Jharkhand Politics Update: বিজেপি-র হাত ধরছেন হেমন্ত? গুজব বলে উড়িয়ে দিল কংগ্রেস! ঝাড়খণ্ডে নাটক অব্যাহত

Last Updated:

গতকাল খবর ছড়িয়েছিল, সস্ত্রীক দিল্লিতে গিয়ে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন হেমন্ত সোরেন৷

কী করবেন হেমন্ত, জোর জল্পনা ঝাড়খণ্ডে৷
কী করবেন হেমন্ত, জোর জল্পনা ঝাড়খণ্ডে৷
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে বিজেপি নেতৃত্বের বৈঠকের খবরে রাজ্যে রাজনৈতিক সমীকরণ বদলের জল্পনা ছড়িয়েছিল৷ সূত্র মারফত দাবি করা হয়েছিল, কংগ্রেসের সঙ্গ ছেড়ে বিজেপি-র হাত ধরতে পারেন জেএমএম প্রধান৷ যদিও সেই জল্পনাকে উড়িয়ে দিয়ে বুধবার কংগ্রেস দাবি করল, ঝাড়খণ্ডে অটুট রয়েছে ইন্ডিয়া জোট৷
বুধবার কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল দাবি করেছেন, তাঁর সঙ্গে হেমন্ত সোরেনের কথা হয়েছে৷ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ইন্ডিয়া জোটেই থাকার বিষয়ে আশ্বস্ত করেছেন বলেও দাবি করেছেন সিনিয়র এই কংগ্রেস নেতা৷
advertisement
advertisement
গতকাল খবর ছড়িয়েছিল, সস্ত্রীক দিল্লিতে গিয়ে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন হেমন্ত সোরেন৷ বিহার নির্বাচনে কংগ্রেস, আরজেডির বিপর্যয় এবং নিজেরা খাতা খুলতে না পারার পরই জেএমএম নেতৃত্ব বিজেপি-র হাত ধরার বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেন বলেও দাবি করা হয়৷
কে সি বেণুগোপাল এ দিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে দাবি করেন, ‘ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে আজ আমার কথা হয়েছে৷ ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোট অটুট এবং ঐক্যবদ্ধ রয়েছে, এ বিষয়ে কোনও সন্দেহ নেই৷ ঝাড়খণ্ডের প্রতি মানুষের প্রত্যাশা পূরণে জনমুখী প্রকল্পগুলির বাস্তবায়ন করতে এই জোট প্রতিশ্রুতিবদ্ধ৷’
advertisement
অতি ডানপন্থী সমাজমাধ্যমের কয়েকটি পেজ থেকেই ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোটে ফাটলের এই গুজব ছড়িয়ে দেওয়া হয়েছিল বলেও দাবি করেছেন কংগ্রেস নেতা৷ যদিও এ বিষয়ে এখনও হেমন্ত সোরেন অথবা জেএমএম নেতৃত্বের কোনও বিবৃতি পাওয়া যায়নি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Jharkhand Politics Update: বিজেপি-র হাত ধরছেন হেমন্ত? গুজব বলে উড়িয়ে দিল কংগ্রেস! ঝাড়খণ্ডে নাটক অব্যাহত
Next Article
advertisement
Haryana Serial Killer Arrested: নিজের থেকে দেখতে সুন্দর লাগলেই জলে ডুবিয়ে খুন, হরিয়ানার পুনমের শিকার তিন বালিকা! ছাড়েনি নিজের ছেলেকেও
নিজের ছেলে সহ ৪ শিশুকে জলে ডুবিয়ে খুন,ছ বছরের ভাইঝিকে হত্যার পর জালে সিরিয়াল কিলার পুনম!
  • নিজের ছেলে সহ চারটি শিশুকে জলে ডুবিয়ে খুন৷

  • হরিয়ানায় পুলিশের জালে সিরিয়াল কিলার পুনম৷

  • ভাইঝিকে খুনের পরই গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement