অমরনাথ যাত্রায় সন্ত্রাসের ছক জঙ্গিদের, ভেস্তে দিল ভারতীয় সেনা, মিলল পাক যোগের প্রমাণ
Last Updated:
জঙ্গি হামলার আশঙ্কার জেরে ৪ অগাস্ট পর্যন্ত স্থগিত অমরনাথ যাত্রা ৷
#শ্রীনগর: অমরনাথ যাত্রা বানচাল করতে সন্ত্রাসের ছক কষেছিল জঙ্গিরা ৷ পূণ্যার্থীদের নিশানা করে জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলা হতে পারে বলে আগেই সতর্ক করেছিল ইনটেলিজেন্স ডিপার্টমেন্ট ৷ শুক্রবার সাংবাদিক বৈঠকে এই খবরেই সিলমোহর দিল ভারতীয় সেনা ৷ একইসঙ্গে প্রমাণিত এই হামলার ষড়যন্ত্রে রয়েছে পাক মদত ৷
চিনার কর্পস-এর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কেজেএস ধিলোঁ এদিন সাংবাদিক বৈঠকে জানান, অমরনাথ যাত্রায় ভক্তদের টার্গেট করে বড়সড় হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের ৷ গত কয়েকদিন ধরে তল্লাশি অভিযানে অমরনাথ যাত্রার রুটের বিভিন্ন জায়গায় থেকে পাওয়া গিয়েছে প্রচুর অস্ত্র ও বিস্ফোরক ৷ সোপিয়ানে উদ্ধার হওয়া অস্ত্রে রয়েছে পাক অর্ডিন্যান্স ফ্যাক্টরির ছাপ ৷ এতেই মিলছে পাক যোগের সূত্র ৷ জঙ্গি হামলার আশঙ্কার জেরে ৪ অগাস্ট পর্যন্ত স্থগিত অমরনাথ যাত্রা ৷ জানাল জম্মু কাশ্মীর পুলিশ ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 02, 2019 4:21 PM IST