Congress Rejects Mamata Banerjee's proposal: গোয়ায় তৃণমূলের জোটে থাকবে না, মমতার প্রস্তাব ফিরিয়ে জানালো কংগ্রেস

Last Updated:

এ দিন গোয়া কংগ্রেসের মুখপাত্র তুলিও ডি সুজা দলের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন (Congress rejects Mamata Banerjee's proposal)৷

মমতার প্রস্তাব ফিরিয়ে দিল কংগ্রেস৷
মমতার প্রস্তাব ফিরিয়ে দিল কংগ্রেস৷
#পানাজি: গোয়ায় তৃণমূলের জোটে শামিল হবে না কংগ্রেস (Congress Rejects Mamata Banerjee's proposal)৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব ফিরিয়ে জানিয়ে দিল গোয়ার কংগ্রেস নেতৃত্ব৷ সোমবারই গোয়ার জনসভা থেকে তৃণমূলনেত্রী কংগ্রেসকে গোয়ায় তৃণমূলের (TMC Alliance in Goa) নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার জন্য বার্তা দিয়েছিলেন৷ তার চব্বিশ ঘণ্টার মধ্যেই নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিল কংগ্রেস৷
এ দিন গোয়া কংগ্রেসের মুখপাত্র তুলিও ডি সুজা দলের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন৷ কংগ্রেসের মুখপাত্র বলেন, 'কংগ্রেস গোয়া সুপ্রতিষ্ঠিত একটি শক্তি৷ মাত্র এক, দেড় মাস আগে গোয়ার রাজনীতিতে এসে কংগ্রেসকে এই প্রস্তাব অত্যন্ত হাস্যকর, জানি না আদতে এতে কারও উপকার হবে কি না৷ তৃণমূল আদৌ বিজেপি-কে হারাতে চাইছে নাকি বিজেপি-কে সরকার গড়তে সাহায্য করছে, সেটাই স্পষ্ট নয়৷ তৃণমূল যা করছে তাতে বিরোধী জোটই দুর্বল হবে৷ কংগ্রেসের এই জোটে যোগ দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না৷ কারণ গোয়ায় তৃণমূলের কোনও শক্তিই নেই৷ কংগ্রেস একাই বিজেপি-র বিরুদ্ধে লড়বে৷'
advertisement
advertisement
যদিও কংগ্রেস মুখপাত্রের এই মন্তব্য গোয়া বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোট করার পরিপ্রেক্ষিতে৷ ২০২৪-এর নির্বাচনে কংগ্রেস তৃণমূলের সঙ্গে জোটে থাকবে কি না, সে প্রশ্নের উত্তর অবশ্য এখনও মেলেনি৷
গত কয়েকমাসে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক ক্রমশ তিক্ত হয়েছে৷ তৃণমূলের অভিযোগ, বিজেপি-কে হারানোর প্রয়োজনীয় তাগিদই দেখা যাচ্ছে না কংগ্রেসের মধ্যে৷ গোয়াতেও কংগ্রেসে বড়সড় ফাটল ধরিয়ে শক্তি বাড়িয়েছে তৃণমূল৷
advertisement
এই পরিস্থিতিতে সোমবার গোয়ায় দলীয় সভা থেকে কংগ্রেসের উদ্দেশে বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, গোয়ায় তৃণমূলের নেতৃত্বাধীন জোটে কংগ্রেস যুক্ত হতে চাইলে স্বাগত৷ তৃণমূলনেত্রী বলেন, 'কংগ্রেসের বিরুদ্ধে কিছু বলতে চাই না, কংগ্রেস যদি মনে করে বিজেপি-কে হারাতে হবে, আমাদের কোনও আপত্তি নেই৷ গোয়া ফরওয়ার্ড পার্টি, এমজিপি-র মতো চার পাঁচটি দলকে নিয়ে তো গোয়ায় আমাদের জোট হয়ে গিয়েছে৷ আপনারা যোগ দিতে চাইলে যোগ দিন৷ কোনও আপত্তি নেই৷ আপনারা করবেন না, কাউকে করতে দেবেন না, এটা ঠিক নয়৷ গণতন্ত্রে কারও জমিদারি চলবে না৷ আপনারা যদি চান বিজেপি বিরোধী ভোট ভাগ হবে না, তাহলে আসুন৷ কিন্তু বিজেপি-কে এবার কোনওভাবেই জিততে দেব না৷'
advertisement
তৃণমূলনেত্রীর সেই প্রস্তাব অবশ্য পত্রপাঠ খারিজ করে দিল কংগ্রেস৷ ফলে, দুই দলের মধ্যে সন্ধির যে ক্ষীণ সম্ভাবনা দেখা গিয়েছিল, তাও কমে গেল বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
বাংলা খবর/ খবর/দেশ/
Congress Rejects Mamata Banerjee's proposal: গোয়ায় তৃণমূলের জোটে থাকবে না, মমতার প্রস্তাব ফিরিয়ে জানালো কংগ্রেস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement