বৃহত্তর বেঞ্চে পাঠানোর আবেদন খারিজ, ৩৭০ ধারা নিয়ে স্বস্তিতে কেন্দ্র

Last Updated:

গত বছর ৫ অগাস্ট জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে নিয়েছিল কেন্দ্রীয় সরকার৷ সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে একাধিক আবেদন জমা পড়েছিল৷

#নয়াদিল্লি: জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি পেল কেন্দ্রীয় সরকার৷ ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে দাবি করে সুপ্রিম কোর্টে যে সমস্ত আবেদন জমা পড়েছিল, সেগুলি বৃহত্তর বেঞ্চে পাঠানোর প্রয়োজন নেই বলে জানিয়ে দিল শীর্ষ আদালত৷ বিচারপতি এন ভি রামান্নার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এ দিন এই রায় দিয়েছে৷ তাঁদের মতে, বিষয়টি সাত বিচারপতিকে নিয়ে গঠিত বৃহত্তর বেঞ্চে পাঠানোর কোনও প্রয়োজন নেই৷
গত বছর ৫ অগাস্ট জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে নিয়েছিল কেন্দ্রীয় সরকার৷ সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে একাধিক আবেদন জমা পড়েছিল৷ বিষয়টি সাত বিচারপতিকে নিয়ে গঠিত বৃহত্তর বেঞ্চে পাঠানো প্রয়োজন কি না, গত ২৩ জানুয়ারি সেই রায় দান স্থগিত রেখেছিল পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ৷
মামলাকারীদের পক্ষে দুই আইনজীবী সঞ্জয় পারিখ এবং জাফর শাহ ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তা বৃহত্তর বেঞ্চে পাঠানোর জন্য পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের সামনে সওয়াল করেছিলেন৷ তাঁদের যুক্তি ছিল, ৩৭০ ধারা সংক্রান্ত পুরনো দুটি মামলায় পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের দেওয়া রায় পরস্পরবিরোধী ছিল৷ যদিও সেই যুক্তি মানেনি শীর্ষ আদালত৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বৃহত্তর বেঞ্চে পাঠানোর আবেদন খারিজ, ৩৭০ ধারা নিয়ে স্বস্তিতে কেন্দ্র
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement