Viral Video: ঝরঝর করে ইংরেজি বলেন ! কম্পিউটার সায়েন্সে স্নাতক! ভিক্ষা করে দিন কাটছে বেনারসে! ভাইরাল মহিলার ভিডিও
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Viral Video: কম্পিউটার সায়েন্সে স্নাতক ! ঝরঝরে ইংরেজিতে কথা বলেন ! বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় স্বাতীকে ! বেনারসের ঘাটেই কাটছে জীবন ! দেখুন ভাইরাল ভিডিও
#বেনারস: ভাগ্য মানুষকে কোথায় নিয়ে দাঁড় করাবে কেউ বলতে পারে না! তবে সবটা ভাগ্য এমন নয়, তার সঙ্গে নিজের চেষ্টাকে জুড়েও যদি বিফল হতে হয়, তবে সত্যিই কিছু করার থাকে না। ঠিক যেমন শত চেষ্টার পরেও রাস্তায় ভিক্ষা করতে হচ্ছে বেনারসের ( (viral video) এই মহিলাকে। তাঁর গল্প শুনলে চোখে জল আসবে আপনার!
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল (viral video) হয়েছে। সেখানে দেখা যাচ্ছে মলিন পোশাক, উস্কো-খুস্কো চুল, শাড়ি পরে রাস্তায় বসে এক মহিলা। ভিক্ষা করছেন। যে যা দিয়ে যাচ্ছেন তাই দিয়েই কোনও মতে একবেলা খেয়ে, রাস্তায় শুয়ে দিন কাটছে মহিলার।
advertisement
ভাবতেই পারেন এমন ঘটনা আমাদের দেশে তো সব সময় দেখা যায়। বেনারসের ঘাটে এমন বহু মহিলাকেই দেখতে পাওয়া যায়! তবে এই মহিলার কথা আলাদা করে হচ্ছে কেন? কারণ অবশ্যই রয়েছে। যা জানলে আপনি চমকে যাবেন।
advertisement
এই মহিলার নাম স্বাতী। যাকে দেখে থমকে দাঁড়িয়ে পড়েন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবিনাশ। ভাইরাল (viral video) হওয়া ভিডিওটি তিনিই শেয়ার করেন ফেসবুকে। তারপর থেকে শুরু হয় শোরগোল।
বেনারসের অসসি ঘাটের আশপাশেই থাকেন। না কোনও ঘর নয়, রাস্তাতেই দিন, রাত মাস-বছর কেটে যায় তাঁর। ভিক্ষাবৃত্তি করেই দিন চলে তাঁর।মহিলার সঙ্গে কথা বলে চমকে যান অবিনাশ। ঝরঝরে (viral video)ইংরেজিতে কথা বলছেন তিনি।
advertisement
স্বাতী কম্পিউটার সায়েন্সে স্নাতক (viral video)। সাউথে তাঁর বাড়ি ছিল। চাকরিও করতেন। বিয়ের পর এক সন্তান হয়। তারপর শরীরের একটা অংশ প্যারালাইজড হয়ে যায় স্বাতীর। এর পর তাঁকে চিকিৎসা না করিয়ে বেনারসের ঘাটে ফেলে রেখে যায় বাড়ির লোকজন। সেই থেকে এখানেই রয়েছেন তিনি। প্রায় তিন বছর কেটে গিয়েছে কেউ খোঁজ নেইনি তাঁর।
advertisement
অবিনাশের করা প্রতিটা প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন ইংরেজিতে (viral video)। একটুও না আটকে। স্বাতী জানান, তাঁকে অনেকেই মানসিক রোগী ভাবেন। কিন্তু তিনি মানসিক ভাবে একেবারে সুস্থ। চাকরি করতে চান কিনা প্রশ্ন করা হলে, অবাক দৃষ্টে তাকিয়ে থাকেন স্বাতী! বলেন করতে তো চাই, কিন্তু কে দেবে চাকরি? তবে বেনারসের ভিখারি জীবনে তিনি এখন অভ্যস্থ হয়ে উঠেছেন। পরিবার থেকেও সর্বহারা এই মহিলা।
advertisement
স্বাতীর এই করুণ কাহিনি জানার পর সোশ্যাল মাধ্যমে বহু মানুষ প্রতিবাদ জানিয়েছেন। তাঁর বাড়ির লোকের এই ঘৃণ্য কাজকেও সমালোচনা করেছেন। কিন্তু এখন প্রশ্ন হল এই ভাইরাল ভিডিও কি পারবে স্বাতীর ভাগ্য বদলাতে? কারণ ভাইরাল ভিডিও (viral video) থেকেই নতুন জীবন পেয়েছিলেন রানাঘাটের রাণু মণ্ডল, বাবা কা ধাবার বৃদ্ধ সহ অনেকেই। দেখা যাক স্বাতীর জন্য কোন জীবন অপেক্ষা করছে!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 20, 2021 7:58 PM IST