বৃহত্তর বেঞ্চে পাঠানোর আবেদন খারিজ, ৩৭০ ধারা নিয়ে স্বস্তিতে কেন্দ্র

Last Updated:

গত বছর ৫ অগাস্ট জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে নিয়েছিল কেন্দ্রীয় সরকার৷ সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে একাধিক আবেদন জমা পড়েছিল৷

#নয়াদিল্লি: জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি পেল কেন্দ্রীয় সরকার৷ ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে দাবি করে সুপ্রিম কোর্টে যে সমস্ত আবেদন জমা পড়েছিল, সেগুলি বৃহত্তর বেঞ্চে পাঠানোর প্রয়োজন নেই বলে জানিয়ে দিল শীর্ষ আদালত৷ বিচারপতি এন ভি রামান্নার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এ দিন এই রায় দিয়েছে৷ তাঁদের মতে, বিষয়টি সাত বিচারপতিকে নিয়ে গঠিত বৃহত্তর বেঞ্চে পাঠানোর কোনও প্রয়োজন নেই৷
গত বছর ৫ অগাস্ট জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে নিয়েছিল কেন্দ্রীয় সরকার৷ সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে একাধিক আবেদন জমা পড়েছিল৷ বিষয়টি সাত বিচারপতিকে নিয়ে গঠিত বৃহত্তর বেঞ্চে পাঠানো প্রয়োজন কি না, গত ২৩ জানুয়ারি সেই রায় দান স্থগিত রেখেছিল পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ৷
মামলাকারীদের পক্ষে দুই আইনজীবী সঞ্জয় পারিখ এবং জাফর শাহ ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তা বৃহত্তর বেঞ্চে পাঠানোর জন্য পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের সামনে সওয়াল করেছিলেন৷ তাঁদের যুক্তি ছিল, ৩৭০ ধারা সংক্রান্ত পুরনো দুটি মামলায় পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের দেওয়া রায় পরস্পরবিরোধী ছিল৷ যদিও সেই যুক্তি মানেনি শীর্ষ আদালত৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বৃহত্তর বেঞ্চে পাঠানোর আবেদন খারিজ, ৩৭০ ধারা নিয়ে স্বস্তিতে কেন্দ্র
Next Article
advertisement
Khaleda Jia Health Update: অত্যন্ত সংকটজনক খালেদা জিয়া, দ্রুত আরোগ্যলাভের বার্তা পাঠালেন পাক প্রধানমন্ত্রী
অত্যন্ত সংকটজনক খালেদা জিয়া, দ্রুত আরোগ্যলাভের বার্তা পাঠালেন পাক প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংকটজনক অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি. বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানান, তাঁর হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ হয়েছে. পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ অনেকে সুস্থতা কামনা করেছেন. বিএনপি দেশজুড়ে প্রার্থনার আয়োজন করেছে.

VIEW MORE
advertisement
advertisement