Congress Rejects Mamata Banerjee's proposal: গোয়ায় তৃণমূলের জোটে থাকবে না, মমতার প্রস্তাব ফিরিয়ে জানালো কংগ্রেস
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এ দিন গোয়া কংগ্রেসের মুখপাত্র তুলিও ডি সুজা দলের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন (Congress rejects Mamata Banerjee's proposal)৷
#পানাজি: গোয়ায় তৃণমূলের জোটে শামিল হবে না কংগ্রেস (Congress Rejects Mamata Banerjee's proposal)৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব ফিরিয়ে জানিয়ে দিল গোয়ার কংগ্রেস নেতৃত্ব৷ সোমবারই গোয়ার জনসভা থেকে তৃণমূলনেত্রী কংগ্রেসকে গোয়ায় তৃণমূলের (TMC Alliance in Goa) নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার জন্য বার্তা দিয়েছিলেন৷ তার চব্বিশ ঘণ্টার মধ্যেই নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিল কংগ্রেস৷
এ দিন গোয়া কংগ্রেসের মুখপাত্র তুলিও ডি সুজা দলের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন৷ কংগ্রেসের মুখপাত্র বলেন, 'কংগ্রেস গোয়া সুপ্রতিষ্ঠিত একটি শক্তি৷ মাত্র এক, দেড় মাস আগে গোয়ার রাজনীতিতে এসে কংগ্রেসকে এই প্রস্তাব অত্যন্ত হাস্যকর, জানি না আদতে এতে কারও উপকার হবে কি না৷ তৃণমূল আদৌ বিজেপি-কে হারাতে চাইছে নাকি বিজেপি-কে সরকার গড়তে সাহায্য করছে, সেটাই স্পষ্ট নয়৷ তৃণমূল যা করছে তাতে বিরোধী জোটই দুর্বল হবে৷ কংগ্রেসের এই জোটে যোগ দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না৷ কারণ গোয়ায় তৃণমূলের কোনও শক্তিই নেই৷ কংগ্রেস একাই বিজেপি-র বিরুদ্ধে লড়বে৷'
advertisement
advertisement
যদিও কংগ্রেস মুখপাত্রের এই মন্তব্য গোয়া বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোট করার পরিপ্রেক্ষিতে৷ ২০২৪-এর নির্বাচনে কংগ্রেস তৃণমূলের সঙ্গে জোটে থাকবে কি না, সে প্রশ্নের উত্তর অবশ্য এখনও মেলেনি৷
গত কয়েকমাসে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক ক্রমশ তিক্ত হয়েছে৷ তৃণমূলের অভিযোগ, বিজেপি-কে হারানোর প্রয়োজনীয় তাগিদই দেখা যাচ্ছে না কংগ্রেসের মধ্যে৷ গোয়াতেও কংগ্রেসে বড়সড় ফাটল ধরিয়ে শক্তি বাড়িয়েছে তৃণমূল৷
advertisement
এই পরিস্থিতিতে সোমবার গোয়ায় দলীয় সভা থেকে কংগ্রেসের উদ্দেশে বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, গোয়ায় তৃণমূলের নেতৃত্বাধীন জোটে কংগ্রেস যুক্ত হতে চাইলে স্বাগত৷ তৃণমূলনেত্রী বলেন, 'কংগ্রেসের বিরুদ্ধে কিছু বলতে চাই না, কংগ্রেস যদি মনে করে বিজেপি-কে হারাতে হবে, আমাদের কোনও আপত্তি নেই৷ গোয়া ফরওয়ার্ড পার্টি, এমজিপি-র মতো চার পাঁচটি দলকে নিয়ে তো গোয়ায় আমাদের জোট হয়ে গিয়েছে৷ আপনারা যোগ দিতে চাইলে যোগ দিন৷ কোনও আপত্তি নেই৷ আপনারা করবেন না, কাউকে করতে দেবেন না, এটা ঠিক নয়৷ গণতন্ত্রে কারও জমিদারি চলবে না৷ আপনারা যদি চান বিজেপি বিরোধী ভোট ভাগ হবে না, তাহলে আসুন৷ কিন্তু বিজেপি-কে এবার কোনওভাবেই জিততে দেব না৷'
advertisement
তৃণমূলনেত্রীর সেই প্রস্তাব অবশ্য পত্রপাঠ খারিজ করে দিল কংগ্রেস৷ ফলে, দুই দলের মধ্যে সন্ধির যে ক্ষীণ সম্ভাবনা দেখা গিয়েছিল, তাও কমে গেল বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 14, 2021 1:03 PM IST