মাসের শেষে সতর্কতামূলক ডোজ হিসাবে কোর্বেভ্যাক্স দেওয়া যেতে পারে।

  • Last Updated :
  • Share this:

বায়োলজিক্যাল ই. লিমিটেড বৃহস্পতিবার জানিয়েছে, যে তারা এখনও কোর্বেভ্যাক্সের ১০ কোটি (১০০ মিলিয়ন) ডোজ কেন্দ্রে পৌঁছে দিয়েছে৷ বুস্টার ডোজ হিসাবে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। শুক্রবার থেকে বেসরকারি টিকা কেন্দ্রে মিলবে এই টিকা৷ বেসরকারি কেন্দ্রে ২৫০ টাকায় মিলবে এই ভ্যাকসিন৷

সতর্কতামূলক ডোজ হিসাবে টিকাদান কর্মসূচিতে কোর্বেভ্যাক্সকে অন্তর্ভুক্ত করেছে কেন্দ্র৷ এ বিষয়ে রাজ্যগুলিকে চিঠি লিখেছেন কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য সচিব।

আরও পড়ুন: আবহাওয়া পরিবর্তন, সপ্তাহান্তে ভারী বৃষ্টি রাজ্যে, কোন কোন জেলায় কত বৃষ্টি হবে? রইল পূর্বাভাস

রাজ্যগুলিকে বলা হয়েছে কোর্বেভ্যাক্স উপলব্ধ এবং এখন বুস্টার ডোজ হিসাবে ব্যবহার করা যেতে পারে। করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার ৬ মাসের মধ্যে সতর্কতামূলক ডোজ হিসেবে কোর্বেভ্যাক্স দেওয়ার ছাড়পত্র মিলেছে৷ কোভিশিল্ড বা কোভ্যাক্সিন নিলেও বুস্টার ডোজে নেওয়া যাবে কোর্বেভ্যাক্স।

আরও পড়ুন: 'অনুব্রত লুকোচুরি খেলছিল, আগেই গ্রেফতার হওয়া উচিত ছিল', হাসতে হাসতে তীব্র শ্লেষ বিমানের

যাদের বয়স ১৮ বছর বা তার বেশি এবং কোভ্যাকসিন বা কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পেয়েছেন তাদের ৬ মাসের শেষে সতর্কতামূলক ডোজ হিসাবে কোর্বেভ্যাক্স দেওয়া যেতে পারে। রাজ্যগুলিকে এই বিষয়ে টিকাকেন্দ্র এবং স্বাস্থ্যকর্মীদের জানাতে বলেছে কেন্দ্র।

Published by:Rachana Majumder
First published:

Tags: Corona Vaccine, COVID19